বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের শঙ্কা

সাম্প্রতিক সময়ে বিরোধী দল বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত। যদিও এখন পর্যন্ত কোথাও কোনোরকম সহিংসতার ঘটনা ঘটেনি। তবে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সরকারবিরোধী পদযাত্রা কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগ সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, রাজধানী ঢাকা বা বিভাগীয় শহরগুলোতে সহিংসতার ঘটনা না ঘটলেও এখন ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের মতো দুই বড় রাজনৈতিক প্রতিপক্ষের এমন কর্মসূচিতে সাধারণ মানুষের মনে নানা আশঙ্কা দেখা দিয়েছে।

অবশ্য দুই রাজনৈতিক দলের নেতারাই বলছেন, কর্মসূচি শান্তিপূর্ণভাবে হবে। সহিংসতার কোনো আশঙ্কা নেই। ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, আমরা শান্তি সমাবেশ করব। যদি কেউ গায়ে পড়ে ঝগড়া করে তাহলে জবাব দেওয়া হবে।

অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, আমরা দীর্ঘদিন ধরে দেশব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সরকারি দলের পক্ষ থেকে কোনো বাধা আসলে তার জবাব দেওয়া হবে।

অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি কর্মসূচি হলে সহিংসতা-সংঘাতের সম্ভাবনা থাকে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ওইদিন রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া বাকি ৭৬টি সাংগঠনিক জেলার মধ্যে ৪০টিতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বেশিরভাগ ক্ষেত্রে নেতাদের নিজ জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকাপ্রকাশ-কে জানান, ১১ ফেব্রুয়ারি ঢাকায় কোনো কর্মসূচি রাখা হয়নি। ওই দিন ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বিশেষ করে নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করবেন।

সরকার পতনের দাবিতে এবং নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি গত কয়েক মাস ধরে সারা দেশে সভা-সমাবেশ করে আসছে। সর্বশেষ গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা সমাবেশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তুমুল উত্তেজনা তৈরি হয়। বিএনপির একাধিক নেতা দাবি করেছিলেন, ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে। বিএনপি নেতাদের এমন বক্তব্যে নড়েচড়ে বসে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারাও ঢাকায় বিএনপির সমাবেশের দিন রাজধানীর মোড়ে মোড়ে পাহাড়া বসানোর ঘোষণা দেয়। দুই দলের কর্মসূচিতে রাজধানীতে উত্তাপ ছড়ালেও কোনোরকম সহিংসতা ছাড়াই বিএনপির সমাবেশ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ওই কর্মসূচি শেষ করেন। তারপর থেকেই বিএনপির প্রত্যেক কর্মসূচির দিনেই আওয়ামী লীগও কোনো না কোনো কর্মসূচি ঘোষণা করে এবং দলটির নেতা-কর্মীরাও মাঠে সক্রিয় থাকেন।

গত ২৮, ৩০ ও ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির পদযাত্রা ঘোষণা করলে ওই দিনগুলোতেও কর্মসূচি নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ। গত ৪ ফেব্রুয়ারি বিএনপি ঢাকাসহ দেশের ১০টা বড় শহরে সমাবেশ ডাকলে আওয়ামী লীগও পাল্টা শান্তি সমাবেশ করে। কোনোরকম সহিংসতা সংঘাত ছাড়াই এসব কর্মসূচি শেষ হয়েছে।

এবার বিএনপি ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির এই কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ একই দিনে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। বড় দুই রাজনৈতিক দলের এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই কর্মসূচির দিনে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘাত ছড়াতে পারে।

তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকট কামরুল ইসলাম বুধবার রাতে ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমরা কারও সঙ্গে ঝগড়া করার জন্য সমাবেশ করব না। তবে কেউ গায়ে পড়ে ঝগড়া করলে আমরা বসেও থাকব না। সমুচিত জবাব দেওয়া হবে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বুধবার রাতে ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমরা মনে করি, কোনোরকম সহিংসতা বা সংঘাত হবে না। আমাদের সমাবেশের নামই শান্তি সমাবেশ। আমরা কোনো উসকানিতে পা দেব না।’

তিনি বলেন, ‘তবে বিএনপি কর্মসূচির নামে তামাশা সৃষ্টি করেছে। তারা বলে ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার নির্দেশ দেশ চলবে, এরকম আরও কত কী। তারা যদি কর্মসূচির নামে মানুষের জানমালের ক্ষতি করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তার জবাব দেওয়া হবে।’

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েই মাঠে থাকবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।’

অপরদিকে বিএনপি নেতারা বলছেন, সরকার পতনের দাবিতে এবার তারা ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি দিয়েছেন। চলমান আন্দোলনের অংশ হিসেবেই আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি দিয়েছে বিএনপি। বিএনপি নেতারা বলছেন, গত ২২ আগস্ট থেকে তৃণমূলে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে বিএনপি। ১২ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় গণসমাবেশ করেছে। সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি ১০টি সাংগঠনিক বিভাগে একসঙ্গে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। এসব কর্মসূচিতে নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আন্দোলন শুরু হওয়ার মহড়া চলছে। এতেই সরকারের ভীত নড়বড়ে হয়ে গেছে। এখন আমরা সারা দেশের ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি দিয়েছি। এই কর্মসূচিতে তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে মিশে যাওয়া হবে। আগে বিভাগীয় সমাবেশ করেছি, জনগণের কাছে গিয়েছি। ব্যাপক সাড়া পেয়েছি। জনগণকে সঙ্গে নিয়ে সৃষ্ট আন্দোলনেই এই সরকারের পতন ঘটনো হবে।’

তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি এটিই মূলত সরকার পতন আন্দোলনের রোডম্যাপ। যা ধাপে ধাপে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপিসহ সব রাজনৈতিক দল, সংগঠন ও জোট একইদিন পৃথকভাবে পালন করবে। জনশক্তির বিরুদ্ধে কোনো অপশক্তি থাকতে পারে না। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সাধারণ জনগণের উপস্থিতি তা প্রমাণ করেছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে শাহজাহানপুরে নিজের বাসায় ঢাকা মহানগর দক্ষিণের এক প্রস্তুতি সভায় আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাল্টা কর্মসূচির জবাব কীভাবে দিতে হয় সেটা শিগগির দেখতে পাবেন।

তিনি বলেন, ‘শান্তি মিটিংয়ের নামে অশান্তি সভা করবেন না, বিএনপি কর্মসূচি দিলে পাল্টা কর্মসূচি দেবেন না। প্রয়োজন হলে আগে কর্মসূচি দেবেন। আমরা আপনাদের দিনে কর্মসূচি দেব না। যদি শান্তি চান বিএনপির কর্মসূচির দিন কর্মসূচি দিবেন না। অশান্তির জবাব কীভাবে দিতে হয় সেটা শিগগির দেখতে পাবেন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘দেশের সব মহানগরের সাংগঠনিক শক্তি দেখতে ইতোমধ্যে নানা কর্মসূচি দিয়েছে বিএনপি। ঢাকা মহানগরে চার দিনের পদযাত্রাসহ অন্যান্য মহানগরেরও বিভিন্ন কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীরা উপস্থিতি ছিল। যা নিয়ে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। এখন দলটির চোখ তৃণমূলে। সেখানে ধাপে ধাপে কর্মসূচি পালন করে সাংগঠনিক শক্তি প্রমাণ করতে চায়। এরপর কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করাই বিএনপির মূল লক্ষ্য।’

তিনি বলেন, ‘অতীতের মতো এবারও আমরা সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। ইতোমধ্যে আমাদের মহাসচিব একইদিনে আওয়ামী লীগকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘জনসম্পৃক্ততা বাড়াতে কর্মসূচিতে কিছুটা কৌশল নেওয়া হয়েছে। আন্দোলন আরও জোরদার করতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি দেওয়া হয়েছে। ধাপে ধাপে উপজেলা ও জেলায় কর্মসূচি দেওয়া হবে। সর্বশেষ কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্ত কর্মসূচি দেওয়ার আগ পর্যন্ত শান্তিপূর্ণ এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছে যেতে চায় বিএনপি।’

অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আনু মুহম্মদ বুধবার রাতে ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে এক ধরনের অজানা সংঘাত সহিংসতার সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে যদি প্রধান প্রধান রাজনৈতিক দল পাল্টাপাল্টি কর্মসূচিতে একইদিনে মাঠে নামে তাহলে তো সংঘাতময় পরিস্থিতিতে সহিংসতা সৃষ্টির সম্ভাবনা থেকেই যায়। এতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই।’

এসজি

Header Ad
Header Ad

রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়

ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সের শক্তিশালী বোলিংয়ের সামনে সম্পূর্ণ ব্যর্থ হলো ফরচুন বরিশালের ব্যাটাররা। ১২৪ রানের অল্প পুঁজিতে বরিশালের বোলাররাও প্রতিরোধ গড়তে পারেনি। অপরাজিত ফিফটির মাধ্যমে সাইফ হাসানের দুর্দান্ত ইনিংস রংপুরকে সহজ জয় এনে দিয়েছে। এ জয়ের ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। জবাবে ব্যাট করতে নেমে রংপুর ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। অভিষিক্ত ওপেনার আজিজুল হাকিম তামিম শূন্য রানে আউট হন। এরপর তিনে নামা তৌফিক খান তুষারও কোনো রান করতে পারেননি। দ্রুত ১৫ রানে দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে রংপুর।

তবে চাপ সামলে অ্যালেক্স হেলস ও সাইফ হাসান মিলে অবিচ্ছিন্ন ১১৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। সাইফ ৪৬ বলে অপরাজিত ৬২ রান করেন, আর হেলস অপরাজিত থাকেন ৪৯ রানে।

বরিশালের ব্যাটিং লাইনআপে শুরুর থেকেই ছিল বিশৃঙ্খলা। ওপেনার নাজমুল হোসেন শান্ত ১০ বলে ৯ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ের পর তাওহিদ হৃদয়ও ব্যর্থ হন, মাত্র ৬ বলে করেন ৪ রান।

অধিনায়ক তামিম ইকবাল শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১৮ বলে ২৮ রান করে নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন। মিডল অর্ডারে কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও ব্যর্থ হন।

শেষদিকে মোহাম্মদ নবি লড়াইয়ের চেষ্টা করলেও রান আউট হয়ে তার ইনিংস থেমে যায়। বরিশালের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার ফলে সহজ জয় তুলে নেয় রংপুর।

Header Ad
Header Ad

ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

একের পর এক ফ্লপ ছবিতে যখন বলিউডের অবস্থা নাজেহাল তখন ‘জওয়ান’ অবতারে বক্স অফিসে ঝড় তোলেন বলিউড কিং শাহরুখ খান। এদিকে যখন পান মাসালার বিজ্ঞাপন নিয়ে অক্ষয় কুমার, অজয় দেবগণকে ঘিরে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করছেন।

অন্যদিকে কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় করায় শাহরুখকে নিয়েও সমালোচনা নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়েছে। সুপারস্টার হয়ে কেন কোল্ড ড্রিঙ্কের মতো অস্বাস্থ্যকর জিনিস প্রচার করছেন, তা নিয়েও শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছে কিছু স্বাস্থ্য বিষয়ক সংস্থার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কটাক্ষের কড়া জবাব দিলেন বলিউড কিং। স্পষ্ট জানালেন, ‘যারা মনে করছেন, কোল্ড ড্রিঙ্ক পান করা ভালো নয়, তারা এটাকে নিষিদ্ধ করার জন্য আবেদন জানাতে পারে।

শাহরুখ আরও বলেন, ‘এগুলো নিষিদ্ধ হবে না, কারণ এগুলো বিক্রি হলে সরকারের ঘরে অর্থ আসে। সরকারে ঘরে যদি অর্থ আসে, তাহলে এক অভিনেতা হয়ে আমারও পারিশ্রমিক জুটছে। সেটাও তো বন্ধ হওয়া উচিত নয়।’

‘সরকার এগুলো নিষিদ্ধ করুক। সবাই জানে সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক। ভারতে কোল্ড ড্রিঙ্ক তৈরি করা বন্ধ হয়ে যাক। তাহলেই তো সব সমস্যার সমাধান।’

Header Ad
Header Ad

ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় সারা রাত ধরে চালানো ইসরায়েলি বিমান হামলায় ভূখন্ডটির ভেঙে পড়া হামাস পুলিশ ফোর্সের প্রধানসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য দিয়েছে। খবর এএফপির।

এক বিবৃতিতে সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুহারা মানুষের একটি তাঁবু লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী বিমান থেকে বোমা হামলা চালালে তিন শিশু, দুইজন নারীসহ মোট ১১ জন শহীদ হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে পুলিশ প্রধান মাহমুদ সালাহ এবং তার উপপ্রধান হুসাম শাওয়ান রয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

গতকাল বুধবার (১ জানুয়ারি) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছিলেন, হামাস যদি ইসরায়েলে রকেট হামলা চালানো বন্ধ না করে তবে ইসরায়েল গাজায় হামলা চালানো আরও জোরদার করবে।

সম্প্রতি গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা আগের চেয়ে বেড়ে গেছে যদিও তা যুদ্ধ শুরুর প্রথম ধাপের চেয়ে সংখ্যার বিচারে অনেক কম। তবে গত ১৫ মাস ধরে চলতে থাকা যুদ্ধে এই ঘটনা ইসরায়েলি সরকারের জন্য একটি রাজনৈতিক আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়
ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং
ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১
নওগাঁয় একবছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫
অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
বাংলাদেশ আমাদের হারানো ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ
জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত, অটো গ্যাসের দাম সামান্য কম
বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক
টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয়
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ
ভারতে তুলনামূলক হারে কমেছে বাংলাদেশী পর্যটক
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
কেন খাবেন সারা রাত ভেজানো কিশমিশ-পানি
বছরের শুরুতেই উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, নারীসহ আহত ১৫!
বিপিএলে এক ম্যাচেই ৭ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
ম্যাজিস্ট্রেট সেজে নারী চিকিৎসকের সঙ্গে ডিম ব্যবসায়ীর মধুর প্রেম, অতঃপর...
‘ডাক’ মেরে নতুন বছর শুরু লিটন দাসের
আজ চুপচাপ থাকা মানুষদের দিন: বিশ্ব অন্তর্মুখী দিবস