সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

৫ হাজার কোটি টাকার খেলাপি আজিজ এখন কোথায়

শীর্ষ ঋণখেলাপি জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জনতা ব্যাংক ও দুদকের। গ্রেপ্তারি পরোয়ানাও আছে তার বিরুদ্ধে। তারপরও তিনি দিব্যি ঢাকা শহর চষে বেড়াচ্ছেন। অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজে পাচ্ছে না!

অবশ্য পুলিশ নানা যুক্তি দিয়ে বলছে, কোনো পলাতক আসামি যদি এভাবে ঘোরাঘুরি করে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে আব্দুল আজিজ হয়ত নিজের ইচ্ছাই পলাতক রয়েছেন। পুলিশ বলছে, হতে পারে আজিজের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে এক এলাকায়, কিন্তু বসবাস করছেন অন্য এলাকায়। তা ছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা হয়ত তাকে খুঁজে পাচ্ছেন না, যার কারণে গ্রেপ্তারও হচ্ছে না। যদি আজিজের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থেকে থাকে তাহলে যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে।

অন্যদিকে পুলিশেরই একাধিক সূত্র বলছে, আজিজ পলাতক আসামি এবং তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। হয়ত সেটা উধাও হয়ে গেছে। কিংবা এসব কেলেঙ্কারি থেকে রেহাই পেতে তিনি ব্যাংক অথবা বড় রাজনৈতিক কোনো ব্যক্তিকে ধরেছে।

আর আব্দুল আজিজ ঢাকাপ্রকাশ’কে বলেছেন, ‘জনতা ব্যাংকের সঙ্গে আমার সমস্যা প্রায় সমাধান হয়ে গেছে। এখন আর এ বিষয়ে আপাতত তেমন কিছুই নেই। এ নিয়ে সংবাদ প্রকাশ করা অনর্থক বলে আমি মনে করি। সংবাদ প্রকাশ না করাই ভালো। প্রয়োজনে আমাদের অফিসে দেখা করে এবং সিনেমা নিয়ে সংবাদ প্রকাশ করুন। এতে করে দেশের সিনেমা অঙ্গনের ভালো হবে।’

আজিজের আদ্যোপান্ত

ঢাকাপ্রকাশ’এর অনুসন্ধানে জানা যায়, আব্দুল আজিজ মোহাম্মদপুরের লালমাটিয়ার একটি বাসায় বসবাস করছেন। প্রকাশে ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন রেস্টুরেন্টে খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। তিনি প্রতিদিনই নিউ ইস্কাটনে আবির হাসপাতালের গলিতে জাজ মাল্টিমিডিয়ার অফিসেও বসছেন।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের ব্যবসায়িক পরিচিতি এমএ আজিজ। বিলাসী জীবনযাপনে অভ্যস্ত আজিজ বাংলাদেশের শীর্ষ ঋণখেলাপি। তিনি ভুয়া রফতানির নথি তৈরি করে জনতা ব্যাংক থেকে পাঁচ বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। একারণে তার নামে ঋণখেলাপির মামলা রয়েছে। আজিজ মূলত ক্রিসেন্ট গ্রুপের মালিক। পাশাপাশি তিনি জাজ মাল্টিমিডিয়ার মালিক। যার মাধ্যমে দেশের চলচ্চিত্র অঙ্গনে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন।

২০১১ সালে ভালোবাসার রং সিনেমা দিয়ে জাজের যাত্রা শুরু। দেশের ৪২০টা সিনেমা হলের মধ্যে ৪০০টি হলে নিজেদের ডিজিটাল মেশিন বসিয়ে হলগুলো দখলে নেন। এরপর একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করতে থাকে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এরমধ্যে- নবাব, শিকারি ও অগ্নি, বস ২, পোড়ামন-১, পোড়ামন-২, বাদশা-দ্য ডন’র মতো বেশ কিছু আলোচিত সিনেমা রযেছে।

শীর্ষ ঋণখেলাপি আবদুল আজিজকে অনেকেই মিডিয়া অঙ্গনের মাফিয়া বলেন। ২০১৩ সালের দিকে ভালোবাসার রং সিনেমার জন্য সুপারস্টার নায়ক শাকিব খানকে নির্বাচন করে। কিন্তু শাকিব খান সিনেমাটি করতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার জন্য এফডিসিতে অস্ত্র ধরে আজিজের বন্ধু মনোয়ার এহতেশাম ওরফে শীষ। তখন শাকিব খানকে মাফ করে দেওয়ার জন্য হস্তক্ষেপ করে পরিচালক শাহিন ও সুমন। তারা শীষকে বলেন ‘ভাই ওরে মাফ কইরা দেন। ও মরে গেলে চলচ্চিত্র শেষ হয়ে যাবে’।

জানা যায়, আজিজ মিডিয়াতে প্রবেশের পর প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রাখতে নারাজ ছিল। প্রভাব খাটিয়ে আজিজ যাকে তাকে তৈরি করেছেন নায়ক ও নায়িকা। নিজের পছন্দ হলেই তিনি নায়িকা বানিয়ে নেন।

জাজ মাল্টিমিডিয়ার তথ্য মতে জানা যায়, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি বেশ কয়েকটি চলচ্চিত্রেও বিনিয়োগ করেছে তারা। মাহি, নুসরাত ফারিয়ার মতো নায়িকার উত্থান এ প্রতিষ্ঠানের হাতেই। শাকিব খানের ব্যবসা সফল অনেক চলচ্চিত্রও জাজের ব্যানারে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ পারিবারিকভাবে পুরান ঢাকার চামড়া ব্যবসায়ী। জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজের বড় ভাই এমএ কাদের। তিনিও কাঁচা চামড়া প্রক্রিয়াজাত, পণ্য উৎপাদন, বিপণন ও রফতানিকারক একাধিক প্রতিষ্ঠানের মালিক। আজিজ ও তার ভাই এমএ কাদেরের বেশ কয়েকটি কোম্পানি রয়েছে। সেগুলোর মধ্যে- ক্রিসেন্ট লেদার প্রডাক্টস, ক্রিসেন্ট ট্যানারিজ, ক্রিসেন্ট ফুটওয়্যার, রূপালী কম্পোজিট লেদার, লেক্সকো লিমিটেড ও গ্লোরি অ্যাগ্রো অন্যতম। সবগুলো প্রতিষ্ঠানই গড়ে তোলা হয়েছে ক্রিসেন্ট গ্রুপের নামে। গ্রুপটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে রয়েছেন এমএ কাদের। আর রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান এম এ আজিজ।

পৈতৃক সূত্রে পাওয়া চামড়াজাত পণ্যের ব্যবসায় দুই ভাইকে ঋণ দিয়েছে জনতা ব্যাংক। ২০১৩ সাল থেকে পরবর্তী পাঁচ বছরে জনতা ব্যাংক পাঁচ হাজার ১৩০ কোটি টাকা ঋণ দিয়েছে এম এ কাদের ও এম এ আজিজকে। শুধু এ ঋণের টাকা নয়, এমএ আজিজ পণ্য রফতানির বিপরীতে নগদ সহায়তা তহবিল থেকে তুলে নেন আরও এক হাজার ৭৫ কোটি টাকা। বর্তমানে এই দুই ভাইয়ের কাছে জনতা ব্যাংকের পাওনা দুই হাজার ৭৬০ কোটি টাকা।

রিমেক্স ফুটওয়্যারের মাধ্যমেই অর্থ কেলেঙ্কারি

ক্রিসেন্ট গ্রুপ কেলেঙ্কারির বড় অংশই হয়েছে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার এম এ আজিজের মালিকানাধীন রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের মাধ্যমে। প্রতিষ্ঠানটির কাছে জনতা ব্যাংকের হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে। এসব পাওনা টাকা পরিশোধ না করায় আজিজের নামে মামলা করে সংশ্লিষ্ট ব্যাংক।

মামলায় জনতা ব্যাংক দাবি করে ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকাই জাজ মাল্টিমিডিয়ার অর্থের মূল উৎস। রিমেক্স ফুটওয়্যার নামে একটি অখ্যাত চামড়াজাত পণ্যের কোম্পানির মাধ্যমে জনতা ব্যাংক থেকে এ অর্থ বের করে নেওয়া হয়েছে।

২০১৯ সালের ৩১ জুলাই রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান এম এ আজিজের নামে একটি চিঠি ইস্যু করে জনতা ব্যাংক। ওই চিঠিতে এমএ আজিজের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়, হাউজ নং-৫৩৬, রোড নং-১১, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর-১১, মোহাম্মদপুর, ঢাকা।

ব্যাংকটির বৈদেশিক বাণিজ্য বিভাগের (এফটিডি) উপমহাব্যবস্থাপক মো. রুহুল আমীন খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অবিলম্বে ব্যাংকের টাকা পরিশোধ করুন অন্যথায় ব্যাংক আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। পরে আজিজ ব্যাংকের লোকদের বলেন, আমি জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ। এম এ আজিজ নয়, আপনারা ভুল করছেন। এরপর এ ঘটনায় জনতা ব্যাংক আদালতে মামলা করেন। এ মামলায় আজিজ বেশ কয়েক বছর কানাডায় পালিয়ে ছিলেন। যদিও আজিজের দাবি, তিনি ব্যক্তিগত কারণে দেশের বাইরে ছিলেন।

আছে বিদেশে টাকা পাচারের অভিযোগও

এদিকে আবদুল আজিজসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৯১৯ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের। তার নামে একটি মামলাও করেছে সংস্থাটি। সেটি এখন তদন্তাধীন।

এ বিষয়ে জানতে চাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্ত কর্মকর্তা (প্রটোকল) মো. শফিকুর রহমান ঢাকাপ্রকাশ’কে বলেন, জাজের আজিজের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার একটি মামলা রয়েছে। সেটির তদন্ত চলমান।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, আজিজের নামে দুদকেও দুটি অভিযোগ রয়েছে। সূত্র জানায়, তার নামে এক হাজার ৭৪৫ কোটি টাকা আত্মসাতের এবং জনতা ব্যাংকের তিন হাজার ৫৭২ কোটি টাকা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে।

দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক সোমবার (১আগস্ট) ঢাকাপ্রকাশ’কে বলেন, জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আজিজের অভিযোগের বিষয়ে ফাইল দেখে খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানানো যাবে। তাছাড়া এখন আমি একটা মিটিং এ আছি। আপাতত কিছু বলতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস ছালাম আজাদ ঢাকাপ্রকাশ’কে বলেন, এ বিষয়টি বর্তমানে আইনের আওতায় রয়েছে। আইনগত ভাবে বিষয়টি দেখা হচ্ছে। তবে, আমাদের ব্যাংকের যারা আজিজকে ঋণের জন্য সহযোগিতা করেছিল তাদের বিরুদ্ধে আমরা অফিসিয়ালি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন, এতটুকু বলতে চাই এ বিষয়ে আমরা একটি যৌক্তিক সমাধানের পথে রয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ সজল ঢাকাপ্রকাশ’কে বলেন, তার বাসা কোন এলাকায় এবং কোন এলাকায় তার নামে ওয়ারেন্ট এ বিষয়টি পরিস্কার করে বলতে পারছি না। আপনাদের কাছে কোন তথ্য থাকলে পুলিশকে সহায়তা করুন। এ বিষয়ে আমি মোহাম্মদপুর থানায় খোঁজ খবর নিচ্ছি ।

এ বিষয়ে মোহাম্মাদপুর থানায় যোগাযোগ করলে সংশ্লিষ্ট ডিউটি কর্মকর্তা জানান, আজিজের নামে আমাদের থানায় এখনো কোনো ওয়ারেন্ট আসেনি। তাছাড়া তিনি কোন মামলার আসামি সেটা এখন আমরা বলতে পারছি না তবে খোঁজ নিচ্ছি।

আব্দুল আজিজ রমনা থানা এলাকায় নিউ ইস্কাটন রোডে জাজ মাল্টিমিডিয়ার অফিসে প্রায় প্রতিদিন অফিস করছেন। কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকাপ্রকাশ’কে বলেন, আব্দুল আজিজের অফিস আমরা আপাতত চিনতে পারিনি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে এটা প্রমাণিত হলে বা মোহাম্মদপুর থানা আমাদের ক্লিয়ারেন্স দিলে আমরা তাকে অবশ্যই গ্রেপ্তার করে ওই থানায় হস্তান্তর করব।

জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ ঢাকাপ্রকাশ’কে বলেন, আব্দুল আজিজ কেন, যে কেউ পলাতক আসামি হলে তাকে অবশ্যই গ্রেপ্তার হবে। সাধারণত এ ধরনের আসামিরা এক এলাকা থেকে অন্য এলাকায় বসবাস করে, যার কারণে ধরতে একটু অসুবিধা হয়। হয়ত আজিজের ক্ষেত্রে তেমনটা হয়েছে।

আর পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান ঢাকাপ্রকাশ’কে বলেন, আব্দুল আজিজ পলাতক রয়েছে কিনা সে বিষয়ে আপাতত তথ্য দিতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আপনি যেসব কথা বললেন ঘটনা সেটা নয়। আমি শীর্ষ ঋণখেলাপী ব্যক্তিও নই। তাছাড়া জনতা ব্যাংকের সমস্যা সমাধানের পথে। আমি কোনো ওয়ারেন্টেরও আসামি নই।’

আপনি জামিনে আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি সেটাও না। এসব নিয়ে নিউজ করার দরকার নেই। সরাসরি আমার অফিসে আসেন এবং সিনেমা নিয়ে কথা বলেন। আশাকরি সিনেমা নিয়ে কথা বললে ভালো হবে।’

তিনি বলেন, বর্তমানে আমি একটি শুটে আছি পরে ফ্রি হয়ে আপনাকে ফোন দিচ্ছি নিউজ করার দরকার নেই।

এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে দেশে কিছু লোডশেডিং চালু রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কিছু লোডশেডিং না দিলে ভর্তুকির পরিমাণ বেড়ে যাবে। তবে লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে চেষ্টা করা হবে। তিনি জানান, শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং কার্যকর করা হবে।

সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে দেশে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারণে আগামী দিনে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। তখন চাহিদা মেটাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, যে হারে এসি স্থাপন করা হচ্ছে, সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। অনেকে অকারণে লাইট, ফ্যান ও এসি চালু রাখায় বিদ্যুৎচাহিদা বেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ২৬ এপ্রিল যে গ্রিড বিপর্যয় ঘটে, তার তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে গ্রিড বিপর্যয়ের কারণ, দায়ী ব্যক্তিদের ভূমিকা ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করবে।

মেট্রোরেল এক ঘণ্টার জন্য বন্ধ থাকার কারণও তদন্তে নেওয়া হয়েছে। বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, মেট্রোরেল বন্ধ থাকার মূল কারণ ছিল বিদ্যুৎ সংকট।

এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে এবং এলএনজি আমদানির আর্থিক সামর্থ্যও কমে গেছে। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

পিজিসিবি ও পিডিবি জানায়, আমিনবাজার-গোপালগঞ্জ সার্কিট লাইনের ৪০০ কিলোভোল্টের দুটি তার কাছাকাছি আসায় শর্ট সার্কিট হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এর ফলে বরিশাল ও খুলনা বিভাগের ১৫টি জেলা—খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী—প্রায় ১৫ মিনিট থেকে ৯৬ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং রাত সাড়ে আটটার পর পুরোপুরি স্বাভাবিক হয়।

Header Ad
Header Ad

গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমাম গণপিটুনির শিকার হয়ে পরে কারাগারে মৃত্যুবরণ করেছেন। মৃত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫), তিনি চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে এবং হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে রহিজ উদ্দিনের বিরুদ্ধে। এতে উত্তেজিত এলাকাবাসী তাকে গাছে বেঁধে ব্যাপক মারধর করে, এমনকি তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং নির্যাতিত এক কিশোরের বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখায়।

পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। একই রাতের (২৭ এপ্রিল) দিবাগত ৩টার দিকে রহিজ উদ্দিন কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, মৃত ইমামের শরীরে গণপিটুনির চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন।

পূবাইল থানার ওসি এসএম আমিরুল ইসলাম বলেন, রহিজ উদ্দিন স্থানীয় স্কুল-কলেজপড়ুয়া ছেলেদের নিজের থাকার কক্ষে এনে কম্পিউটার গেমস ও মোবাইল গেম খেলার সুযোগ দিতেন এবং কোমল পানীয় খাওয়াতেন। ওই পানীয় সেবনের পর অচেতন হয়ে পড়লে তিনি তাদের বলৎকার করতেন বলে অভিযোগ উঠেছে। এক কলেজছাত্রের কাছ থেকে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দেয়।

Header Ad
Header Ad

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ

বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের রায় ও গেজেট প্রকাশের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঢাকার দুই বাসিন্দা এই নোটিশ পাঠান, যাতে ইশরাকের নামে গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠান বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।

নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই বাসিন্দার পক্ষে আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি জানান, গত ২৭ এপ্রিল (রোববার) এ নোটিশ পাঠানো হয়। তবে একই রাতে নির্বাচন কমিশন (ইসি) ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করে। ফলে এখন পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা নোটিশদাতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে তৎকালীন বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। ওই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

নোটিশের পক্ষের দাবি:

- ট্রাইব্যুনাল যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে দ্রুত রায় দিয়েছে।

- নির্বাচন কমিশন এ রায় চ্যালেঞ্জ করেনি, বরং গেজেট প্রকাশ করেছে।

- আইন উপদেষ্টার মতামতের জন্য অপেক্ষা না করে গেজেট প্রকাশ করা হয়েছে।

ট্রাইব্যুনালের আদেশে কার্যকারিতা নেই, কারণ মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং পদটি অধ্যাদেশের মাধ্যমে ইতোমধ্যে শূন্য ঘোষণা করা হয়েছিল।

এই নোটিশ পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, বিচারক মো. নুরুল ইসলাম এবং ইশরাক হোসেন বরাবর।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন