শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সাঈদের বড় শিল্পী হওয়ার সম্ভাবনাকে গিলে খেল মাদক!

বড় শিল্পী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। নিজে গান লিখতেন। গান গাইতেন। সেইসব গান নিজের ইউটিউব চ্যানেলে প্রচার করাসহ একাধিক ইউটিউব চ্যানেলে বিক্রিও করেন। কিন্তু গান তাকে ডাকেনি। সেখানে ভালো কিছু করতে পারেননি। বড় শিল্পী হওয়ার স্বপ্ন হোঁচট খায়। তারপরই পা বাড়ান অন্ধকার জগতের দিকে। প্রথমে মাদকসেবন করতেন। পরে হয়ে উঠেন মাদক উৎপাদনকারী। নিজেই মাদক তৈরি করে বিক্রি করতে শুরু করেন। আইনশৃঙ্খলাবাহিনীর হাতে ধরা পড়েন। এখন আইনশৃঙ্খলাবাহিনীর ভাষায় তিনি মাদক বিজ্ঞানী।

এই গল্পটা ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদের। ‘কুশ’ নামে একধরনের নতুন মাদকের আবিষ্কারক। আইনশৃঙ্খলাবাহিনী বলছে, ‘কুশ’ ভয়াবহ একটি মাদক। এটি ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, আইস সেবনের পরের ধাপ। যাদের সাধারণ মাদকে নেশা হয় না তারাই বিশেষ করে ‘কুশ’ সেবন করে থাকে। ‘কুশ’ মাদক হিসেবে অভিজাত। এটি সাধারণত ধনীরাই বেশি সেবন করে।

অনেক গবেষণার পর নতুন মাদক ‘কুশ’ তৈরি করে বিদেশে পাচারের পরিকল্পনা করেছিল সাঈদ। সম্প্রতি তাকে গ্রেপ্তারের পর এমন তথ্য দিয়ে আইনশৃঙ্খলাবাহিনী বলছে, সাঈদ হচ্ছেন দেশের প্রথম ‘মাদক বিজ্ঞান‘।

র‌্যাব বলছে, সাঈদ বিভিন্ন নতুন ধরনের মাদক সেবন করে এবং তা তৈরির আগ্রহ নিয়ে পড়াশোনা ও গবেষণা করতেন।

ওনাইসি সাঈদ সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তার পিতার নাম এ এম এস সেলিম। তিনি একজন ব্যবসায়ী। গ্রামের বাড়ি নলছিটিতে হলেও তারা থাকেন ঢাকার মোহাম্মাদপুরে একটি ভাড়া বাসায়। তবে সাঈদ তার পরিবারের সঙ্গে থাকতেন না। আলাদা বাসায় থাকতেন। পরিবাারের সদস্যরাও তার বিষয়ে কিছুই জানেন না।

সাঈদের পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে আইনশৃঙ্খলাবাহিনী বলছে, দেশের একটি ইংলিশ মিডিয়াম কলেজ থেকে পড়াশোনা শেষ করে আমেরিকায় উচ্চ শিক্ষার জন্য গিয়েছিলেন সাঈদ। সেখান থেকে বিবিএ-এমবিএ সম্পন্ন করেন। কিন্তু তার ঘটনা জানার পর তার পরিবার হতাশ তার বিষয়ে।

পরিবারের তথ্যানুযায়ী, ছোটবেলা থেকেই সংস্কৃতির দিকে ঝোঁক ছিল তার। সে এটা চর্চাও করত। কিন্তু মাদকের এত বড় বিষয়টি পরিবার মেনে নিতে পারে না। তবে বিদেশ থেকে আশার পর সে পরিবার থেকে দূরে ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, সাঈদ গানের অ্যালবাম বের করেছিলেন ২০১৭ সালের অক্টোবরে। ‘রাজত্ব' নামের ওই অ্যালবামে তার গাওয়া ১১টি গান ছিল। এসব গানের মধ্যে ছিল-নেশা নেশা আমারি, লিজা শুধু আমার, বিবর্ণ শ্রষ্ঠা অন্যতম। এ ছাড়া তার কয়েকটি গান রয়েছে- বাংলা মিউজিক ভিডিও নামে ইউটিউব চ্যানেলে।

জানা যায়, বিদেশে পড়ালেখা শেষ করে ২০১৪ সাল থেকে বাংলাদেশে অবস্থান করেন সাঈদ। আগে থেকেই মাদক সেবন করতেন। প্রাথমিক পর্যায়ে পড়াশোনার জন্য আমেরিকায় গিয়ে বিভিন্ন বার ও ক্লাবে যেতেন এবং সেসব জায়গা থেকে মাদকের স্যাম্পল সংগ্রহ করতেন। বিদেশে ফয়সাল নামের একজনের সঙ্গে সাঈদের পরিচয় হয়। পরে ফয়সালের সহযোগিতায় বিভিন্ন অপ্রচলিত মাদক দেশে এনে কারবার শুরু করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ বছর ধরে এক্সট্যাসিসহ অন্য উচ্চমূল্যের মাদকের কারবারের সঙ্গে জড়িয়ে যান সাঈদ। এ ছাড়া বাংলাদেশে বেশ কয়েকজন তার সহযোগী হিসেবে কাজ করে। পার্সেলের মাধ্যমে সে বিভিন্ন দেশ থেকে এসব মাদক সংগ্রহ করে মাঝে-মধ্যে নিজেও বিদেশ যেতেন। ফেরার সময় লাগেজে করে অপ্রচলিত সব মাদক আনতেন।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (মনোবিজ্ঞানী) শিরিন সুলতানা বলেন, মাদক তৈরি করার পরিকল্পনা দীর্ঘদিন ধরে কেউ যদি চেষ্টা করে তাহলে এটা সম্ভব হতে পারে। তবে এ সব মানুষ বেশিরভাগ সময় একা থাকে। নিজে নতুন নতুন মাদক সেবনের পর মাদক তৈরির চিন্তা করে। এরা সাধারণত অস্বাভাবিক আচরণ করে। সাঈদের ক্ষেত্রে হয়তো এমনটাই হয়েছে।

তিনি বলেন, অনেকেই জীবনের টার্গেট পূরণ করতে না পেরে ভিন্ন পথে চলে যায়, তার ক্ষেত্রেও বিষয়টি এমন হয়েছে।

তিনি বলেন, তা ছাড়া অনেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে যায়। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়। এতে তার আচার-আচরণেরও বেশ কিছু পরিবর্তন হয়। হয়তো সাম্প্রতি গ্রেপ্তারকৃত মাদক উৎপাদক সাঈদের ক্ষেত্রে এমনটা হয়েছে। তিনি বলেন, এর জন্য তার পরিবারও অনেকটা দায়ী। পরিবার যদি ঠিক মতো তার খোঁজ-খবর নিত তাহলে এমন ঘটনা ঘটার আগে পরিবার জানত। বিষয়টিও সমাধান হতো। এজন্য বিশেষ করে পরিবারের সদস্যদের নিয়মিত খোঁজ-খবর নিতে হবে। একেবারে তাদের ছেড়ে দিলে হবে না।

এনএইচবি/টিটি

Header Ad
Header Ad

মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।ছবি: সংগৃহীত

মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা আয়োজিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সভায় অংশ নেবেন শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বুধবার বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত দিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ দশমিক ৫ শতাংশ শুল্ক দিতে হতো।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি শিল্পে বড় ধরনের আঘাত আসতে পারে। এই ধাক্কা সামলাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে চাইছে বাংলাদেশ। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজা হচ্ছে।

Header Ad
Header Ad

গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন একটি বিতর্কিত অভিযোগের শিকার। তার গৃহকর্মী পিংকি আক্তার পরীমনির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাজধানীর ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, পরীমনি তার ওপর শারীরিক নির্যাতন করেছেন, বিশেষত এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোর ঘটনায়।

অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে বিষয়টি দ্রুত আলোচনায় আসে এবং সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে শিরোনাম হয়ে ওঠে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে পরীমনি ফেসবুক লাইভে আসেন। তিনি জানান, তার কাছে সব প্রমাণ রয়েছে, তবে তিনি সেগুলো প্রকাশ করতে চান না কারণ তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

লাইভে পরীমনি বলেন, “যদি আমার বিগত জীবনযাপন দেখেন, বুঝবেন যে আমি আমার স্টাফদের সঙ্গেই সময় কাটাই, তারা আমার পরিবার। এক গৃহকর্মী যার সাথে এক মাসও হয়নি, সে নিজের বিরুদ্ধে এমন দাবি করতেই পারে, তবে আমি বলব সে আমার গৃহকর্মী নয়।”

এছাড়া পরীমনি আরো জানান, অভিযোগের প্রেক্ষিতে মিডিয়া তাকে 'মিডিয়া ট্রায়াল' করেছে এবং তা একেবারেই সঠিক নয়। তিনি বলেন, “যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সেটা কি সত্যি হয়ে যাবে? প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করা উচিত নয়।”

লাইভে আবেগপ্রবণ হয়ে পরীমনি আরও বলেন, “এত মিডিয়া ট্রায়াল বন্ধ করুন, জনগণ আসলে পুরো একটা মিডিয়া।"

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার অভিযোগ করেন, পরীমনি তার মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোর সময় তাকে মারধর করেন, ফলে তিনি অজ্ঞান হয়ে যান এবং পরে ৯৯৯-এ কল করে পুলিশকে ডেকে আনেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এদিকে, পরীমনি জানিয়েছেন, তিনি আইনি ব্যবস্থা নেবেন এবং সমস্ত প্রমাণ আদালতের মাধ্যমে উন্মোচন করবেন।

Header Ad
Header Ad

যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)

যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার করা হয়েছে। ছবি: ঢাকাপ্রকাশ

ঈদ-উল-ফিতরের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঘরমানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। নির্বিঘ্নে কর্মস্থলে ফেরা ও সড়কে ডাকাতিরোধে র‍্যাবের টহল টিম জোরদার করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে মহাসড়কের এলেঙ্গা ও মির্জাপুরসহ গুরত্বপূর্ণ এলাকায় চেক পোস্ট বসিয়ে যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মহাড়কে চলাচলের সার্বিক খোঁজখবর নিচ্ছে র‍্যাব সদস্যরা।

এছাড়াও ডাকাতিরোধসহ জরুরি প্রয়োজনে যাতে র‍্যাবের যোগাযোগ করতে জরুরি মোবাইল নম্বরও সরবরাহ করা হয়েছে।

এ ব্যাপারে র‍্যাব- ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন বলেন, ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তাদের একাধিক টহল টিম দায়িত্ব পালন করছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা
গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’
যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)
শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
গরমে তৃষ্ণা মেটানোর বদলে ডিহাইড্রেটেড করবে যেসব পানীয়
পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করলেন স্ত্রী
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার: জাতিসংঘ
আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বসেরা, বাংলাদেশের অবস্থান ১৮১তম
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, নেই যানজট ও ভোগান্তি
আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ২৮ জনের ৩ কোটি আত্মসাৎ, ফেরত দেওয়ার দাবি
প্রশাসনে রেকর্ড সংখ্যক কর্মকর্তা ওএসডি, চুক্তিভিত্তিক নিয়োগে নতুন রেকর্ড
ড. ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল
সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ