শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

কেলেঙ্কারি করলেই পদোন্নতি কূটনীতিকদের!

নারী কেলেঙ্কারি, যৌন হয়রানি, মাদক, মানব পাচার, প্রতারণাসহ নানান অভিযোগ বিদেশি মিশনে কর্মরত বাংলাদেশি কূটনীতিকদের বিরুদ্ধে। কিছুদিন পর পর গুরুতর এসব অভিযোগ উঠলেও দৃষ্টান্তমূলক শাস্তির কোনো নজির নেই। বরং যারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে তাদের প্রায় প্রত্যেকেই দ্রুতগতিতে পদোন্নতি ও পদায়ন পেয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ঘটনার পর ঘটনা ঘটলেও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় বিদেশি মিশনে কর্মরত কূটনীতিকরা বেপরোয়া হয়ে উঠেছেন।

সর্বশেষ ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত কাজী আনারকলির বিরুদ্ধে নিজের বাসায় মারিজুয়ানা রাখার অভিযোগে সেই দেশের সরকারের অনুরোধে তাকে প্রত্যাহার করে ঢাকায় ফেরত আনা হয়েছে।

শুধু তাই নয়, কূটনীতিক হয়ে নাইজেরিয়ান নাগরিককে সঙ্গে নিয়ে একই বাসায় থাকতেন আনারকলি। মারিজুয়ানা পাওয়ার পর কূটনীতিক হিসেবে আনারকলি দায়মুক্তি পেলেও তার নাইজেরিয়ান বন্ধু ইন্দোনেশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন।

জানা যায়, লস এঞ্জেলসে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেলের দায়িত্বে থাকাকালে ২০১৭ সালেও কাজী আনারকলির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছিল। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার তদন্ত না করে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নিয়ে তাকে লস এঞ্জেলস থেকে জাকার্তায় পোস্টিং দেয়।

সংশ্লিষ্টরা বলছেন, তখন যদি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হতো তাহলে এবার এমন ঘটনা ঘটত না। ব্যবস্থা না নেওয়ায় তার কারণে দ্বিতীয়বার লজ্জায় পড়ল বাংলাদেশ।

২০১৩ সালে চীনের কুনমিংয়ে বাংলাদেশ মিশনের কনসাল জেনারেল শাহনাজ গাজীর সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ এক ব্যক্তির ‘বিশেষ সম্পর্কে’র অভিযোগ উঠেছিল। ওই সময় এ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে শাহনাজ গাজীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। বর্তমানে তিনি তুরষ্কের আঙ্কারার বাংলাদেশ মিশনের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শাহনাজ গাজী

ভারতের আসামে একজন ভারতীয় নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে তদানীন্তন সহকারী হাইকমিশনার কাজী মুনতাসির মোর্শেদের বিরুদ্ধে। ঘটনাটি ২০১৮ সালের ওই ঘটনার পর মোর্শেদকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। কিন্তু ধর্ষণের মতো গুরুতর অভিযোগের পরও তাকে পদোন্নতিও দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, ঘটনার শিকার তরুণী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের তৎকালীন হাইকমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন মোর্শেদের বিরুদ্ধে। অভিযোগের একটি অনুলিপি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠান ওই তরুণী। অভিযোগের সঙ্গে তিনি চ্যাটিংয়ের স্ক্রিনশটও সংযুক্ত করে দেন।

আসামের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওই তরুণী অভিযোগে বলেন, পরিচয়ের পর থেকে কথাবার্তা হতো। এক পর্যায়ে ২০ জানুয়ারি তাকে দূতবাসে ডেকে পাঠান মোর্শেদ এবং সেখানে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেন এ কূটনীতিক।

আরেক কূটনীতিক মোহাম্মদ নুরে আলমের বিরুদ্ধেও নারী কেলেঙ্কারীর অভিযোগ রয়েছে। ঘটনা ২০১৫ সালের। নুরে আলম তখন টোকিওতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত। দূতাবাসের এক নারী কর্মকর্তা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তৎকালীন পররাষ্ট্রসচিব শহীদুল হকের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল।

কিন্তু সেই সময় অভিযোগের তদন্ত তো দূরের কথা, উল্টো ওই নারী কর্মীর বিরুদ্ধেই ব্যবস্থা নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি ওই নারী কর্মীকে পাগল বানানোর এবং তাকে চাকরিচ্যুত করার চেষ্টা করা হয়। তাতে ব্যর্থ হয়ে ওই নারী কর্মীকে নানাভাবে হয়রানি করা হয়।

মোহাম্মদ নুরে আলম

ওই ঘটনার পর নুরে আলমের বিরুদ্ধে তদন্ত ও শাস্তি তো হয়ইনি, বরং তাকে পদোন্নতি দিয়ে ২০১৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বানানো হয়। নুরে আলম বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

চলতি বছরে কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালনকালে সানিউল কাদেরের বিরুদ্ধেও নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তার সঙ্গে কলকাতার আলিশা মাহমুদ নামের এক নারীর ভিডিও চ্যাট ও হোয়াটসঅ্যাপ আলাপের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে দেশে ফিরিয়ে আনে।

তবে সানিউল পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা না হওয়ায় তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।

যৌন কেলেঙ্কারি যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশি কূটনীতিকদের। ২০১১ সালের জুনে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত একেএম মুজিবুর রহমানকে দেশে ফিরিয়ে আনা হয় যৌন কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে। টোকিওর বাংলাদেশ দূতাবাসে চাকরি করা একজন জাপানি নারীকে যৌন হয়রানির দায়ে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

কিয়াকো তাকাহাসি নামের ওই জাপানি নারী বাংলাদেশ দূতাবাসে সোশ্যাল সেক্রেটারি পদে চাকরি করতেন। অভিযোগপত্রে তাকাহাসি লিখেছেন, দূতাবাসের চাকরিতে যোগদানের পর থেকেই রাষ্ট্রদূত তার সঙ্গে অযাচিত আচরণ করেন। এমনকি চাকরির ইন্টারভিউয়ের দিনও তাকে আপত্তিকর প্রশ্ন জিজ্ঞাসা করেন।

তাকাহাসি অভিযোগ করেন, ইন্টারভিউতেই রাষ্ট্রদূত তাকে জিজ্ঞাসা করেন, তিনি তাকাহাসিকে চুমু খেতে পারবেন কি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো অভিযোগপত্রে তাকাহাসি বলেন, দূতাবাসে প্রথম যোগ দেওয়ার দিন আমাকে রাষ্ট্রদূত নিজের কক্ষে ডেকে নেন এবং আমাকে জড়িয়ে ধরে আপত্তিকর অবস্থায় যেতে চান।

সানিউল কাদের

বিদেশি নারীর এমন অভিযোগের পরও মুজিবুর রহমানের শাস্তি হয়নি। বরং পুরস্কৃত করা হয়েছে। তাকে ইরানের রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়। কিন্তু ইরান থেকেও তাকে প্রত্যাহার করে নেওয়া হয় ‘নৈতিক অবক্ষয় ও আর্থিক অনিয়মের’ অভিযোগে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা রিয়াদ হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পর্ক স্থাপন ও প্রতারণার অভিযোগ এনেছিলেন। ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়েছিল ফেসবুকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক নিমচন্দ্র ভৌমিককে ২০০৯ সালে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ভারতের পতাকা নিয়ে গাড়িতে ভ্রমণ, নারী কেলেঙ্কারি, ভিসা দিতে হয়রানি, শিক্ষার্থীদের স্কলারশিপ দিতে ঘুষ, এমনকি নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর মতো গুরুতর অভিযোগ ওঠে। এসব ঘটনা ২০১১ সালের।

অধ্যাপক নিমচন্দ্রের দুর্নীতি নিয়ে সেই সময় একটি প্রতিবেদন তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিমচন্দ্র ভৌমিকের অসংখ্য নারী কেলেঙ্কারির মধ্যে বলিউড তারকা মনীষা কৈরালার সঙ্গে দেখা করতে অকূটনৈতিকসুলভ আচরণের কথাও প্রতিবেদনে স্থান পায়।

কাঠমান্ডুতে বাংলাদেশি পাঁচ তরুণের একটি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেছিলেন নেপালের প্রভাবশালী কৈরালা পরিবারের সদস্য মনীষা। অনুষ্ঠান উদ্বোধনের পর সন্ধ্যায় মনীষার দেখা পেতে তার বাড়িতেও ধরনা দিয়েছিলেন নিমচন্দ্র।

পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে জানতে পারে, মনীষার বাড়িতে ঢুকতে আধা ঘণ্টা ধরে ফটকে দাঁড়িয়ে দেনদরবার চালিয়েছিলেন নিমচন্দ্র। তবে ফটক খোলা হয়নি।

এদিকে কাজী আনারকলির ঘটনার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এই ঘটনায় সরকার খুবই বিব্রত। আমরা নিশ্চিত করতে চাই এই ঘটনার সঠিক তদন্ত হবে। দায়ী হলে ব্যবস্থাও নেওয়া হবে।

ওএসডি হয়েছিলেন মাত্র ৩ জন

কূটনীতিকদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসংখ্য অভিযোগের মধ্যে মাত্র তিনটি ঘটনায় সাদামাটা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এরমধ্যে ২০১৭ সালের সেপ্টেম্বরে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ও দুইজন যুগ্ম সচিব পদমর্যাদার মহাপরিচালককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

ওএসডি হওয়ার আগে তিনজনই বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এক থেকে দেড় বছর আগে তাদের প্রত্যাহার করে ঢাকা আনা হয়। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন-মারুফ জামান, হাসিব আজিজ ও আশরাফ উদ্দিন।

মারুফ জামান ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশে আনার পর কয়েকদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরই তাকে ফরেন সার্ভিস একাডেমিতে বদলি করা হয়।

আশরাফ উদ্দিনের নামেও স্ত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। সর্বশেষ তিনি মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে যান। তিন মাসের মধ্যেই তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তিনি ন্যাশনাল ডিফেনস কলেজে এনডিসি কোর্সে ভর্তি হন।

ওএসডি হওয়া হাসিব আজিজের বিরুদ্ধেও স্ত্রীর সঙ্গে প্রতারণা করে তৃতীয় বিয়ে করার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে তার দ্বিতীয় স্ত্রী পররাষ্ট্রমন্ত্রীরও দ্বারস্থ হয়েছিলেন। সর্বশেষ হাসিব আজিজ উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। অভিযোগের পর তাকে সেখান থেকে ঢাকায় এনে দপ্তরবিহীন অবস্থায় মহাপরিচালক করে রাখা হয়।

এরপর হাসিব আজিজের দ্বিতীয় স্ত্রী ফারিম হাসিব বেবী অভিযোগ করেন, তার বিনাঅনুমতিতেই হাসিব উজবেকিস্তানে আইগুল নামের এক নারীকে বিয়ে করেন।

কূটনীতিকদের এমন অকূটনীতিসুলভ আচরণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ঢাকাপ্রকাশ-কে বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এসব নিয়ে প্রতিবেদন হয়। ফলে নির্দোষ কূটনীতিকদের দিকেও অনেকে সন্দেহের চোখে তাকান। তিনি বলেন, এসব বিষয়ে সরকারকে ‘জিরো টলারেন্স’ অবস্থানে থাকতে হবে।

এনএইচবি/এসএন

Header Ad
Header Ad

মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।ছবি: সংগৃহীত

মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা আয়োজিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সভায় অংশ নেবেন শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বুধবার বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত দিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ দশমিক ৫ শতাংশ শুল্ক দিতে হতো।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি শিল্পে বড় ধরনের আঘাত আসতে পারে। এই ধাক্কা সামলাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে চাইছে বাংলাদেশ। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজা হচ্ছে।

Header Ad
Header Ad

গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন একটি বিতর্কিত অভিযোগের শিকার। তার গৃহকর্মী পিংকি আক্তার পরীমনির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাজধানীর ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, পরীমনি তার ওপর শারীরিক নির্যাতন করেছেন, বিশেষত এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোর ঘটনায়।

অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে বিষয়টি দ্রুত আলোচনায় আসে এবং সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে শিরোনাম হয়ে ওঠে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে পরীমনি ফেসবুক লাইভে আসেন। তিনি জানান, তার কাছে সব প্রমাণ রয়েছে, তবে তিনি সেগুলো প্রকাশ করতে চান না কারণ তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

লাইভে পরীমনি বলেন, “যদি আমার বিগত জীবনযাপন দেখেন, বুঝবেন যে আমি আমার স্টাফদের সঙ্গেই সময় কাটাই, তারা আমার পরিবার। এক গৃহকর্মী যার সাথে এক মাসও হয়নি, সে নিজের বিরুদ্ধে এমন দাবি করতেই পারে, তবে আমি বলব সে আমার গৃহকর্মী নয়।”

এছাড়া পরীমনি আরো জানান, অভিযোগের প্রেক্ষিতে মিডিয়া তাকে 'মিডিয়া ট্রায়াল' করেছে এবং তা একেবারেই সঠিক নয়। তিনি বলেন, “যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সেটা কি সত্যি হয়ে যাবে? প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করা উচিত নয়।”

লাইভে আবেগপ্রবণ হয়ে পরীমনি আরও বলেন, “এত মিডিয়া ট্রায়াল বন্ধ করুন, জনগণ আসলে পুরো একটা মিডিয়া।"

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার অভিযোগ করেন, পরীমনি তার মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোর সময় তাকে মারধর করেন, ফলে তিনি অজ্ঞান হয়ে যান এবং পরে ৯৯৯-এ কল করে পুলিশকে ডেকে আনেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এদিকে, পরীমনি জানিয়েছেন, তিনি আইনি ব্যবস্থা নেবেন এবং সমস্ত প্রমাণ আদালতের মাধ্যমে উন্মোচন করবেন।

Header Ad
Header Ad

যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)

যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার করা হয়েছে। ছবি: ঢাকাপ্রকাশ

ঈদ-উল-ফিতরের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঘরমানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। নির্বিঘ্নে কর্মস্থলে ফেরা ও সড়কে ডাকাতিরোধে র‍্যাবের টহল টিম জোরদার করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে মহাসড়কের এলেঙ্গা ও মির্জাপুরসহ গুরত্বপূর্ণ এলাকায় চেক পোস্ট বসিয়ে যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মহাড়কে চলাচলের সার্বিক খোঁজখবর নিচ্ছে র‍্যাব সদস্যরা।

এছাড়াও ডাকাতিরোধসহ জরুরি প্রয়োজনে যাতে র‍্যাবের যোগাযোগ করতে জরুরি মোবাইল নম্বরও সরবরাহ করা হয়েছে।

এ ব্যাপারে র‍্যাব- ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন বলেন, ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তাদের একাধিক টহল টিম দায়িত্ব পালন করছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা
গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’
যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)
শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
গরমে তৃষ্ণা মেটানোর বদলে ডিহাইড্রেটেড করবে যেসব পানীয়
পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করলেন স্ত্রী
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার: জাতিসংঘ
আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বসেরা, বাংলাদেশের অবস্থান ১৮১তম
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, নেই যানজট ও ভোগান্তি
আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ২৮ জনের ৩ কোটি আত্মসাৎ, ফেরত দেওয়ার দাবি
প্রশাসনে রেকর্ড সংখ্যক কর্মকর্তা ওএসডি, চুক্তিভিত্তিক নিয়োগে নতুন রেকর্ড
ড. ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল
সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ