মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার শিরোপা পুনরুদ্ধার
মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে শিরোপা পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। আজ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ফাইনালে তারা ৭১ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ওপেনার আলিশা হিলির ১৭০ রানের ইনিংসের সুবাদে ৫ উইকেটে ৩৫৬ রান করে।
জবাব দিতে নেমে ইংল্যান্ড ৪৩.৪ ওভারে ২৮৫ রান করে অলআউট হয়। মেয়েদের ১২তম আসরে অস্ট্রেলিয়ার এটি ছিল সপ্তম শিরোপা। জিতলে ইংল্যান্ডের হতো পঞ্চম শিরোপা। এই নিয়ে তারা চতুর্থবার রানার্সআপ হলো। প্রতিবারই হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। শুধু প্রথম আসরে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা শিরোপা জিতেছিল।
টস হেরে ইংল্যান্ডের হেথার নাইটের বোলিং বেছে নেওয়া ছিল চরম ভুল। যে ভুলের খেসারত তাকে দিতে হয়েছে অজিদের রানের পাহাড়ে চাপা পড়ে। ইংল্যান্ডকে রানের পাহাড়ে চাপা দেন ওপেনার আলিশা হিলি। সঙ্গী হিসেবে পেয়ে যান আরেক ওপেনার রিচেল হাইন্স ও ওয়ান ডাউনে নামা বেথ মুনিকে। এই ৩ জনে মিলেই সংগ্রহ করেন ৩০০ রান। হিলি ১৭০, হাইন্স ৬৮ ও মুনি ৬২। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আলিশা হিলি। তিনি অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের স্ত্রী। সেমি ফাইনালেও তিনি উইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। ১০৭ বলে ১২৯ রান করে তিনি অপরাজিত ছিলেন।
হিলি ও হাইন্স উদ্বোধনী জুটিতে ২৯.১ ওভারে ১৬০ রান যোগ করে দলের বড় ইনিংস গড়ার ভীত তৈরি করে দিয়ে যান। হাইন্স ৬৯ বলে অর্ধশত রান করে আউট হন ৬৮ রানে। তার ৯৩ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার। হাইন্স আউট হওয়ার পর মুনিকে নিয়ে হিলি যোগ করেন আরও ১৫৪ রান। দুই জনেই মারমুখী ব্যাটিং করে খেলেন ১৬.২ ওভার। বেশি আগ্রাসী ছিলেন মুনি। তিনি মাত্র ৪৭ বলে ৮ চারে ৬২ রান করে আউট হন। তবে তিনি আউট হন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। তাদের জুটি ভাঙ্গে হিলি আউট হলে। হিলি ৬২ বলে অর্ধশত রান করার পর শতরান করেন পাক্কা ১০০ বলে। পরের অর্ধশত রান করেন ২৯ বলে। এরপর আরও যে ২০ রান যোগ করেন, সেখানে বল খেলেন মাত্র ৯টি। এভাবেই সময় বাড়ার সঙ্গে সঙ্গে হিলির আক্রমণের ধারও বাড়তে থাকে। তার ১৩৮ বলে ১৭০ রানের ইনিংসে ছিল ২৬টি চারের মার। শ্রুবসোলের বলে উইকেটের পেছনে জোনসের হাতে ধার পড়ে। তিনি যখন আউট হন, তখন ওভার বাকি ৪.৩টি। এ সময় অজিরা যোগ করে ৪০ রান। মুনি অর্ধশতক করেন ৩৮ বলে ৭ চারে। এ্যানি শ্রুবসোলে ৪৬ রানে ৩টি উইকেট নেন।
বিশাল রান তাড়া করতে নেমে ইংল্যান্ডে শুরুতে বিপদে পড়ে। ৩৮ রানে হারায় ২ ওপেনারকে। এই চাপ পরে আর তারা কাটিয়ে উঠতে পারেনি। এক প্রান্ত আগলে রেখে নেট স্কিভার অপরাজিত ১৪৮ রানের ইনিংস খেলে দলের হারের ব্যবধান কমিয়ে নিয়ে আসেন। ৪ নম্বরে ব্যাট করতে নেমে ৫০ বলে অর্ধশত রান করার পর শতরান করেন ৯০ বলে। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ১টি ছক্কা। দলেল দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল টাম্মি বিউমন্টের ২৭। ৩টি করে উইকেট নেন এ্যালেনা কিং ও জেস জোনাসেন। ২টি উইকেট নেন মেগান শুট।
এমপি/আরএ/