সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

‘আম্মু তেল পাইছি, কিন্তু এক হাজার টাকার কমে দিচ্ছে না’

‘আম্মু একটা পাইছি ১ হাজার টাকা চাচ্ছে। ২০ টাকা কম বললাম দিচ্ছে না, আঙ্কেল এক টাকাও কম নেবে না। আমি কি নেব?” ওপর প্রান্ত থেকে কি বলছেন শোনা না গেলেও বোঝা গেল তেল নিতে বলছেন। নিজের মানিব্যাগ থেকে ১ হাজার টাকার একটি নোট দিয়ে ৫ লিটারের একটি ‘তীর’ সয়াবিন তেল কিনলেন জাহিদ হোসেন। সকাল থেকে প্রায় ৬ থেকে ৭টি দোকান ঘুরে হন্তদন্ত হয়ে এসেছেন কৃষি মার্কেটের লাবিবা স্টোরে।

মা’র সঙ্গে কথপোকথন শেষে জাহিদ হোসেন ঢাকাপ্রকাশকে বলেন, সকালে আমাদের বাসার গলিতে যতগুলো দোকান আছে খুঁজেছি সয়াবিন তেল আছে কি-না। সবাই বলছে নাই। এরপর আম্মু বলছেন কৃষি মার্কেটে খোঁজ নিতে। এখানে এসেও ৬ থেকে ৭ টি দোকান খুঁজেছি, সবাই বলে তেল নাই। অবশেষে এই দোকানে পেলাম ৫ লিটারের এক বোতল। দাম বেশি তাই আম্মুর কাছে জেনে নিলাম তেল নেব কি-না। কি করার, দাম বেশি হলেও নিতে হবে। তেল না হলে তো রান্না হবে না।

জাহিদের মতোই তেল খুঁজছেন মো. রিপন। কৃষি মার্কেটের লাবিব স্টোরের সামনেই দেখা হয় রিপনের সঙ্গে। জাহিদের হয়তো সামর্থ্য আছে ১ হাজার টাকা দিয়ে ৫ লিটার তেল কেনার তাই মা’র সঙ্গে কথা বলে নিয়ে গেলেন। কিন্তু রিপনের সেই সামর্থ নাই, তাই দোকানের সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়ছেন।

ঢাকাপ্রকাশকে রিপন বলেন, ‌‘এপাশে খুঁজলাম নাই, আমার মহল্লায় খুঁজলাম নাই। এখানে এসে পেলাম কিন্তু মনে হচ্ছে দামটা বেশি। ৫ লিটারের দাম ১ হাজার টাকা আমার কাছে খুব বেশি মনে হচ্ছে। এটা যদি আমি ১ হাজার টাকা দিয়ে নিই তাহলে আমার চলতে সমস্যা হয়ে যাবে। এ কারণে আমি নিচ্ছি না। এখন বাসায় হয়তো বা লিটার খানেক আছে, ওটা দিয়ে সপ্তাহ খানেক যাবে। ওটা দিয়েই চলতে থাকি পরে ব্যবস্থা নেওয়া যাবে। ৫ লিটার তেল হলে আমার পরিবারে প্রায় মাস খানেক চলে যায়। রান্নার জন্য তেল তো লাগবেই। আগে হয়তো ৫ লিটার কিনতাম এখন ৪ লিটার কিনব এই আর কি’?

জাহিদ বা রিপনের দাম বাড়ানো কমানোর সঙ্গে কোনো হাত নেই। তাই বলে পেট তো আর থেমে থাকবে না। তাই দুই জনের দুইরকম পথ বেঁছে নিতে হলো। এরকম হাজার হাজার জাহিদ, রিপনরা মার্কেটে মার্কেটে ঘুরছেন। শুধু তেল আর তেল খোঁজা খুঁজি করছেন।

কৃষি মার্কেটের লাবিবা স্টোরের মালিক মো. শাহিনের কাছে জানতে চাওয়া হয়েছিল তেল আছে কি-না? তিনি বলেন, ‘আছে। ৫ লিটারের কয়েকটা বোতল আছে। দাম কত জানতে চাইলে বলেন ১ হাজার টাকা। এটা নতুন দামের তেল কি না জানতে চাইলে বলেন, নতুন পুরতান নাই, বোতলে কোন মূল্য লেখা নাই, নিলে নেবেন না, নিলে কিছু করার নাই। আমি বেশি দামে কিনেছি যেভাবে পারছি বিক্রি করছি।’

পরে সাংবাদিক পরিচয় দিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি যেভাবে কিনছি সেভাবেই বিক্রি করছি। প্রতিবেদকের সঙ্গে কথা বলতে বলতেই আরও একজন ক্রেতা এসে তেল আছে কি না জানতে চাইলে বলেন, নাই। তখন দোকানিকে বলা হয় আপনি না বললেন আছে, তাহলে দিলেন না কেন? জবাবে বলেন আরও কাস্টমার আছে না? সেও তো টাকা দিয়ে নেবে তাহলে তাকে দিলেন না কেন? এমন প্রশ্নের জবাবে বলেন, যারা নিয়মিত কাস্টমার তাদের জন্য রেখে দিয়েছি।

কয়েক মিনিট আগেও ৫ লিটারের বোতল ১ হাজার টাকা বিক্রি করলেও সাংবাদিক পরিচয় জানার পর একই দোকানি বলেন, ৯৮০, ৯৭৫ টাকা যার কাছে যেটা পারছি বিক্রি করছি। এভাবেই তেলের দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন বিক্রেতারা।

কৃষি মার্কেটের জহির উদ্দিন স্টোরের জহির ঢাকাপ্রকাশকে বলেন, আমার কাছে সয়াবিন তেল নাই। সকালে কিছু তেল ছিল বিক্রি করে দিয়েছি। আমি কোন তেল স্টকে রাখি নাই। আজকে রূপচাঁদা গ্রুপের ডিলার অর্ডার কেটে গেছে রাতে তেল পেলে সকালে দিয়ে যাবে বলেছেন। কত কার্টুন তেল অর্ডার করলেন জানতে চাইলে বলেন, ৫ কার্টুন দেবে বলছে। এই মার্কেটে ১০ কার্টুন তেল হলে এক সপ্তাহ ভালোভাবে চলত। আসলে তেলের নতুন দাম লাগলেই বাজারে আর সংকট থাকবে না।

কৃষি মার্কেটের পর মোহাম্মদপুর টাউনহল মার্কেটে অন্তত ৫ টি দোকান ঘুরেও সোয়াবিন তেল পাওয়া যায়নি। টাউনহল মার্কেটে পরনে পাঞ্জাবি মুখ ভর্তি দাড়ি এক ভদ্রলোককে দোকানে দোকানে জানতে চাইতে শোনা যায় দুই লিটারের বোতল আছে? সব দোকান থেকে না বলায় এক দোকানে গিয়ে দেখি তিনি তেল নিয়েছেন দুই লিটার। তবে বোতল না প্যাকেট তেল নিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই ভদ্রলোক ঢাকাপ্রকাশকে জানান, কি করার তেল লাগবে বাসায়। দুই প্যাকেট তেল নিয়ে নিলাম। আপনার যদি লাগে নিয়ে নেন, বোতল পাবেন না। তার কথা অনুযায়ী তেল কেনার জন্য কয়েক দোকান খুঁজে তেল পাওয়া যায়নি।

ঈদের আগ থেকে বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে তেল নিয়ে ডিলার, সরবরাহকারী প্রতিষ্ঠান ও পাইকারি বিক্রেতাদের মধ্যে চলে চোর পুলিশ খেলা। ডিলাররা বলে তেল পাচ্ছি না, তাই মার্কেটে দিতে পারছি না। অন্যদিকে পাইকারি ও খুচরা বিক্রেতারা বলেন তেল নাই কাস্টমারকে দেব কিভাবে? চারদিক থেকে অভিযোগ উঠেছিল দাম বাড়ানোর জন্যই এই সংকট সৃষ্টি করা হচ্ছে।

ব্যবসায়ীদের আবদারে অবশেষে বাণিজ্য মন্ত্রণালয় থেকে লিটার প্রতি ৩৮ থেকে ৪৪ টাকা বাড়িয়ে নতুন দামে নির্ধারণ করে দেওয়া হয়। বর্ধিত দামে ৬ মে শুক্রবার থেকেই বাজারে তেল থাকার কথা। কিন্তু গত দুই দিন মার্কেটে তেল নেই বলে জানান ব্যবসায়ীরা। তাদের দাবি নতুন দামের লেবেল বোতলের গায়ে লাগলে বাজারে এই সংকট থাকবে না।

তেল নিয়ে এই কারসাজির জবাবে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ঢাকাপ্রকাশকে বলেন, আগামীকাল (ররিবার) থেকে আমাদের টিম মাঠে নামবে। ঈদের বন্ধের কারণে সব কিছু ঝিমিয়ে পড়েছিল। যে কারণে অনেকেই সুযোগ নিয়েছে। রবিবার থেকে ভোক্তা অধিকারের টিম মাঠে নামবে; আশা করি পরিস্থিতি ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, ঈদের বন্ধের সময় মিলের উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকার কারণে একটা সংকট তৈরি হয়েছে। আগামী দুই তিন দিনের মধ্যে সংকট কেটে যাবে বলে আশা করি। দাম আর কমবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই বলা যাচ্ছে না। তবে আমরা দেশে এবং বিদেশ থেকে আমদানি ও সরবারহ নিশ্চিতের উপর জোর দিচ্ছি।

বাণিজ্য সচিব বলেন, যারা এখন বেশি দামে তেল কিনছেন তার সুনির্দিষ্ট দোকোনের নাম ঠিকানা দিয়ে ভোক্তা অধিকারে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএম/

Header Ad
Header Ad

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি

বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও এ নোটিশ দিয়ে সংহতি জানিয়েছে গাজার পক্ষে। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি চলছে। গত রাতেই ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও এ নোটিশ দিয়ে সংহতি জানিয়েছে গাজার পক্ষে।

রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় আর কলেজগুলোর সামনে বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও গাজায় হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। একই ঘটনায় রাজধানীর বিজয় নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় সোমবার জেনারেল স্ট্রাইকে দেশবাসীকে অংশ নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আজকের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও।

Header Ad
Header Ad

যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিরলস হামলা চালাচ্ছে ইসরায়েল। বর্বর ও নির্বিচার এই হামলার মধ্যেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে তারা।

একইসঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে দেওয়া হয়েছে সাধারণ ধর্মঘটের ডাক। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে দেখা করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের মতে, নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে আলোচনা করবেন। এতে বলা হয়েছে, “গাজায় চলমান যুদ্ধ এবং হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের অবসানের দাবির পরিপ্রেক্ষিতে উইটকফের উপস্থিতি ‘ইসরায়েলি বন্দি মুক্তির ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে’।”

সংবাদপত্রটি জানিয়েছে, নেতানিয়াহু এবং ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাথেও দেখা করবেন। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড মূলত ট্রাম্পের শুল্ক নীতির তত্ত্বাবধান করেন। গত বুধবার উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতির কারণে অন্যান্য দেশের সাথে ইসরায়েলের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপের পর মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বসতে চলেছেন নেতানিয়াহু।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, রোববার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী দুই দিন ধরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সাথে তাড়াহুড়ো করে নির্ধারিত বৈঠক করবেন।

বৈঠকগুলোতে মূলত গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং জিম্মিদের বিষয়ে আলোচনা করা হবে, যাদের মধ্যে ৫৯ জন এখনও গাজায় বন্দি রয়েছেন। সেইসাথে ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়েও আলোচনার কথা রয়েছে। সফরের কথা ঘোষণা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নেতানিয়াহু রোববার বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন।

এদিকে নেতানিয়াহুর এই সফর মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হওয়ার কথা থাকলেও ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, এই সফরের সময়সীমা বাড়ানো যেতে পারে। গত সপ্তাহে নেতানিয়াহু, ট্রাম্প এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মধ্যে ত্রিপক্ষীয় কথোপকথনের পর এই সফরের পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গেছে।
টাইমস অব ইসরায়েল বলছে, স্ত্রী সারাকে নিয়ে ওয়াশিংটনে পৌঁছানোর পরেইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিমানবন্দর থেকে কাফেলা নিয়ে ব্লেয়ার হাউসের দিকে যান। সেখানে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাথে তার দেখা করার কথা ছিল।

আনাতোলু বলছে, ইসরায়েলের প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর সফর এমন এক সময় এলো যখন তেল আবিব গাজা উপত্যকায় মারাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে। ২০০৩ সালের অক্টোবর থেকে নির্বিচার হামলায় অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ৫০ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন।

গত সপ্তাহান্তে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। ফিলিস্তিনি এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে।

Header Ad
Header Ad

রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত

ছবি: সংগৃহীত

রাজশাহীর খড়খড়িতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশত বাস যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন- নাসিম মিজান ও জুয়েল।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দুটি বাস নিয়ে প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন। রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় আরেকটি বাস এসে ধাক্কা দেয়। একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

স্থানীয় লোকজন ও দমকল বিভাগের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জানান, নিহত তিনজনের মধ্যে ২ ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি
যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু
রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত তিন, আহত অর্ধশত
পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে আগুন, নিহত ১
ইসরাইলি বসতিতে হামাসের মুহুর্মুহু রকেট হামলা (ভিডিও)
আমরা গাজায় আরও তীব্র হামলা চালাব: ইসরায়েলি প্রধানমন্ত্রী
নওগাঁয় আকাশ থেকে পড়ল বিরল আকৃতির শীলা, আতঙ্কিত এলাকাবাসী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙল বিয়ে
গাজায় ইসরায়েলের গণহত্যায় ছাত্রদলের নিন্দা ও কর্মসূচি ঘোষণা
দপ্তর হারালেন স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দিন
বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক
শুল্ক নিয়ে ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে চিঠি দেবে বাংলাদেশ: প্রেস সচিব
দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে এডিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের পরিদর্শন
ফেসবুকে নির্বাচনের কথা লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে: ইশরাক
গাজায় গণহত্যার প্রতিবাদ: ক্যাম্পাসে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক
যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না: অর্থ উপদেষ্টা
বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার
এসএসএফের সাবেক ডিজি ও তার স্ত্রীর ফ্ল্যাট-জমি জব্দ, ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন