তাসকিনকে পুরস্কার দেওয়া উচিত: মাশরাফি
অসময়ে এসেছিল আইপিএলের প্রস্তাব। দেশের আন্তর্জাতিক ক্রিকেটের কারণে লখনউ সুপার জায়ান্টসের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে তাসকিন আহমেদকে। বিসিবিও তাকে ছাড়পত্র দেয়নি। তাই প্রথমবার সুযোগ পেয়েও আইপিএলে যাওয়া হয়নি ডানহাতি এই পেসারের।
নিশ্চিতভাবে সুযোগ হাতছাড়া হওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে তাসকিনের। সঙ্গে নিজের বোলিংয়ে উন্নতির সুযোগও ছিল।
এ ব্যাপারে রবিবার (২৭ মার্চ) মাশরাফি বিন মুর্তজা বলেন, দেশের জন্য এমন ত্যাগ করায় তাসকিনকে পুরস্কার দেওয়া উচিত। বিসিবির উচিত তাকে ক্ষতিপূরণ দেওয়া।
মিরপুর স্টেডিয়ামে এ প্রসঙ্গে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘অবশ্যই (পুরস্কার দেওয়ার প্রশ্নে)। আপনি যদি অ্যান্ডারসন এবং ব্রডের দিকে তাকান, ইসিবি কিন্তু তাদেরকে সব সময় ক্ষতিপূরণ দেয় এটা ঠিক না, যদি তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে তাদেরকে নুন্যতম পুরস্কার দেওয়া। তখন হয়কি ক্রিকেটারদের ভালো লাগা কাজ করে, বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন আমরা টেস্ট ক্রিকেট কেন যেকোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত।’
ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি ছিল তাসকিনের। করসহ আনুসাঙ্গিকতা বাদ দিলেও অন্তত ৩০ লাখ টাকা পেতেন, যা তিনি পেলেন না দেশের হয়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলার কারণে।
উল্লেখ্য, কয়েক বছর পিএসএল না খেলায় মুস্তাফিজুর রহমানকে ক্ষতিপূরণ দিয়েছিল বিসিবি। তখন পিএসএল বাদ দিয়ে দেশের হয়ে আন্তর্জাতিক সিরিজ খেলেছিলেন কাটার মাস্টার।
এমপি/এসআইএইচ