সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বিদায়ী অর্থবছরে রেকর্ড ঋণ ও অনুদান পেয়েছে বাংলাদেশ

বিদায়ী অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগিদের কাছ থেকে আগের বছরের চেয়ে ২০৫ কোটি ডলারেরও বেশি ঋণ নিয়েছে। করোনার ধকল সামলাতে ও উন্নয়ন ব্যয় মেটাতে বাজেট সাপোর্টের জন্য সরকার এই ঋণ নিয়েছিল। যা এক বছরের ব্যবধানে ২৫ শতাংশের বেশি। একই সঙ্গে সরকার ঋণ পরিশোধও করেছে সাত শতাংশের বেশি। আর উন্নয়ন সহযোগিদের প্রতিশ্রুতির পরিমান কমেছে ১৫ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা মোকাবেলা করতে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বিভিন্ন দেশ ও উন্নয়ন সংস্থা অল্প সময়ে বেশি ঋণ দিয়েছে। কিন্তু চলতি অর্থবছরে তেমনটা হবে না। অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইআরডির প্রতিবেদন সূত্রে জানা যায়, বিদায়ী অর্থবছরে (২০২১-২২) বিভিন্ন বিদেশি উন্নয়ন সহযোগিরা বাংলাদেশকে ঋণ ও অনুদান দিয়েছে এক হাজার কোটি ডলারের বেশি। এরমধ্যে অনুদান (যা পরিশোধ করতে হবে না) ১৯ কোটি ৭৬ লাখ ডলার এবং ঋণ হচ্ছে ৯৮১ কোটি ডলার। আগের অর্থবছরে তারা ঋণ ও অনুদান দিয়েছিলো ৭৯৫ কোটি ৭৫ লাখ ডলার। এরমধ্যে অনুদান ৫০ কোটি ৮৮ লাখ ডলার ও ঋণ ৭৪৪ কোটি ৮৬ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশ ঋণ বেশি পেয়েছে ২০৫ কোটি ডলারের বেশি বা ২৫ দশমিক ৭৭ শতাংশ।

বিদায়ী অর্থবছরে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে এডিবি ২৬৫ কোটি ৮৭ লাখ ডলার। এরপর জাইকা ২২০ কোটি ৭৮ লাখ ডলার। তৃতীয় স্থানে রয়েছে বিশ্বব্যাংকের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা(আইডিএ) ১৬৬ কোটি ৭৫ লাখ। এরপর এআইআইবি দিয়েছে ২৯ কোটি ৭৫ লাখ ডলার। এছাড়া রাশিয়াসহ বিভিন্ন দেশ ও সংস্থাও বাংলাদেশকে ঋণ দিয়েছে। বিদায়ী অর্থবছরে ভারত ও রাশিয়া কোনো ধরণের প্রতিশ্রুতি না দিলেও দেশ দুটি বাংলাদেশকে ৩২ কোটি ৪১ লাখ ও ১২২ কোটি ৪৫ লাখ ডলার ঋণ দিয়েছে। আর এআইআইবি নতুন হলেও বাজেট সাপোর্ট, কোভিট সাপোর্টসহ অন্যান্য ১৬টি প্রকল্প বাস্তবায়নে ঋণ দিয়েছে ২৯ কোটি ৭৫ লাখ ডলার।

স্বাধীনতার পর এ পর্যন্ত বাংলাদেশকে জাপান (জাইকা), চীন, বিশ্বব্যাংক, রাশিয়া, ভারতসহ বিভিন্ন দেশ ও সংস্থা এ পর্যন্ত ঋণ ও অনুদান দিয়েছে ১১ হাজার ১৩৭ কোটি ডলার।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বিদায়ী অর্থবছরে (২০২১-২২) ঋণ পরিশোধ করেছে ২০১ কোটি ৪১ লাখ ডলার। এরমধ্যে আসল ১৫২ কোটি ৪৯ লাখ ডলার ও সুদ ৪৮ কোটি ৯২ লাখ ডলার। যা আগের বছরে পরিশোধ করা হয়েছিলো ১৯১ কোটি ৪৮ লাখ ডলার। এরমধ্যে আসল ১৪১ কোটি ৮৬ লাখ ডলার ও সুদ ৪৯ কোটি ৬১ লাখ ডলার।

এক বছরের ব্যবধানে বাংলাদেশ ১১৪ কোটি ৮৭ লাখ টাকা বা সাত শতাংশের বেশি ঋণ পরিশোধ করেছে।

ইআরডি আরও জানায়, বিদায়ী অর্থবছরে উন্নয়ন সহযোগিরা বাংলাদেশকে ৮২০ কোটি ৫০ লাখ ডলার ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিল। এরমধ্যে অনুদান ৩৭ কোটি ৭৮ লাখ ডলার ও ঋণ ৭৮২ কোটি ৭১ লাখ ডলার। তারা আগের অর্থবছরে ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলো ৯৪৪ কোটি ২৩ লাখ ডলার। এরমধ্যে অনুদান ৭০ কোটি ও ঋণ ৮৭৪ কোটি ১৭ লাখ ডলার। ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন সহযোগিরা ঋণ ও অনুদানের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার চেয়ে ১২৩ কোটি ৭৩ লাখ ডলার বা ১৫ শতাংশ কম দিয়েছে।

ওই প্রতিবেদনে আরও দেখা গেছে, স্বাধীনতার পর এ পর্যন্ত ১৬ হাজার ৯৪৪ কোটি ৩৮ লাখ ডলার সহযোগিতা ও ঋণ দিয়েছে উন্নয়ন সহযোগিরা।

বিশেষজ্ঞরা বলছেন, বিদায়ী অর্থবছর করোনাকালিন হওয়ায় অনেকে দ্রুত ঋণের ব্যবস্থা করেছে। কেউ বা অনুদানও দিয়েছে দ্রুত। সুনাম ধরে রাখতে তাই বাংলাদেশও তাদের ঋণ পরিশোধ ভালোভাবে করেছে। এটা ভালো দিক। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে সামনে বাংলাদেশকেও কঠির অবস্থা মোকাবেলা করতে হতে পারে। তাই সামনের দিনগুলোতে বড় বড় ঋণের দায় বেশি করে পরিশোধ করতে হবে। তখন হয়ত একটু সমস্যা হবে।

বৈদেশিক ঋণ গ্রহণ ও পরিশোধ পরিস্থিতির ব্যাপারে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর ঢাকাপ্রকাশ-কে বলেন,‘ কোভিডের কারণেই বিদায়ী অর্থবছরে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও দারিদ্র বিমোচনের জন্য বেশি করে দ্রুত সময়ের মধ্যে তারা ঋণ দিয়েছে। কেউ বা অনুদানও দিয়েছে। এ জন্য ঋণ বিতরণ (ডিসবার্সমেন্ট) বেড়েছে। তবে সম্প্রতি সময়ে কোভিডের তেমন প্রভাব নেই। তাই চলতি অর্থবছরে ঋণ কমবে। তবে প্রকল্পের বাস্তবায়ন বেশি হলে তা বাড়তে পারে।

তিনি আরও বলেন,‘ বাংলাদেশ ঋণ বেশি করে পরিশোধ করেছে। এটা ভালো দিক। কিন্তু বিশ্বমন্দা যেভাবে চলছে তার ধাক্কা বাংলাদেশেও লাগতে পারে। অপরদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-১, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-৫, লাইন-৬, মাতাবাড়ি ১২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রজেক্ট, পদ্মা ব্রিজ রেল সংযোগ, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যমুনা নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্রিজ প্রকল্প, কর্ণফুলী টানেল প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে ঋণ পরিশোধ করতে হবে। আবার ঋণ যেহেতু বাড়ছে তা পরিশোধের পরিমানও বাড়াতে হবে।’

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ২০টি মেগা প্রকল্পের বৈদেশিক অর্থায়ন সাশ্রয়ীভাবে হয়েছে, এটা বড় সন্তোষের জায়গা। তবে এসব মেগা প্রকল্পের বৈদেশিক ঋণ পরিশোধের সবচেয়ে বড় ধাক্কা আসবে ২০২৪ ও ২০২৬ সালে। এসব প্রকল্পে ৪৫টি ঋণ প্যাকেজের মধ্যে ৫টি অনুদান, ৩৩টি সাশ্রয়ী ঋণ প্যাকেজ, আধা-সাশ্রয়ী ২টি ও বাণিজ্যিকভাবে নিতে হয়েছে ৫টি ঋণ প্যাকেজ। যা চীন থেকে এসেছে। বৈদেশিক এই দায়-দেনা ১৭ শতাংশের নিচে রয়েছে।

এনএইচবি/এএস

Header Ad
Header Ad

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে দেশে কিছু লোডশেডিং চালু রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কিছু লোডশেডিং না দিলে ভর্তুকির পরিমাণ বেড়ে যাবে। তবে লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে চেষ্টা করা হবে। তিনি জানান, শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং কার্যকর করা হবে।

সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে দেশে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারণে আগামী দিনে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। তখন চাহিদা মেটাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, যে হারে এসি স্থাপন করা হচ্ছে, সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। অনেকে অকারণে লাইট, ফ্যান ও এসি চালু রাখায় বিদ্যুৎচাহিদা বেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ২৬ এপ্রিল যে গ্রিড বিপর্যয় ঘটে, তার তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে গ্রিড বিপর্যয়ের কারণ, দায়ী ব্যক্তিদের ভূমিকা ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করবে।

মেট্রোরেল এক ঘণ্টার জন্য বন্ধ থাকার কারণও তদন্তে নেওয়া হয়েছে। বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, মেট্রোরেল বন্ধ থাকার মূল কারণ ছিল বিদ্যুৎ সংকট।

এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে এবং এলএনজি আমদানির আর্থিক সামর্থ্যও কমে গেছে। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

পিজিসিবি ও পিডিবি জানায়, আমিনবাজার-গোপালগঞ্জ সার্কিট লাইনের ৪০০ কিলোভোল্টের দুটি তার কাছাকাছি আসায় শর্ট সার্কিট হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এর ফলে বরিশাল ও খুলনা বিভাগের ১৫টি জেলা—খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী—প্রায় ১৫ মিনিট থেকে ৯৬ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং রাত সাড়ে আটটার পর পুরোপুরি স্বাভাবিক হয়।

Header Ad
Header Ad

গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমাম গণপিটুনির শিকার হয়ে পরে কারাগারে মৃত্যুবরণ করেছেন। মৃত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫), তিনি চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে এবং হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে রহিজ উদ্দিনের বিরুদ্ধে। এতে উত্তেজিত এলাকাবাসী তাকে গাছে বেঁধে ব্যাপক মারধর করে, এমনকি তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং নির্যাতিত এক কিশোরের বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখায়।

পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। একই রাতের (২৭ এপ্রিল) দিবাগত ৩টার দিকে রহিজ উদ্দিন কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, মৃত ইমামের শরীরে গণপিটুনির চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন।

পূবাইল থানার ওসি এসএম আমিরুল ইসলাম বলেন, রহিজ উদ্দিন স্থানীয় স্কুল-কলেজপড়ুয়া ছেলেদের নিজের থাকার কক্ষে এনে কম্পিউটার গেমস ও মোবাইল গেম খেলার সুযোগ দিতেন এবং কোমল পানীয় খাওয়াতেন। ওই পানীয় সেবনের পর অচেতন হয়ে পড়লে তিনি তাদের বলৎকার করতেন বলে অভিযোগ উঠেছে। এক কলেজছাত্রের কাছ থেকে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দেয়।

Header Ad
Header Ad

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ

বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের রায় ও গেজেট প্রকাশের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঢাকার দুই বাসিন্দা এই নোটিশ পাঠান, যাতে ইশরাকের নামে গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠান বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।

নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই বাসিন্দার পক্ষে আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি জানান, গত ২৭ এপ্রিল (রোববার) এ নোটিশ পাঠানো হয়। তবে একই রাতে নির্বাচন কমিশন (ইসি) ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করে। ফলে এখন পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা নোটিশদাতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে তৎকালীন বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। ওই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

নোটিশের পক্ষের দাবি:

- ট্রাইব্যুনাল যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে দ্রুত রায় দিয়েছে।

- নির্বাচন কমিশন এ রায় চ্যালেঞ্জ করেনি, বরং গেজেট প্রকাশ করেছে।

- আইন উপদেষ্টার মতামতের জন্য অপেক্ষা না করে গেজেট প্রকাশ করা হয়েছে।

ট্রাইব্যুনালের আদেশে কার্যকারিতা নেই, কারণ মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং পদটি অধ্যাদেশের মাধ্যমে ইতোমধ্যে শূন্য ঘোষণা করা হয়েছিল।

এই নোটিশ পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, বিচারক মো. নুরুল ইসলাম এবং ইশরাক হোসেন বরাবর।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন