আমি নগরপিতা না, নগর সেবক হব: আরফানুল হক
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি বলেছেন, আমি বিজয়ী হলে কুমিল্লা সিটি করপোরেশন কখনই আওয়ামী লীগের কার্যালয় হবে না, হবে গণমানুষের অভিযোগ শোনার কার্যালয়। ঢাকাপ্রকাশকে দেওয়া টেলিফোন সাক্ষাতকারে এভাবেই নিজের প্রত্যাশার কথা জানান আরফানুল হক (রিফাত)।
ঢাকাপ্রকাশ: আওয়ামী লীগ আপনাকে মনোনীত করল। আপনি কুমিল্লা সিটি নিয়ে কি পরিকল্পনা করছেন?
আরফানুল হক: আল্লাহ যদি কামিয়াব করে আমাকে, আমি যদি পাস করে আসতে পারি কুমিল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, কুমিল্লার এমপি, কুমিল্লা উপজেলার চেয়ারম্যান, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান সবাইকে নিয়ে বসব। বসে আমরা ঠিক করব উন্নয়নের জন্য প্রথম কোন কাজটা ধরতে পারি। এই মুহূর্তে দুটি কাজের কথা আমি বলতে পারি: (ক) জলাবদ্ধতা, (খ) যানজট। এই দুইটার ব্যাপারে আগে আমি হাতে দেব। যদি আল্লাহ আমাকে কামিয়াব করেন।
ঢাকাপ্রকাশ: নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রথম নির্বাচন। ইসি চাচ্ছেন অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে সেক্ষেত্রে আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু?
আরফানুল হক: নির্বাচন স্বচ্ছ হবে। বিজয়ের ব্যাপারে আমার ১০০% আত্মবিশ্বাস আছে।
ঢাকাপ্রকাশ: বিএনপি মাঠে থাকলে আপনার বিজয় হওয়ার সম্ভাবনা আছে?
আরফানুল হক: কুমিল্লাতে নৌকার ভোট বেশি। এতদিন প্রোপার প্রার্থী পাইনি, যেকারণে কুমিল্লায় আমরা মেয়র পদে কাউকে আনতে পারি নাই।
ঢাকাপ্রকাশ: তাহলে আপনি নিজেকে যোগ্য এবং প্রোপার প্রার্থী মনে করছেন?
আরফানুল হক: আমার ঢোল আমি পিটাতে পারব না। তবে এতটুক বলতে পারি কুমিল্লা মহানগরে ২৭টি ওয়ার্ডে ২৭টি কমিটি আছে। মহানগর যুবলীগের ২৭টি কমিটি আছে, স্বেচ্ছাসেবক লীগের ২৭টি কমিটি আছে, যুব মহিলা লীগের, কৃষক লীগের কমিটি আছে কুমিল্লায়। আগের তুলনায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী।
ঢাকাপ্রকাশ: আপনার বিরেুদ্ধে নির্বাচনী আচারণ ভঙ্গের অভিযোগ রয়েছে?
আরফানুল হক: অভিযোগ যা দিছে দেক। আমার বিরুদ্ধ লোক আছে না? ওরা তো অভিযোগ করতেই পারে। নির্বাচনী আচারণবিধিভ আমরা সেদিন ঢাকা থেকে নমিনেশন পাওয়ার পরে কুমিল্লা এসে আমাদের সীমানার মধ্যে আমরা আওয়ামী লীগ অফিসের সামনে পরিচিত সভার মতো করেছি। এটাই বিভিন্নভাবে অভিযোগ করছে এজন্য আমি যদি ধরেও নিই আচারণবিধি লঙ্ঘন করেছি, এজন্য আঞ্চলিক নির্বাচন কমিশন থেকে আমাকে ডাকছিল, গেছি। আমি সরি বলে আসছি। আর এধরণের কাজ হবে না।
ঢাকাপ্রকাশ: একজন প্রার্থী হিসেবে আপনি কেমন নির্বাচন চান?
আরফানুল হক: আমি ১০০% স্বচ্ছ নির্বাচন চাই। একদম ফেয়ার নির্বাচন চাই। ফেয়ার নির্বাচন হলে নৌকা জিতবে ইনশাল্লাহ।
ঢাকাপ্রকাশ: কুমিল্লা সিটি নিয়ে আপনার নতুন কোনো পরিকল্পনা আছে? ঢাকা সিটি করপোরেশন বা অন্য কোনো সিটি করপোরেশনের মতো করতে চান?
আরফানুল হক: ঢাকা সিটির মতো করতে পারব এমন কথা কখনও বলব না। আমি কুমিল্লাকে বিগত দিনের মেয়র যারা ছিলেন বা যিনি ছিলেন। তিনি যতটুকু করেছেন ততটুকু যদি কুমিল্লার মানুষের অস্বস্থির মধ্যে রাখে, সেই অস্বস্থি থেকে কুমিল্লা মানুষকে মুক্ত দেওয়ার জন্য চেষ্টা করব।
ঢাকাপ্রকাশ: সাবেক মেয়র কোন কাজটি করতে পারেননি বলে আপনার কাছে মনে হয়েছে?
আরফানুল হক: জলাবদ্ধতা, যানজট নিরসন করতে পারেননি। ট্যাক্স বাড়াইছে অনেক। অনেক ট্যাক্স বাড়াইছে।
ঢাকাপ্রকাশ: আগের মেয়র যেটি পারেননি সেই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন? কুমিল্লার মানুষ সেবাগুলো পাবেন?
আরফানুল হক: আমি নগরপিতা না, নগর সেবক হবো। আমি জনতার মেয়র হবো। আমি যদি সিটি করপোরেশনের মেয়র হতে পারি, আমার অফিসটা হবে কুমিল্লার গণমানুষের জন্য। আওয়ামী লীগের কার্যালয় হবে না। আওয়ামী লীগের কার্যালয় হবে না সিটি করপোরেশন এটা আমি বলে দিয়েছি। ওটা (কুমিল্লা সিটি করপোরেশন) গণমানুষের কার্যালয় হবে, মানুষের অভাব অভিযোগ শোনার কার্যালয় হবে।
ঢাকাপ্রকাশ: বিভিন্ন জাতীয় পত্রিকায় আপনার বিরুদ্ধে কিছু নেতিবাচক রিপোর্ট এসেছে। মাদক চোরাকারবারীর অভিযোগ নিয়েও রিপোর্ট হয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কি?
আরফানুল হক: আমি কিছুই জানি না। আমি কিছুই জানতাম না। গত পরশুদিন ভোরের কাগজে আসার পর আমার চোখে পড়ল। এর আগে গত চার বছরে আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায় সাড়ে ৩ বছর। নেত্রী কুমিল্লার কমিটি দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। বাহার ভাই প্রেসিডেন্ট আমি সেক্রেটারি। এমপি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি। এই চার বছর সময় গেল।
ঢাকাপ্রকাশ: নির্বাচনের আগে এই ধরণের রিপোর্ট আপনার নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি-না?
আরফানুল হক: নির্বাচনে আগে আমার সম্পর্কে এনএসআই, ডিজিএফই রিপোর্ট দিয়েছে? সব সম্পর্কেই তো রিপোর্ট দিয়েছে। এতবড় মেজর একটা ব্যাপার, এটা প্রধানমন্ত্রীর কাছে যাবে না? আমার নমিনেশন পাওয়ার ঠিক পরদিন কেন পত্রিকায় আসল? এটা তো দুই দিন আগেও আসতে পারত তাই না? এটা তো বোঝাই যায়। আমাকে হেয় করার জন্য করছে।
ঢাকাপ্রকাশ: কারা আপনাকে হেয় করতে চায়?
আরফানুল হক: আমি কারো নাম উল্লেখ করতে চাই না। কারো নাম উল্লেখ করতে চাই না। যারাই করছে..।
ঢাকাপ্রকাশ: জাতীয় পত্রিকাগুলোতে যে রিপোর্ট আসছে তাতে আপনার বক্তব্য কি?
আরফানুল হক: অবশ্যই মিথ্যা, অবশ্যই মিথ্যা, অবশ্যাই মিথ্যা। প্রয়োজনে আমার বিরুদ্ধে তদন্ত করা হোক। আর কিছু বলব না।
ঢাকাপ্রকাশ: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আরফানুল হক: আপনার মাধ্যমে ঢাকাপ্রকাশকেও ধন্যবাদ।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কবে কখন কি:
নির্বাচনের তফসিল ঘোষণা হয় ২৫ এপ্রিল। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ শে মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন।
এসএম/