জেতার জন্য খেলবেন মুমিনুল
সময়ের কী আমূল পরিবর্তন। দক্ষিণ আফ্রিকায় সফর শুরুর আগে অতীত অভিজ্ঞতা স্মরণ করে যে বাংলাদেশ দল গিয়েছিল দুরু দুরু বক্ষে, সেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের বুকের পাটা এখন অনেক সাহসী। যেখানে ছিল না কোনও ফরম্যাটেই জয়, সেখানে প্রথম ওয়ানড সিরিজের পর টেস্ট সিরিজও জিততে চায়। ডারবানে বুধবার (৩০ মার্চ) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেন, ‘আমি তো সবসময় বলি-জেতার জন্যই খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলব।’
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দল ম্যাচ না জেতার মলিন ইতিহাস মুছে দিয়েছিল ওয়ানডে সিরিজ জিতে। এর আগে তারা একই অসাধ্য সাধন করেছিল নিউ জিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জিতে, যা ছিল যেকোনও ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়। এই দুই সাফল্যে বাংলাদেশ দলকে নিয়ে প্রতিপক্ষের ভাবনায়ও এনেছে আমুল পরিবর্তন, যা স্পষ্ট হয়ে ফুটে উঠেছ অধিনায়ক মুমিনুলের কথায়।
বাংলাদেশ দল ওয়ানডে সিরিজ জিতেছিল পূর্ণ শক্তির দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু টেস্ট সিরিজে স্বাগতিকরা পূণ শক্তির দল নিয়ে নামতে পারছে না। আইপিএলের কারণে রাবাদা-এনগিডির মতো বোলারদের ছাড়াই খেলতে নামবে তারা। একদিকে বাংলাদেশের সাহসী পদচারণা, অপরদিকে দক্ষিণ আফ্রিকার ক্ষয়িষ্নু শক্তি মুমিনুলদের অতিমাত্রায় আত্মবিশ্বাসী করে তুলেছে। তিনি বলেন, ‘আপনি যখন একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসেন, তখন আগে একটা সিরিজ, যেমন ওয়ানডে সিরিজ জিতে গেলে আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। যদিও লাল বল ও সাদা বলের মধ্যে পার্থক্য আছে। লাল বলে আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে।’
লক্ষ্য অর্জনে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুতে চান মুমিনুল। যেটা তিনি সব সময় বলেও থাকেন। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া অনুসারে আগানো। ৫ দিন ভালোভাবে দাপট ধরে রাখলে ফলাফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’
মুমিনুল সবসময়ই বলেন, ফলাফল যাই হোক প্রক্রিয়া অনুসরণ করে যেতে হবে সবসময়।
তিনি আরো বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে কিভাবে খেলেছিলাম, ওই সময় প্রক্রিয়াগুলো কেমন ছিল-সেগুলো আবার সামনে আনতে হবে। ওখানে যে ভুল ছিল বা যেখানে পিছিয়ে ছিলাম সেসব জায়গায় কাজ করতে হবে। সবমিলিয়ে আত্মবিশ্বাস তো অবশ্যই আছে। তবে নতুন করে শুরু করতে হবে।’
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান মুমিনুলই। টেস্টে তার সেঞ্চুরিও সবার থেকে বেশি, ১১টি। তার চেয়ে বেশি ১৫ ম্যাচ খেলে তামিম ইকবালের সেঞ্চুরি ৯টি। মুমিনুলের গড়ও সবার থেকে বেশি ৪১.১৮। এই সফরে তার ব্যক্তিগত লক্ষ্য কী সেই প্রশ্ন চলে আসে অবধারিতভাবে। মুমিনুলের সে রকম কোনও লক্ষ্য নেই বলে জানান। দলে লক্ষ্য পূরণ করার চেষ্টাই তিনি করবেনে বলে জানান। মুমিনুল বলেন, ‘আমার ব্যক্তিগত কোনও লক্ষ্য নাই। দলের অবস্থা বুঝে খেলার চেষ্টা করি। সেশন বাই সেশন কিভাবে ব্যাট করতে পারি সেটা চেষ্টা করি। দলের লক্ষ্যটাই পূরণ করতে চেষ্টা করি।’
এমপি/এসআইএইচ