সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

১৮ রুটে মানবপাচার

দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত অনেকেই

অন্তত ১৮ রুট দিয়ে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার হচ্ছে। পাচারের শিকার এসব বাংলাদেশিদের অনেকেই নানামুখী অত্যাচার ও নির্যাতনের কারণে দেশে ফিরছেন মানসিক ভারসাম্যহীন হয়ে। ইউরোপে যাওয়ার সুযোগ না পেলেও অনেককেই মাসের পর মাস বন্দি থাকতে হচ্ছে অপরাধীদের হাতে। সম্প্রতি পাচার হওয়া বেশ কয়েকজন দেশে ফিরে এলে তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

গোয়েন্দারা বলছেন, মানবপাচারের সঙ্গে জড়িত দালাল চক্রের সঙ্গে আন্তর্জাতিক মাফিয়ারা জড়িত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, জীবিকার তাগিদে ছুটে চলা মানুষদের সর্বশান্ত করছে পাচার চক্র। মিথ্যা প্রলোভন দিয়ে নিরীহ মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। লোভনীয় চাকরি এবং অন্যান্য সুযোগ সুবিধার ফাঁদে পা দিয়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। কেউ কেউ জীবনও হারিয়েছেন।

গোয়েন্দারা বলছেন, পুলিশ, র‌্যাব, সিআইডি ও ডিবি মানবপাচারের সঙ্গে জড়িত যাদের ইতোমধ্যে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, কয়েকটি ধাপে মানবপাচারের কাজ করেন তারা। এ সব অপরাধীরা প্রথমে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রলোভন দেখিয়ে অবৈধভাবে বিদেশে যেতে ইচ্ছুকদের বাছাই করে। এরপর তাদের পাসপোর্ট, ভিসা, টিকিট কেনার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৪ থেকে ৫ লাখ টাকা নেয়। পরে প্রাথমিক কাজ শেষ করে মানবপাচার চক্রটি রুট চিহ্নিত করে।

অপরাধীরা মানবপাচারের ক্ষেত্রে বাংলাদেশ থেকে তুরস্কের ইস্তানবুল হয়ে লিবিয়া একটি রুট, বাংলাদেশ থেকে ভারত-শ্রীলঙ্কা হয়ে লিবিয়া এবং দুবাই-জর্ডান হয়ে লিবিয়া-এই ৩টি রুট ব্যবহার করে বেশি। যে রুটই ব্যবহার করা হোক না কেন, লিবিয়ার ত্রিপলিতে নেওয়ার পর সেখান থেকে ইউরোপের দিকে পাঠানো হয়।

সম্প্রতি জাল ভিসা তৈরি করে ইউরোপের বিভিন্ন দেশে মানব পাচারকারী এবং জাল ভিসা তৈরি চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের পর সিআইডি বলছে, গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ ফয়েজুল্লাহ কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া এবং জাল পাসর্পোট তৈরি করে সাধারণ মানুষদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। সে অনেক মানুষের জীবন নষ্ট করেছে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও দেশি- বিদেশি মুদ্রা পাচারকারী চক্রের মূল হোতা সাইফুর আকন ওরফে নাসিরকে গ্রেপ্তারের পর সিআইডি জানায়, এই প্রতারক ভিকটিমকে বিদেশে আটকে রেখে আত্মীয় স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এভাবে মুক্তিপণ হিসেবে বিভিন্ন মানুষের কাছ থেকে মোট ২৬ লাখ ৫১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাইফুর।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, মানব পাচারকারী চক্রের সদস্যরা আমাদের দেশের দালালদের সঙ্গে যোগাযোগ করে কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া এবং জাল পাসর্পোট তৈরি করে সাধারণ মানুষদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। চলতি মাসে দালালচক্রের বেশ কয়েকজন সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের বেশ কিছু সদস্যের সন্ধান পেয়েছি। তাদের ধরতে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবপাচারের সঙ্গে রাজধানীসহ ১৫ জেলার অন্তত ৮টি গ্রুপ জড়িত। মানবপাচার চক্রের এইচ আটটি গ্রুপের সন্ধানে মাঠে নেমেছে র্যাব, সিআইডি ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম। লিবিয়ায় কর্মী পাঠানো বন্ধ থাকায় পাচারকারী সিন্ডিকেট ভ্রমণ ভিসায় বিদেশগামীদের ভারত, নেপাল, দুবাই, মিসর ও জর্ডান ঘুরিয়ে বিভিন্ন দেশের মাধ্যমে বাংলাদেশিদের পাচার করছে।

তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মানবপাচারের মামলায় দেশের দালাল ও সহযোগীদের গ্রেপ্তার করলেও লিবিয়া, দুবাই ও ইতালিতে থাকা মূলহোতাদের গ্রেপ্তার করা যায়নি। আন্ত:দেশীয় তদন্ত না হওয়ায় লিবিয়ার ফার্ম হাউসে সক্রিয় পাচারকারী পর্যন্ত পৌঁছায়নি তদন্ত কার্যক্রম। অবশ্য সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমাদের একটি গোয়েন্দা তথ্যে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তারা দেশের বাইরে রয়েছে।

সম্প্রতি দুবাইয়ে ১৯ মাস মানবেতর জীবনযাপন করে দেশে ফিরে আসেন মিজানুর রহমান ওরফে শাওন আহমেদ নামের এক ভুক্তভোগী। তার ভাই দেলোয়ার হোসেন বলেন, আমাদের মতো মানুষ স্বপ্নের দেশে পৌঁছাতে গিয়ে পড়ছেন বিভিন্ন সংকটে। মিথ্যা আশ্বাসে দালাল চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হতে হচ্ছে আমাদের। তিনি বলেন, বিদেশে গিয়ে উন্নত জীবনযাপন করবে এমন আশায় জমানো কিছু টাকার পাশাপাশি ঋণ করেও টাকা যোগাড় করি। কিন্তু এর বদলে কোনো ভাবে জীবন নিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে তার ভাই দেশে ফিরে এসেছে।

শাওনের পরিবার জানায়, ২০১৯ সালে মো. আবু বক্কর সিদ্দিক নামে একজন দালালের মাধ্যমে ইউরোপে যেতে ১৫ লাখ টাকা প্রদান করেন তারা। এরপর দালাল আবু বক্কর ভিকটিম শাওনকে প্রথমে দুবাই পাঠান। সেখানে ২ মাস থাকতে হবে বলে জানায় চক্রটি। সেখান থেকে ভিসা নিয়ে ইউরোপে পাঠানোর কথা বলা হলেও এরপর আর ইউরোপে পাঠানো হয়নি। বরং তাকে আটকে রেখে মুক্তিপণ চাওয়া হয়। পরে তারা বুঝতে পারে যে শাওন দালালের খপ্পরে পড়েছে। এরপর ভুক্তভুগী মিজানুর রহমান দুবাইতে ১৯ মাস মানবেতর জীবনযাপন করে নিজ খরচে আবার দেশে ফিরে আসে।

এই ঘটনায় আবু বক্করের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চলতি বছরের ১২ নভেম্বর একটি ডায়েরি করেছে শাওনের চাচাতো ভাই দেলোয়ার হোসেন। পরে এই অভিযোগটি ১৩ নভেম্বর র্যাব-১ এর হাতে আসে এবং দালাল চক্রের মূল হোতা আবু বক্করকে গ্রেপ্তার হয়।

জানতে চাইলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আমাদের থানায় প্রায় মানবপাচার নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে। সেগুলো নিয়ে আমাদের থানা পুলিশ কাজ করছে। তবে যেসব ঘটনায় সাধারণ ডাইরি হয় সেসব বিষয়ে জোরালো তদন্ত করে আমাদের তদন্তকারী কর্মকর্তারা এবং আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

গোয়েন্দা তথ্য বলছে, লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার অভিযোগে দেশে ২৯টি মামলা হয়েছে। মামলাগুলোর ২৫টি তদন্ত করে ২৩টির অভিযোগপত্র দিয়েছে সিআইডি। একটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। অন্যটি তদন্তাধীন। তদন্তে পাচারচক্রের ২৯৯ জনের নাম উঠে এসেছে। এর মধ্যে ১৭১ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি, পুলিশ ও র্যাব। এদের ৪২ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি ১২৮ জন অধরা।

জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মানবপাচার রোধে আমরা নিয়মিত বিভিন্ন অভিযান পরিচালনা করছি। এসব ঘটনায় ভিকটিমদের অভিযোগগুলো আমলে নিয়েই আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। তা ছাড়া সম্প্রতি আমরা মানবপাচার চক্রের অনেক সদস্যকে আইনের আওতায় এনেছি। ইতোমধ্যে মানব পাচারকারী চক্রের মূল
হোতাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, মানবপাচারকারী চক্রের হাত থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে হবে। দালাল চক্রের সদস্যরা আন্তর্জাতিক মানবপাচার চক্রের এজেন্ট হিসেবে কাজ করে। চক্রের মূল হোতারা দেশের বাইরে বসে অনলাইন ভিসা ও বিমানের টিকিটের ব্যবস্থা করে। যার কারণে অনেক সময় তাদের ধরা বা আইনের আওতায় আনা সম্ভব হয়ে উঠে না।

এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, "শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।" তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

 

Header Ad
Header Ad

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে দেশে কিছু লোডশেডিং চালু রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কিছু লোডশেডিং না দিলে ভর্তুকির পরিমাণ বেড়ে যাবে। তবে লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে চেষ্টা করা হবে। তিনি জানান, শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং কার্যকর করা হবে।

সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে দেশে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারণে আগামী দিনে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। তখন চাহিদা মেটাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, যে হারে এসি স্থাপন করা হচ্ছে, সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। অনেকে অকারণে লাইট, ফ্যান ও এসি চালু রাখায় বিদ্যুৎচাহিদা বেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ২৬ এপ্রিল যে গ্রিড বিপর্যয় ঘটে, তার তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে গ্রিড বিপর্যয়ের কারণ, দায়ী ব্যক্তিদের ভূমিকা ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করবে।

মেট্রোরেল এক ঘণ্টার জন্য বন্ধ থাকার কারণও তদন্তে নেওয়া হয়েছে। বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, মেট্রোরেল বন্ধ থাকার মূল কারণ ছিল বিদ্যুৎ সংকট।

এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে এবং এলএনজি আমদানির আর্থিক সামর্থ্যও কমে গেছে। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

পিজিসিবি ও পিডিবি জানায়, আমিনবাজার-গোপালগঞ্জ সার্কিট লাইনের ৪০০ কিলোভোল্টের দুটি তার কাছাকাছি আসায় শর্ট সার্কিট হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এর ফলে বরিশাল ও খুলনা বিভাগের ১৫টি জেলা—খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী—প্রায় ১৫ মিনিট থেকে ৯৬ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং রাত সাড়ে আটটার পর পুরোপুরি স্বাভাবিক হয়।

Header Ad
Header Ad

গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমাম গণপিটুনির শিকার হয়ে পরে কারাগারে মৃত্যুবরণ করেছেন। মৃত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫), তিনি চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে এবং হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে রহিজ উদ্দিনের বিরুদ্ধে। এতে উত্তেজিত এলাকাবাসী তাকে গাছে বেঁধে ব্যাপক মারধর করে, এমনকি তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং নির্যাতিত এক কিশোরের বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখায়।

পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। একই রাতের (২৭ এপ্রিল) দিবাগত ৩টার দিকে রহিজ উদ্দিন কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, মৃত ইমামের শরীরে গণপিটুনির চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন।

পূবাইল থানার ওসি এসএম আমিরুল ইসলাম বলেন, রহিজ উদ্দিন স্থানীয় স্কুল-কলেজপড়ুয়া ছেলেদের নিজের থাকার কক্ষে এনে কম্পিউটার গেমস ও মোবাইল গেম খেলার সুযোগ দিতেন এবং কোমল পানীয় খাওয়াতেন। ওই পানীয় সেবনের পর অচেতন হয়ে পড়লে তিনি তাদের বলৎকার করতেন বলে অভিযোগ উঠেছে। এক কলেজছাত্রের কাছ থেকে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দেয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি