সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

২০ টাকার ওষুধ ৩৫ টাকা!

এবার ওষুধ নিয়েও বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দেশে উৎপাদিত জীবনরক্ষাকারী জরুরি সব ওষুধের দাম বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। ব্যাপক চাহিদার ২০ টাকার নাপা সিরাপের দাম এক লাফে ১৫ টাকা বেড়ে হয়েছে ৩৫ টাকা।

শুধু নাপা সিরাপ নয়, প্রায় ৫৩টি জরুরি ওষুধের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। দাম বেড়ে যাওয়া ওষুধগুলোর প্রায় সবকটি বহুল ব্যবহৃত।

সাধারণ মানুষ বলছে, যদি এভাবে ওষুধেরও দাম বাড়তে থাকে তাহলে মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। এমনিতেই আমরা অর্থনৈতিক সম্যসায় আছি। জানা যায়, নাপাসহ প্রায় ৫৩টি জরুরি ওষুধের দাম বেড়েছে।

ওষুধের দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আইয়ুব হোসেন ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা বেশ কিছু ওষুধের দাম নির্ধারণ করে দিয়েছি। তাছাড়া ওষুধের কাঁচামালের দামও বেড়েছে। সেই অনুযায়ী এর মূল্য নির্ধারণ করা হয়েছে। এ কারণে অনেকেই মনে করছেন ওষুধের দাম বাড়ছে। মূলত কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় কিছু ওষুধের দাম বাড়ানো হয়েছে। তবে, যদি কোনো ওষুধ কোম্পানি এসব ওষুধের দাম বেশি নেয় তাহলে এটা অপরাধের মধ্যে পড়বে।

তিনি আরও বলেন, তাছাড়া সরকারিভাবে বেশ কিছু ওষুধের দাম নির্ধারিত হয়েছে। এর বাইরে বেশি দাম রাখার তেমন কোনো সুযোগ নেই। যদি ওষুধের কাঁচামালের দাম কমে যায় তাহলে যেসব ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে সেসব ওষুধের দামও কমে যাবে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা কামাল ঢাকাপ্রকাশ-কে বলেন, ওষুধের দাম বাড়ার বিষয়টি আমাদের উপর নির্ভর করে না এটা ওষুধ কোম্পানির বিষয়। তা ছাড়া ওষুধের দাম বাড়ার বিষয়ে আমাদের কাছে কোনো লিস্ট বা তথ্য এখনো অফিসিয়ালি আসেনি। এ জন্য আপাতত এ বিষয়ে তেমন কিছু বলতে পারছি না। পরে বিস্তারিত বলতে পারব।

রাজধানীর আজিমপুর, পলাশী, পুরান ঢাকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সরেজমিনে ঘুরে বিভিন্ন ফার্মেসিতে খোঁজ নিয়ে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে ওষুধের দাম বৃদ্ধির বিষয়ে জানা গেছে।

সাধারণ মানুষ বলছে, প্রতিটি জিনিসের দাম বাড়ছে লাগামহীনভাবে। অন্য পণ্যের সঙ্গে এবার পাল্লা দিয়ে প্রায় দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে জীবনরক্ষাকারী বেশ কিছু ওষুধের।

নাপা (প্যারাসিটামল) সিরাপ। শিশুদের জ্বর নিরাময়ে বহুল ব্যবহৃত একটি ওষুধ। খুচরা বাজারে এই ওষুধ ২০ টাকা করে বিক্রি হতো। তবে এখন তা কিনতে হচ্ছে ৩৫ টাকায়।

প্রাথমিক স্বাস্থ্যসেবার বহুল ব্যবহৃত এমন আরও ২০টি জেনেরিকের ৫৩টি ওষুধের দাম বাড়ানো হয়েছে বলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের বেশ কয়েকটি সূত্রে জানা গেছে। ওই সূত্রটি জানায়, এর মধ্যে বিভিন্ন মাত্রার প্যারাসিটামলের দাম বেড়েছে ৫০ ভাগের উপরে।

আজিমপুরের শাপলা ড্রাগ ফার্মেসির বিক্রেতা নজরুল জানান, নাপা সিরাপ আগে ২০ টাকা ছিল, এখন ৩৫ টাকা বিক্রি হচ্ছে।

পলাশী মোড়ের চয়ন ফার্মেসির বিক্রেতা রাজু আহমেদ বলেন, নাপা সিরাপসহ বেশ কিছু ওষুধের দাম কোম্পানি একটু বেশি নিচ্ছে। ট্যাবলেটের মূল্য ছিল ৭ টাকা ২০ পয়সা, এখন করা হয়েছে ১২ টাকা। নাপা এক্সটেনড ছিল ১৫ টাকা, ওটা করা হয়েছে ২০ টাকা।

পুরান ঢাকায় জাকির হোসেন নামে একজন ক্রেতা বলেন, ঈদের বন্ধের মধ্যে নাপা সিরাপের দাম বাড়ানো হয়েছে। কিছু কিছু দোকানে কয়েকদিন ঠিক দাম নিলেও আজ থেকে বেশি নিচ্ছে।

তিনি বলেন, বহুল বিক্রীত ও চাহিদার জরুরি এই ওষুধটার দাম বাড়ানোর বিষয়টি একেবারেই অযৌক্তিক।

মিটফোর্ড হাসপাতাল এলাকার ওষুধ বিক্রেতা সাজেদুল ইসলাম বলেন, ওষুধের দাম একটু বেড়েছে। নতুন দামে ওষুধ বাজারে আসতে শুরু করেছে। আমাদের যেসব ওষুধের দাম বেড়েছে সেসব বিষয় আমরা ওষুধ ব্যবসায়ীদের জানিয়েছি।

সার্বিক বিবেচনায় ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, একজন মানুষ কাউন্টারে গিয়ে দর কষাকষি করতে পারে না। কিন্তু সরকার যখন কেনার চেষ্টা করবে, তখন সব উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষি করতে পারবেন। সরকার মানসম্মত ওষুধকে একদম ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে এবং তারপর মানুষ এটাকে সরবরাহ করবে। দেশের এসময়ে ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত আমার কাছে ভুল মনে হচ্ছে।

এই বিশেষজ্ঞ চিকিৎসকের মতে দাম না বাড়িয়ে জনগণের স্বার্থে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, শুনেছি ৫৩টি ওষুধের দাম বেড়েছে। কাঁচামালের মূল্য বেড়েছে, দীর্ঘদিন যাবত আমরা মূল্য অ্যাডজাস্ট করিনি। এই সময়ে মানুষের সংকটকালে ওষুধের দাম না বাড়িয়ে প্রতিষ্ঠানগুলোর আরও কিছুদিন সময় নেওয়া উচিত ছিল।

ঢাকা কমিউনিটি হাসপাতালের চিকিৎসক বিশেষজ্ঞ ডা. আব্দুল মালেক বলেন, নাপা সিরাপ এবং এই গ্রুপের ওষুধ তো ভালোই চলে। কাজেই এটা গরিবের ওষুধ। এর দাম বাড়ানোর সিদ্ধান্ত আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকাপ্রকাশ-কে বলেন, সম্প্রতি ওষুধ প্রশাসন অধিদপ্তর সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ের এক বৈঠকে এসব ওষুধের দামের বিবরণ তুলে ধরে এবং সেখানে এ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

যেসব ওষুধের দাম বেড়েছে

বিভিন্ন ফার্মেসিতে কথা বলে জানা গেছে, প্যারাসিটামল (৫০০ এমজি) ট্যাবলেট আগে ছিল ৭০ পয়সা, বর্তমান মূল্য এক টাকা ২০ পয়সা। প্যারাসিটামল (৫০০ এমজি) ট্যাবলেটের (র‌্যাপিড) মূল্য আগে ছিল ৭০ পয়সা, বর্তমানে এক টাকা ৩০ পয়সা। প্যারাসিটামল (৬৫০ এমজি) ট্যাবলেটের (এক্সআর) মূল্য আগে ছিল এক টাকা ৩১ পয়সা, বর্তমানে দুই টাকা। প্যারাসিটামল (১০০০ এমজি) ট্যাবলেট আগে ছিল এক টাকা ৪ পয়সা, বর্তমান মূল্য দুই টাকা ২৫ পয়সা।

প্যারাসিটামল (৮০ এমজি) ড্রপস ১৫ এমএল বোতলের মূল্য আগে ছিল ১২ টাকা ৮৮ পয়সা, বর্তমানে ২০ টাকা। প্যারাসিটামল (১২০ এমজি/৫ এমএল) সাসপেনশন (৬০ এমএল) বোতলের মূল্য আগে ছিল ১৮ টাকা, বর্তমানে ৩৫ টাকা। প্যারাসিটামল (১২০ এমজি/৫ এমএল) সাসপেনশন ১০০ এমএল বোতল আগে ছিল ৩০ টাকা ৮ পয়সা, বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। প্যারাসিটামল (১২০ এমজি/৫ এমএল) সিরাপ (৬০ এমএল) বোতল আগে বিক্রি হতো ১৮ টাকায়, বর্তমান মূল্য ৩৫ টাকা। প্যারাসিটামল (১২০ এমজি/৫ এমএল) সিরাপ (১০০ এমএল) বোতলের মূল্য আগে ছিল ২৭ টাকা ৭২ পয়সা, বর্তমানে ৫০ টাকা। মেট্রোনিডাজল (২০০ এমজজি) ট্যাবলেটের মূল্য আগে ছিল ৬০ পয়সা, বর্তমানে এক টাকা।

মেট্রোনিডাজল (২৫০ এমজি) ট্যাবলেট কোটেডের মূল্য আগে ছিল ৯২ পয়সা আর বর্তমান মূল্য এক টাকা ২৫ পয়সা। মেট্রোনিডাজল (৪০০ এমজি) ট্যাবলেট কোটেডের আগের মূল্য এক টাকা ৩৭ পয়সা, বর্তমান মূল্য এক টাকা ৭০ পয়সা। মেট্রোনিডাজল (৫০০ এমজি) ট্যাবলেট কোটেডের মূল্য আগে ছিল এক টাকা ৬৬ পয়সা, বর্তমান মূল্য দুই টাকা। মেট্রোনিডাজল (২০০এমজি/৫এমএল সাসপেনশন ৬০ এমএল) বোতলের আগের মূল্য ২৬ টাকা, বর্তমান মূল্য ৩৫ টাকা। মেট্রোনিডাজল (২০০এমজি/৫এমএল সাসপেনশন ১০০ এমএল) বোতলের আগের মূল্য ৩৪ টাকা ৯২ পয়সা, বর্তমান মূল্য ৪৫ টাকা। মেট্রোনিডাজল (৫০০এমজি/১০০ এমএল ইনফিউশন, ১০০ এমএল) বোতলের আগের মূল্য ৭৪ টাকা ৩৫ পয়সা, বর্তমান মূল্য ৮৫ টাকা। এমোক্সিসিলিন বিপি (১২৫ এমজি/১.২৫ এমএল সাসপেনশন ১৫ মিলি) বোতলের আগের মূল্য ২৬ টাকা ৩৪ পয়সা, বর্তমান মূল্য ৩৫ টাকা। এমোক্সিসিলিন বিপি (১২৫ এমজি/৫ এমএল সাসপেনশন ১০০ মিলি) বোতলের আগের মূল্য ৪১ টাকা ৪০ পয়সা, বর্তমানে ৭০ টাকা।

এমোক্সিসিলিন বিপি (২৫০ এমজি/৫ এমএল সাসপেনশন-ডিএস ১৫ মিলি) বোতলের আগের মূল্য ৬৭ টাকা ৯৪ পয়সা, বর্তমানে ১০০ টাকা। এমোক্সিসিলিন বিপি (২৫০ এমজি) ক্যাপসুলের আগের মূল্য ৩ টাকা ১৫ পয়সা, বর্তমানে ৪ টাকা। এমোক্সিসিলিন বিপি (৫০০ এমজি) ক্যাপসুলের আগের মূল্য ৫ টাকা ৯০ পয়সা, বর্তমানে ৭ টাকা ৫ পয়সা। এমোক্সিসিলিন বিপি (৫০০ এমজি) ইনজেকশনের আগের মূল্য ২৪ টাকা ১০ পয়সা, বর্তমানে ৫৫ টাকা। জাইলোমেট্রোজালিন এইচসিআই (০.০৫% নাসাল ড্রাপ ১৫ এমএল) আগের মূল্য ৯ টাকা ৬০ পয়সা, বর্তমানে ১৮ টাকা। জাইলোমেট্রোজালিন এইচসিআই (০.১% নাসাল ড্রাপ ১৫ এমএল) আগের মূল্য ১০ টাকা ৪ পয়সা, বর্তমানে ২০ টাকা।

প্রোকলেপেরাজিন (৫ এমজি) ট্যাবলেটের আগের মূল্য ৪০ পয়সা, বর্তমানে ৬৫ পয়সা। প্রোকলেপেরাজিন (১২.৫ এমজি) ইনজেকশনের আগের মূল্য ৪ টাকা ৩৬ পয়সা, বর্তমানে ৯ টাকা। ডায়াজেপাম (১০এমজি/২এমএল) ইনজেকশনের আগের মূল্য ৩ টাকা ২২ পয়সা, বর্তমানে ৭ টাকা। মিথাইলডোপা (২৫০ এমজি) ট্যাবলেটের আগের মূল্য এক টাকা ৫০ পয়সা, বর্তমানে ৩ টাকা ৪৮ পয়সা। মিথাইলডোপা (৫০০ এমজি) ট্যাবলেটের আগের মূল্য ৫ টাকা ১৩ পয়সা, বর্তমানে ৬ টাকা ৯ পয়সা। ফ্রুসেমাইড (২০ এমজি/২এমএল) ইনজেকশনের আগের মূল্য ৫ টাকা ৯৯ পয়সা, বর্তমানে ৯ টাকা। ফ্রুসেমাইড (৪০ এমজি) ট্যাবলেটের আগের মূল্য ৫৬ পয়সা, বর্তমানে এক টাকা। ফেনোবারাবিটাল (৩০ এমজি) ট্যাবলেটের আগের মূল্য ৬৮ পয়সা, বর্তমানে এক টাকা।

ফেনোবারাবিটাল (৬০ এমজি) ট্যাবলেটের আগের মূল্য এক টাকা, বর্তমানে এক টাকা ৫০ পয়সা। ফেনোবারাবিটাল (৫০ এমএল এলিক্সির ২০ এমজি ৫ এমএল) বোতলের আগের মূল্য ২১ টাকা ৭৮ পয়সা, বর্তমানে ৪৩ টাকা। ফেনোবারাবিটাল (১০০ এমএল এলিক্সির ২০ এমজি/ ৫ এমএল) বোতলের আগের মূল্য ৫০ টাকা, বর্তমানে ৭০ টাকা। ওআরএস (৫০০ এমএল) স্যাটেসের আগের মূল্য ৪ টাকা ৩৫ পয়সা, বর্তমানে ৬ টাকা। ওআরএস ফ্রুটি (২৫০ এমএল) স্যাটেস আগে বিক্রি হতো ৪ টাকা ৪০ পয়সায়, বর্তমানে ৬ টাকায়।

লিডোকেইন ১% ডব্লিউভি (২০ এমজি/ ২ এমএল) ইনজেকশনের আগের মূল্য ৩ টাকা ৬ পয়সা, বর্তমানে ৭ টাকা। লিডোকেইন ১% ডব্লিউভি (৫০ এমএল) ইনজেকশন আগে বিক্রি হতো ২০ টাকা, বর্তমানে ৩৫ টাকা। লিডোকেইন ২% ডব্লিউভি (৫০ এমএল) ইনজেকশনের মূল্য আগে ছিল ২৫ টাকা, বর্তমানে ৪০ টাকা। ফলিক এডিস (০.০৫ এমজি/১০০এমএল) ওরাল সলিউশনের (১০০ এমএল) বোতল ৫০ টাকা। ক্লোরফেনিরামিন (২এমজি/৫এমএল) সিরাপের (৬০ এমএল) বোতলের আগের মূল্য ১৩ টাকা, বর্তমানে ২০ টাকা। বেনজাথিন বেনজিল পেনিসিলিন (১২ লাখ ইউনিট/ভায়ল) ইনজেকশনের আগের মূল্য ১৫ টাকা ৬০ পয়সা, বর্তমানে ৩০ টাকা। এ্যসপিরিন (৭৫ এমজি) ট্যাবলেটের আগের মূল্য ৫৫ পয়সা, বর্তমানে ৮০ পয়সা। এ্যসপিরিন (৩০০ এমজি) ট্যাবলেট আগে বিক্রি হতো দেড় টাকায়, বর্তমানে ২ টাকায়।

এনএইচবি/এমএমএ/

Header Ad
Header Ad

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে দেশে কিছু লোডশেডিং চালু রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কিছু লোডশেডিং না দিলে ভর্তুকির পরিমাণ বেড়ে যাবে। তবে লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে চেষ্টা করা হবে। তিনি জানান, শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং কার্যকর করা হবে।

সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে দেশে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারণে আগামী দিনে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। তখন চাহিদা মেটাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, যে হারে এসি স্থাপন করা হচ্ছে, সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। অনেকে অকারণে লাইট, ফ্যান ও এসি চালু রাখায় বিদ্যুৎচাহিদা বেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ২৬ এপ্রিল যে গ্রিড বিপর্যয় ঘটে, তার তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে গ্রিড বিপর্যয়ের কারণ, দায়ী ব্যক্তিদের ভূমিকা ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করবে।

মেট্রোরেল এক ঘণ্টার জন্য বন্ধ থাকার কারণও তদন্তে নেওয়া হয়েছে। বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, মেট্রোরেল বন্ধ থাকার মূল কারণ ছিল বিদ্যুৎ সংকট।

এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে এবং এলএনজি আমদানির আর্থিক সামর্থ্যও কমে গেছে। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

পিজিসিবি ও পিডিবি জানায়, আমিনবাজার-গোপালগঞ্জ সার্কিট লাইনের ৪০০ কিলোভোল্টের দুটি তার কাছাকাছি আসায় শর্ট সার্কিট হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এর ফলে বরিশাল ও খুলনা বিভাগের ১৫টি জেলা—খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী—প্রায় ১৫ মিনিট থেকে ৯৬ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং রাত সাড়ে আটটার পর পুরোপুরি স্বাভাবিক হয়।

Header Ad
Header Ad

গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমাম গণপিটুনির শিকার হয়ে পরে কারাগারে মৃত্যুবরণ করেছেন। মৃত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫), তিনি চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে এবং হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে রহিজ উদ্দিনের বিরুদ্ধে। এতে উত্তেজিত এলাকাবাসী তাকে গাছে বেঁধে ব্যাপক মারধর করে, এমনকি তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং নির্যাতিত এক কিশোরের বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখায়।

পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। একই রাতের (২৭ এপ্রিল) দিবাগত ৩টার দিকে রহিজ উদ্দিন কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, মৃত ইমামের শরীরে গণপিটুনির চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন।

পূবাইল থানার ওসি এসএম আমিরুল ইসলাম বলেন, রহিজ উদ্দিন স্থানীয় স্কুল-কলেজপড়ুয়া ছেলেদের নিজের থাকার কক্ষে এনে কম্পিউটার গেমস ও মোবাইল গেম খেলার সুযোগ দিতেন এবং কোমল পানীয় খাওয়াতেন। ওই পানীয় সেবনের পর অচেতন হয়ে পড়লে তিনি তাদের বলৎকার করতেন বলে অভিযোগ উঠেছে। এক কলেজছাত্রের কাছ থেকে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দেয়।

Header Ad
Header Ad

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ

বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের রায় ও গেজেট প্রকাশের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঢাকার দুই বাসিন্দা এই নোটিশ পাঠান, যাতে ইশরাকের নামে গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠান বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।

নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই বাসিন্দার পক্ষে আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি জানান, গত ২৭ এপ্রিল (রোববার) এ নোটিশ পাঠানো হয়। তবে একই রাতে নির্বাচন কমিশন (ইসি) ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করে। ফলে এখন পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা নোটিশদাতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে তৎকালীন বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। ওই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

নোটিশের পক্ষের দাবি:

- ট্রাইব্যুনাল যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে দ্রুত রায় দিয়েছে।

- নির্বাচন কমিশন এ রায় চ্যালেঞ্জ করেনি, বরং গেজেট প্রকাশ করেছে।

- আইন উপদেষ্টার মতামতের জন্য অপেক্ষা না করে গেজেট প্রকাশ করা হয়েছে।

ট্রাইব্যুনালের আদেশে কার্যকারিতা নেই, কারণ মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং পদটি অধ্যাদেশের মাধ্যমে ইতোমধ্যে শূন্য ঘোষণা করা হয়েছিল।

এই নোটিশ পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, বিচারক মো. নুরুল ইসলাম এবং ইশরাক হোসেন বরাবর।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন