ভেনেজুয়েলার বিপক্ষে বড় জয় মেসিদের
নিজেদের ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে বড় জয় পেল আর্জেন্টিনা। শনিবার বাংলাদেশ সময় ভোরে লা বোম্বোনেরায় অনুষ্ঠিত ম্যাচটিতে প্রতিপক্ষকে ৩-০ গোলে হারায় তারা।
এদিন প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি লিওনেল স্কালোনির শিষ্যরা। যদিও প্রথম গোলের জন্য ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মেসিদের। ডি পলের চমৎকার নিচু ক্রসে দারুণ স্লাইডে গোল করেন নিকো।
এর আগেও দুই বার সুযোগ হাতছাড়া হয় মেসিদের। ২৫তম মিনিটে ডি পলের উঁচু করে বাড়ানো বল একটুর জন্য নাগাল পাননি মেসি। এর পাঁচ মিনিট পর তার নেওয়া শট স্লাইড করে ব্লক করেন ভেনেজুয়েলার এক খেলোয়াড়। এ সময় বল তার হাতে লাগলেও পেনাল্টি দেননি রেফারি। এরপর ৩৩তম মিনিটে হোয়াকিন কোররেয়ার শট পা দিয়ে ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের প্রায় আধা ঘন্টার খেলায় মিলছিল না গোলের দেখা। তবে ৭০ মিনিটের মাথায় বদলি হিসেবে অ্যাঞ্জেল ডি মারিয়াকে মাঠে নামান স্কালোনি। আর মাঠে নেমেই ম্যাচের গতিই বাড়িয়ে দেন এই ফরোয়ার্ড।
৭৯ মিনিটের মাথায় ডি পলের পাস ধরে গোল দেন ডি মারিয়া। এর তিন মিনিটি পরই ডি-বক্সের কাছ থেকে ডান পায়ের আলতো ভলিতে ব্যবধান ৩-০ করেন মেসি। এরপর আর ব্যবধান বাড়তে পারেনি স্কালোনির শিষ্যরা।
এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা। তাদের চেয়ে ১৩ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে একুয়েডর। আগামী মঙ্গলবার একুয়েডরের বিপক্ষে খেলবে তারা। এদিকে টেবিলের নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। তাদের পয়েন্ট ৪২।
এসআইএইচ