দ্বিতীয় সেশনে ৪ উইকেট বাংলাদেশের
দ্বিতীয় সেশনে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বোলাররা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের উপর প্রচন্ড চপা সৃষ্টি করে। এই চাপের কারণে প্রথম সেশনে তাদের রান সংগ্রহের যে গতি ছিল, তা কমে আসে। এই সেশনে তারা সংগ্রহ করে ২৮ ওভারে মাত্র ৫২ রান। তাদের মোট রান ৫ উইকেটে ১৫৭। এগিয়ে আছে ২২৬ রানে। চা বিরতির পর রিকেলটন ১৮ ও মুল্ডার ৬ রান নিয়ে ব্যাট করতে নামবেন।
লাঞ্চের পরপরই দক্ষিণ আফ্রিকার ইনিংসে উইকেট পাওয়ার আনন্দে মেতে উঠেন বাংলাদেশের বোলাররা। শুরুটা করেন তাসকিন আহমেদ। যাকে দ্বিতীয় ইনিংসে বল পেতে অনেক অপেক্ষা করতে হয়েছে। দিনটি ছিল আবার তার জন্মদিনও।
অধিনায়ত এলগারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রিভিউ নিয়ে। বাংলাদেশের প্রথম উইকেটও ছিল রিভিউ নিয়ে। এলগার ১০২ বলে ৬৪ রান করেন। প্রথম ইনিংসে করেছিলেন ৬৭ রান। এলগার আউট হওয়ার ১০ রান পরই পিটারসেনকে (৩৬) ফিরিয়ে দেন মিরাজ। শর্ট লেগে চমৎকার ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়। দলীয় একই রানে বাংলাদেশ আবারও উইকেট পাওয়ার নৃত্যানন্দে মেতে উঠে। এবারের শিকারি এবাদত। তিনি শিকার করেন প্রথম ইনিংসে ৯৩ রান করা টেম্বা বাভুমাকে। তিনি এবার মাত্র ৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ১১৬ থেকে ৪ উইকেটে ১২৬। কিছুক্ষণ পর বাংলাদেশ দল তুলে নেয় আরও ১টি উইকেট। এবারের শিকার ভেরেইনা। তিনি মাত্র ৬ রান করেন। মিরাজের বলে সিলি পয়েন্ট ঝাঁপিয়ে পড়ে তাকে তালুবন্দি করেন সাদমান ইসলাম
এমপি/আরএ/