সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নেপথ্যে সিটি ও মেঘনা গ্রুপ

রমজানের আগে চিনির কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা

চিনির চাহিদা থাকলেও বাজারে পাওয়া যাচ্ছে না। পাইকারি ও খুচরা বিক্রেতাদের অভিযোগ, উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ চিনি উৎপাদন করলেও সরকার নির্ধারিত দামে বাজারে চিনি ছাড়ছে না। বেশি দাম পেলেই তারা চিনি বিক্রি করছে। অথচ সরকার চিনির খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছিল প্রতি কেজি ১০৭ টাকা।

ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, বিভিন্ন মিলে যে চিনি মজুত রয়েছে তা দিয়ে সারা বছর চলবে। তারপরও চিনি পাওয়া যাচ্ছে না। সিটি গ্রুপ থেকে কোনো চিনি দিচ্ছে না। আর মেঘনা গ্রুপ ডিলারদের বলছে, সরকার নির্ধারিত খুচরা মূল্যে নিলে চিনি দেবে। এর কমে তারা কাউকে চিনি দিচ্ছে না।

অভিযোগ উঠেছে, আসন্ন রমজান মাসকে সামনে রেখে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। যাতে রজমানে বেশি দামে চিনি বিক্রি করা যায়।

রাজধানীর কারওয়ান বাজার, কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউনহলসহ বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে ডিলার, পাইকার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা লক্ষ্মীপুর জেনারেল স্টোরের হারুন ঢাকাপ্রকাশ-কে জানান, তিনি খোলা চিনি বিক্রি করছেন ১২০ টাকা কেজি দরে। তাও আবার বেশি দামে কেনা ফ্রেশ কোম্পানির চিনি। তাদের প্যাকেট চিনি নেই। সিটির কোনো চিনি নেই। তার কাছে কোনো প্যাকেটজাত চিনি নেই।

কুমিল্লা জেনারেল স্টোরের জসিমও জানান, চিনি নেই। তবে ঈগলের লাল চিনি বিক্রি করছে ১৫০ টাকা কেজি। সরকারের চিনি ৯২ টাকা। তারা বলছে, সরকার থেকে চিনি কিনে প্যাকেট করে বিক্রি করা হচ্ছে। ম্যাজিস্ট্রেটও দেখে গেছে গায়ের রেট ১৫৫ টাকা।

বাজারে চিনি না পাওয়া প্রসঙ্গে কারওয়ান বাজারে মেঘনা গ্রুপের ডিলার মেসার্স জামাল ট্রেডার্সের মালিক মো. জামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, দেখেন কোনো চিনি নেই। ফ্রেশ এক মাস ধরে চিনি দিচ্ছে না। গায়ের রেট ১০৭ টাকা, সেই রেটেই নিতে বলছে কোম্পানি থেকে। মিল থেকে দোকানে আনতে দুই টাকা খরচ আছে কেজিতে। তাহলে কত দামে বিক্রি করব? সরকারের একটি গোয়েন্দা সংস্থা বাজার ঘুরে গেছে। তাদেরকেও একই কথা বলেছি, চিনি পাচ্ছি না। এ জন্য এক মাস থেকে ব্যবসা নেই। কোম্পানির জিএম আখতারুজামানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে। তারপরও চিনি দিচ্ছে না। আর কোম্পানির এজিএম জয়নাল আবেদিন বলছেন, চিনি নেই। তবে ১০৭ টাকা রেটে নিলে পাওয়া যাবে। দাম বাড়ানোর পর থেকেই এই সংকট সৃষ্টি হয়েছে।

বাজার কীভাবে স্বাভাবিক হবে জানতে চাইলে তিনি বলেন, সরকার কঠোরভাবে ধরলে তা নিয়ন্ত্রণে আসবে। কারণ মেঘনার কাছে যে চিনি আছে সারা বছর চলবে। তারপরও নির্ধারিত দামে চিনি দিচ্ছে না। দাম বৃদ্ধির জন্যই তারা এ কাজ করছে। এজন্য ভোক্তারা চিনি পাচ্ছে না।

চিনি আছে কি না জানতে চাইলে কারওয়ান বাজারে সিটি গ্রুপের ডিলার এটি এন্টারপ্রাইজের ম্যানেজার সেলিম ঢাকাপ্রকাশ-কে জানান, চিনি নেই এক মাস থেকে। কোম্পানি দিচ্ছে না। এক ছটাকও নেই। না দিলে বিক্রি করব কীভাবে?

পাইকারি পণ্য বিক্রেতা মেসার্স সিদ্দিক এন্টারপ্রাইজের মো. সিদ্দিকও জানান, চিনি নেই। কারণ কোম্পানি থেকে দেয় না। তাই বিক্রি করতে পারছি না। কেন দিচ্ছে না তাদের কাছে জানেন। তাহলে আসল চিত্র জানা যাবে।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা সোনালী ট্রেডার্সের মালিক মো. আবুল কাশেমও বলেন, চিনি নেই। আমি সব কোম্পানির পণ্য রাখি। পাইকারি ও খুচরাও বিক্রি করি। কিন্তু চিনি নাই অনেক দিন থেকে, কোনো কোম্পানি দেয় না। দাম বাড়ানোর পর থেকেই দিচ্ছে না। আরও দাম বাড়ানোর জন্য আটকে রাখছে।

রাজধানীর মোহাম্মদপুরের কৃষিমার্কেট এবং টাউনহলেও একই চিত্র। চিনির ব্যাপারে জানতে চাইলে টাউনহলের মনির জেনারেল স্টোরের মো. আনোয়ার ঢাকাপ্রকাশ-কে বলেন, চিনি নেই, কোম্পানি থেকে পাই না। কবে থেকে নেই জানতে চাইলে বলেন, এক মাস থেকে। তীরের কোনো চিনি পাই না। দাম বাড়িয়ে ১০৭ টাকা কেজি করার পরই চিনি হাওয়া। সংকট সৃষ্টি হয়েছে তখন থেকেই।

তিনি বলেন, সিটি কোম্পানির তীর চিনি ১০৭ টাকা কেজি। এই চিনির সঙ্গে লবণ ধনিয়ে দিচ্ছে। লবণ না দিলে তারা চিনি দেয় না। তাই নিচ্ছিও না, বিক্রিও করছি না। তবে লাল চিনি ১৪০ কেজি বিক্রি করছে।

একই মার্কেটের বিসমিল্লাহ স্টোরের মো. বাবুল মিয়া বলেন, ফ্রেশ ও সিটির কোনো চিনি নেই। তারা বলছে, বাজারে চিনি নেই। তাই দিতে পারছে না। তবে সেবা মার্কেটিং এর ঈগল চিনি প্রতি কেজি ১৪৫ টাকা খুচরা বিক্রি করা হচ্ছে। এটা কেমন তা আল্লাহ মাবুদ জানে।

বিক্রেতা সেজে এই প্রতিবেদক মেঘনা গ্রুপের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এজিএম) জয়নাল আবেদিনের কাছে ৫ বস্তা চিনি চাইলে তিনি বলেন, আমি খোঁজ নিয়ে দেখি ডিলারের কাছে আছে কি না? এরপর তিনি বলেন, তারা মিল গেটে প্রতি কেজি চিনি ১০৭ টাকা কেজি দরে বিক্রি করছেন। একপর্যায়ে তিনি দাবি করেন, মিলে এক মাস থেকে সাপ্লাই নেই। এ কথা বলেই তড়িগড়ি করে লাইন কেটে দেন।

পুলিশের বিশেষ শাখার (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘মেঘনা গ্রুপের চিনির উৎপাদন বন্ধ রয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই। কেউ অভিযোগ করলে তা আমলে নিয়ে তদন্ত করব।

সিটি গ্রুপ ডিলার ও খুচরা ব্যবসায়ীদের এসব অভিযোগের বিষয়ে জানতে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে করা হলেও তিনি ফোন ধরেননি। এসএমএস করলেও তিনি কোনো উত্তর দেননি। তবে সম্প্রতি তিনি ঢাকাপ্রকাশ-কে জানান, চিনি নেই, এটা ফালতু কথা। কার কত চিনি লাগবে বলেন।

পরে সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় জানার পর ফোনের সংযোগ কেটে দেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে চিনির চাহিদা হচ্ছে ১৮ থেকে ২০ লাখ টন। এর মধ্যে রমজান মাসে ২ লাখ টনের মতো লাগে। অন্যান্য মাসে দেড় লাখ টনের মতো লাগে। তারপরও গত আগস্ট থেকে দেশে চিনির সংকট চলছে। গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে তখন থেকেই চিনির বাজার অস্থির হয়ে করে তোলা হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলার সংকট। মিলমালিকদের দাবির মুখে সরকার বাধ্য হয়ে গত ১৭ নভেম্বর প্যাকেট চিনি প্রতি কেজি ১০৭ টাকা ও খোলা চিনি প্রতি কেজি ১০২ টাকা নির্ধারণ করে দেয়। সিটি, মেঘনাসহ বিভিন্ন রিফাইনারি কোম্পানি পরিশোধন করে বাজারে সাদা চিনি বিক্রি করে। প্রতিদিন এসব কোম্পানির উৎপাদন সক্ষমতা ২০ হাজার টনের মতো। তবে সম্প্রতি কিছুটা কমেছে। আর বাজারে চাহিদা ৫ হাজার টনের মতো। তারপরও খুচরা ব্যবসায়ীরা পাচ্ছে না।

এনএইচবি/এসজি

Header Ad
Header Ad

গাজার কর্মসূচি নিয়ে হুমকি, চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা

ছবি: সংগৃহীত

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়া সেই শিক্ষককে বরখাস্ত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, তাহমিনা রহমানকে তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নিয়ম মেনে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।

তাহমিনা রহমান বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক ছিলেন।

জানা যায়, ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মজলুম ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালনের ঘোষণা দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ কর্মসূচি পালন করতে সোমবার ক্লাস না করার সিদ্ধান্ত নেন ড্যাফোডিলের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বিষয়টি জানার পর প্রভাষক তাহমিনা শিক্ষার্থীদের গ্রুপে জানান, ক্লাসে না আসলে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে। এ সংক্রান্ত একটি কথপোকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যদিও তাহমিনা রহমান রোববার দিনগত মধ্যরাতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন। তবে তীব্র সমালোচনার মুখে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করলো।

Header Ad
Header Ad

নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর পোরশা উপজেলার পোরশা পূর্ববাড়ি গ্রামের একটি বাড়ি থেকে ভাই-বোনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এক ঘরে ভাইয়ের রক্তাক্ত লাশ, আরেক ঘরে বোনের লাশ পড়েছিল।

গতকাল রোববার (৬ এপ্রিল) রাত ১২টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের দুইজনকে দুই-তিন আগে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত দুইজন হলেন, পোরশা পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেন শাহর ছেলে নূরমোহাম্মদ শাহ (৫৫) ও তাঁর বোন রেজিয়া বেগম (৫৮)।

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর প্রায় ১৫ বছর ধরে রেজিয়া ভাই নূর মোহাম্মদের বাড়িতে বসবাস করছিলেন। নূর মোহাম্মদের স্ত্রী মারা গেছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে পাশের উপহেলা নিয়ামতপুরে। ফলে পোরশা পূর্ববাড়ি এলাকার ওই বাড়িতে নূর মোহাম্মদ ও তাঁর বোন বসবাস করতেন। বাড়ির বাইরে থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরা তাদের খোঁজ করতে গতকাল রোববার রাতে ওই বাড়িতে গিয়ে নূর মোহাম্মদ ও তার বোনের লাশ দেখতে পায়। খবর পেয়ে রাত ১২ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পোরশা থানার উপ-পরিদর্শক মাহবুব আলম বলেন, অর্ধগলিত অবস্থায় মরদেহ দুটি পাশাপাশি ঘর থেকে উদ্ধার করা হয়েছে। নূর মোহাম্মাদের পেটে ধারালো চাকু কিংবা ছুড়ি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে পাশের কক্ষ থেকে রেজিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। রেজিয়ার ঘর থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি কিংবা ডাকাতির কাজে বাধা দেওয়ায় তাদেরকে হত্যা করা হয়ে থাকলে পারে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঢাকাপ্রকাশকে বলেন, ‘বাড়ির প্রধান দরজায় বাহির থেকে তালা লাগানো এবং অন্য দরজায় ভিতর থেকে আটকানো ছিল। লাশ দুটি অধিক ফোলা এবং দূর্গন্ধযুক্ত পচন ধরা অবস্থায় উদ্ধার করা হয়। নওগাঁ পিবিআই ও সিআইডির কর্মকর্তাগণও পরিদর্শন করেছেন।’

তিনি আরও বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি চুরি কিংবা ডাকাতিজনিত হত্যাকাণ্ড নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সেই রহস্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Header Ad
Header Ad

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে।

আজ সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করে একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তাঁরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। সরেজমিনে দেখা যায়, তাঁরা এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষদের তল্লাশি করা হচ্ছে। কাউকেই ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না।

বেলা ১২টার দিকে নতুন বাজারের মূল সড়কের একপাশ খুলে দেওয়া হয়। যানচলাচল স্বাভাবিক হতে থাকে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে। বিক্ষোভ মিছিলটি ঘিরে রয়েছে পুলিশ ও সেনা সদস্যরা। গুলশান বিভাগ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন।

বিক্ষোভে অংশ নেওয়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলম বলেন, ‘ফিলিস্তিন গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকতে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। এখন দরকার পুরো পৃথিবীর মুসলিমদের এক হওয়া। জিহাদ ঘোষণা করা। সেটারই প্রথম ধাপ পুরো বিশ্বে এই বিক্ষোভ।
এর আগে সকাল থেকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ’ ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজার কর্মসূচি নিয়ে হুমকি, চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
জুলাই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার: প্রেস সচিব
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি
যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু
রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত
পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১
ইসরাইলি বসতিতে হামাসের মুহুর্মুহু রকেট হামলা (ভিডিও)
আমরা গাজায় আরও তীব্র হামলা চালাব: ইসরায়েলি প্রধানমন্ত্রী
নওগাঁয় আকাশ থেকে পড়ল বিরল আকৃতির শীলা, আতঙ্কিত এলাকাবাসী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে
গাজায় ইসরায়েলের গণহত্যায় ছাত্রদলের নিন্দা ও কর্মসূচি ঘোষণা
দপ্তর হারালেন স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দিন
বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক
শুল্ক নিয়ে ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে চিঠি দেবে বাংলাদেশ: প্রেস সচিব
দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে এডিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের পরিদর্শন
ফেসবুকে নির্বাচনের কথা লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে: ইশরাক
গাজায় গণহত্যার প্রতিবাদ: ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক