রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সারাদেশে ফের সক্রিয় অনলাইন জুয়া চক্রের সদস্যরা

সারাদেশে ফের সক্রিয় হচ্ছে অনলাইনে জুয়া চক্রের সদস্যরা। জুয়া খেলার নামে সাধারণ মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে এ চক্রটি। সম্প্রতি এই চক্রের বেশকিছু সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও থেমে নেই তাদের কার্যক্রম। ‌ঈদকে সামনে রেখে আরও বেপরোয়া হয়ে উঠেছে এ চক্র।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কয়েকবার এই চক্রের সদস্যরা গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের পর তারা জেল থেকে বের হয়ে এসে এবং কৌশল পরিবর্তন করে তারা আবারও এসব অপরাধের সঙ্গে যুক্ত হয়। আমাদের কাছে নতুন রূপে তথ্য এসেছে ঈদকে সামনে রেখে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।

অনলাইন জুয়া এবং মোবাইল ফোন দিয়ে কার্ড ও লুডু খেলে প্রায় তিন লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন মহাখালী এলাকার কড়াইল বস্তি রফিক মিয়া। তিনি বলেন, বস্তি এলাকার নায়েব আলী, জুনায়েদ, সোহাগসহ আমরা অনেকে এই জুয়ায় আসক্ত হয়ে কয়েক লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। ক্রিকেটের জুয়া আমরা নিয়মিত খেলতাম। তবে প্রতিজ্ঞা করেছি আর জুয়া খেলব না।

রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা গনি মিয়া। পেশায় ব্যবসায়ী ছিলেন। বনানীতে একটা হোটেলে বসে ক্রিকেট বেটিং অ্যাপের জুয়ার ফাঁদে পড়ে সর্বস্বান্ত। তিনি এখন একটি ছোট চায়ের দোকান দিয়ে কোনমতে জীবিকা নির্বাহ করছেন।

বেটিং অ্যাপে জুয়ার ফাঁদ যে শুধু শহর কেন্দ্রিক তা নয়, শহর ছাপিয়ে তা এখন দেশের আনাচে কানাচে। জুয়ার এ ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে বনশ্রীতে অন্তত শতাধিক ব্যক্তি জুয়ার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছে। আর এটি যদি পুরো রাজধানী জুড়ে হিসেবে করা যায় তবে তা হবে লক্ষাধিক। রাজধানীর অলিতে-গলিতে বিভিন্নভাবে অনলাইনে জুয়া খেলছে প্রাপ্তবয়স্ক কিশোররা।

তথ্য বলছে, বাংলাদেশে এখন আলোচিত জুয়া ক্রিকেট বেটিং। এই জুয়া এখন ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। একে কেউ বলে টাকা লাগানো, আবার কেউ বলেন বাজি। বিপিএল, আইপিএলসহ নানা খেলা চলার সময় চলে এই জুয়া বা বেটিং। বিপিএল, আইপিএল, বিশ্বকাপ, ওয়ানডে, এমনকি দেশ-বিদেশের টেস্ট খেলা ঘিরেও চলে বাজিকরদের রমরমা জুয়া। যেখানে জড়িয়ে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, যুবক ও ব্যবসায়ীসহ অনেকেই।

এমনকি সমাজের শ্রমজীবী মানুষেরা, যারা ‘দিন আনে দিন খায়’ তারাও এই জুয়ার জালে পড়ে হারাচ্ছেন কষ্ট করে জমানো সামান্য পুঁজি। এছাড়া স্কুল-কলেজের কোমলমতি ছাত্ররা বিপথগামী হচ্ছে। একইসঙ্গে জুয়ায় হার-জিতকে কেন্দ্র করে পারিবারিক ও সামাজিক অস্থিরতা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও চলে এই জুয়া বা বেটিং। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতেও দেখা যায় বেটিং এর অপশন। বেটিং এর দুটি জনপ্রিয় ওয়েবসাইট হলো বেট৩৬৫ এবং বেটওয়ে।

ক্রিকেটের জুয়া

ক্রিকেট জুয়া হয় নানাভাবে। দলের হার-জিত, পরের বলে কত রান বা ছয়-চার হবে কি না, পরের ওভারে ব্যাটসম্যান আউট হবেন কি না, একজন বোলার কত উইকেট পাবেন, ব্যাটসম্যান কত রান করবেন, দলের কত রান হতে পারে, নির্দিষ্ট দল কত রান বা উইকেটের ব্যবধানে জিতবে ইত্যাদি ছোটখাটো নানা বিষয় নিয়েই চলছে বাজি ধরা। বাজির দরও ঠিক করেন নিজেরাই। এই বেটিং বা জুয়া সাধারণত দুই দলের হার-জয়ের ওপর ধরা হয়। এই ক্ষেত্রে ভালো দল, যার জয়ের সুযোগ বেশি তার বাজির হার দুই আর অপেক্ষাকৃত দুর্বল দল এক।
এই বাজির ক্ষেত্রে বেশিরভাগ জুয়ারিই দুর্বল দলের হয়ে বাজি ধরে থাকে। কেননা এতে বিনিয়োগ কম থাকে আর লাভ বেশি। বল বাই বল বেটিং, দলের, প্রতি ওভার টস-খেলোয়াড় বুঝে যেভাবে চলে এসব জুয়া।

সবচেয়ে বেশি জুয়া হয় আইপিএল ঘিরে

ক্রিকেটবিশ্বে সবচেয়ে ধনী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের আয়োজন করা শতকোটি ডলারের লিগ আইপিএল খেলতে মুখিয়ে থাকেন খেলোয়াড়রা। ক্রিকেটবিশ্বে সবচেয়ে বেশি জুয়া হয় আইপিএল ঘিরে। গত বছরের তথ্য মতে, ভারতে জুয়ার বাজার ৬ হাজার কোটি ডলার বা ৫ লাখ ৪ হাজার কোটি টাকার। বাংলাদেশের ক্রিকেট ভারতের উচ্চতায় পৌঁছেনি। তবু বাংলাদেশের পাড়া-মহল্লা থেকে শুরু করে পাঁচতারা হোটেল পর্যন্ত সব জায়গাতেই ক্রিকেট নিয়ে বাজি চলে।

গোয়েন্দারা বলছেন, দেশে ক্রিকেট জুয়ার বাজার আনুমানিক ৭ হাজার কোটি টাকারও বেশি। যে যেভাবে পারে এই জুয়ায় লিপ্ত হয়। শুধু শহরে নয় দেশের আনাচে-কানাচে অনেকেই অনলাইন জুয়াসহ বিভিন্ন জুয়াই আসক্ত। গোয়েন্দা তথ্য বলছে, তবে সাম্প্রতি অনেক জুয়াড়িদের আইনের আওতায় আনা হয়েছে। অনলাইনে জুয়া খেলার বিষয়টি নিয়ন্ত্রণ করা হয় বেশিরভাগ দেশের বাইরে থেকে। এই জুয়া খেলার কারণে দেশের অনেক অর্থ পাচার হচ্ছে।

জানতে চাইলে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান বলেন, আমরা বিভিন্ন সাইটে প্রতিদিন ১০ থেকে ১৫ কোটি টাকার লেনদেন হতে দেখি। আইপিএল, বিপিএল ও বিশ্বকাপের সময় এর আসর থাকলে এ লেনদেন বেড়ে যায়। বেশির ভাগ জুয়া হয় ক্রিকেট নিয়ে। ফুটবলের খেলার সময়ও এই জুয়া চলে। বর্তমান প্রিমিয়ার লিগ নিয়েও জুয়াড়িদের আগ্রহ বাড়ছে। পাশাপাশি আছে বিভিন্ন দোকান, ক্লাব ও হোটেলে বসা বাজির আসর। সেখানে কত টাকা লেনদেন হয় বলা কঠিন। তবে বছরে অনলাইন জুয়ায় পাচার হয়ে যায় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার মতো। এটা ঠেকাতেই নিরলস কাজ করে চলেছি আমরা।

সিআইডির হিসাব মতে, বাংলাদেশে দিনে (১০ থেকে ১৫ কোটি টাকা) গড়ে ১২ দশমিক ৫ কোটি টাকা হিসাবে ধরে বছরে ৪ হাজার ৫০০ কোটি টাকার বেশি অবৈধ জুয়ার সাইটে লেনদেন হয়।

ক্রিকেট জুয়া তদন্তকারী গোয়েন্দাদের ধারণা, দোকান, ক্লাব, হোটেলেও এই অঙ্কের কাছাকাছি লেনদেন হয় বছরজুড়ে। সে হিসাবে অন্তত ৯ হাজার কোটি টাকার জুয়ার বাজার আছে বাংলাদেশে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, আমরা এটি নিয়ে কাজ করছি। দ্রুত এ বিষয়ে ফলাফল আসবে। কয়েকদিন আগেও জুয়ার মূল হোতাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, কয়েকটি চক্রের সন্ধান নিয়ে কাজ চলছে আশাকরি ভালো রেজাল্ট আসবে।

জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মানি লন্ডারিং নিয়ে কাজ করে সিআইডি। তারা যদি বলে দিনে জুয়ার সাইটে ১০ থেকে ১৫ কোটি টাকা অনলাইনে অবৈধ লেনদেন হচ্ছে, তাহলে তথ্যটি ঠিকই আছে মনে হয়। তিনি বলেন, আমরাও মনিটরিং করছি। এ চক্রকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এর আগে র‍্যাব অনেক জুয়াড়িদের আইনের আওতায় এনেছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে অনলাইনে জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিককালে জুয়াচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তারের করে সিআইডি। তাদের ধরার পর সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- তোফায়েল ইসলাম রাসেল, শাকিল খান, পারভেজ, সাগর ও জিয়াউল হক রনি। তারা সবাই মেধাবী। প্রত্যেকে একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করে।

জানতে চাইলে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চক্রটি বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে জুয়ায় আসক্তদের যুক্ত করে। তাছাড়া জুয়া পরিচালনাকারীরা বেকার যুবকদের অল্প সময়ে টাকা কামানোর লোভ দেখিয়ে তাদের সর্বস্ব লুটে নেয়। তারা অবৈধভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিদেশে অর্থ পাচারও করে।

তিনি বলেন, জুয়া পরিচালনার জন্য সাম্প্রতিক গ্রেপ্তারকৃত রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডলার বাই অ্যান্ড সেলিং’ গ্রুপের এজেন্ট হিসেবে কাজ করে। অন্যদিকে শাকিল রাসেলের বিশেষ সহযোগী এবং মাহিম খান (ছদ্মনাম) নামে ব্যবসায়ী হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ‘৯ উইকেট’ নামে অপর একটি অনলাইন জুয়ার ওয়েবসাইট ও বেট৩৬৫ নামের ওয়েবসাইটে অনলাইন গ্যাম্বলিং করে থাকে।

সিআইডি আরও জানায়, চক্রটি অনলাইনে জুয়া খেলে অবৈধভাবে কোটি কোটি টাকা লেনদেন করেছে। এবং অনেক টাকা বিদেশে পাচার করেছে। এ চক্রের এজেন্ট সহকারী ও পরিচালনাকারীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

কেএম/এএস

Header Ad
Header Ad

অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, ‘খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হত। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয়। তাই আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি।’

এসময় তিনি আরও বলেন, ‘ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যা হবে শহরের জন্য রোল মডেল।’

এছাড়া এদিন বর্ষার আগেই ছয়টি খালের খনন কাজ শুরু হবে উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আগে সমন্বয়ের অভাব ছিল। তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজটা শেষ করতে সময় লাগবে, তবে আমরা শুরু করে দিচ্ছি।’

প্রকল্পের অধীনে নয়, কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘খাল খনন কাজ শুরু হবে আগে। এরপর পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধারের সময় অনেক বাধা আসবে, তা সবাইকে মিলে রুখতে হবে।

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষতি করা হয়েছে। তবে এখন থেকে আমরা তা পরিবর্তন করবো।’

Header Ad
Header Ad

গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে ব্রিটিশ গোয়েন্দারা

যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে গোপনে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) কর্মকর্তারা।

তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করেন ব্রিটেনের গোয়েন্দাদের একটি দল। বাংলাদেশি কর্মকর্তারা তাদের জানিয়েছেন, তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য যোগাড় করতে সমর্থ হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেইলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে।

টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা এ চুক্তি স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকও। বলা হচ্ছে, টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন।

গোপনে বাংলাদেশে এসে তথ্য নিয়ে গেছেন ব্রিটিশ গোয়েন্দারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ব্রিটিশ গোয়েন্দা দলটি ব্রিটেনে বালাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়ত তদন্ত করতে পারে।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলে তার ১০ বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে।

বাংলাদেশি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাজ্যের এনসিএ-এর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয়। এরপর ঢাকায় অবস্থিতি ব্রিটিশ হাইকমিশন এর আয়োজন করে।

এর আগেও এনসিএ-এর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন। সেটি গত বছরের অক্টোবরে। সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে, সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন। সূত্র: ডেইলি মেইল

Header Ad
Header Ad

শেফিল্ড অভিষেকেই আলো ছড়ালেন হামজা চৌধুরী, হলেন ম্যাচসেরাও

শেফিল্ড অভিষেকেই ম্যাচসেরা হামজা। ছবি: সংগৃহীত

ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে প্রথমবারের মতো খেলতে নেমেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। পেলেন ম্যাচসেরার স্বীকৃতিও।

ডার্বি কাউন্টির মাঠ প্রাইড পার্ক স্টেডিয়ামে কাল রাতে স্বাগতিকদের ১–০ ব্যবধানে হারিয়েছে শেফিল্ড। ৪৯ মিনিটে জয়সূচক গোলটি করেছেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়েই রইল শেফিল্ড।

শেফিল্ড অভিষেকে হামজা কতটা দাপট দেখিয়েছেন,সেটা তাঁর পারফরম্যান্সের দিকে তাকালেই বোঝা যাবে। ম্যাচে বল স্পর্শ করেছেন ৬১ বার, ড্রিবলে শতভাগ সফল, নিখুঁত পাস বাড়িয়েছেন ৮০ শতাংশ, লম্বা করে বল বাড়ানোর চেষ্টায় সফল হয়েছেন চারবার, গ্রাউন্ড ডুয়েলে জিতেছেন পাঁচবার, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন তিনবার, ইন্টারসেপশন (প্রতিপক্ষের পাস দেওয়া বল আটকে দেওয়া) করেছেন দুবার। বিপরীতে ডার্বি কাউন্টির কোনো খেলোয়াড় হামজাকে ট্যাকল বা ড্রিবল করতে পারেননি।

এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটা প্রাপ্যই ছিল হামজার। ম্যাচের সেরা খেলোয়াড় বেছে নিতে শেফিল্ড ইউনাইটেডের এক্স পেজে ভোটও চাওয়া হয়েছিল। সেখানে ৭০.৫০ শতাংশ ভোট পড়েছে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজার পক্ষে। তাঁর বল নিয়ে ছোটার একটি ছবি পোস্ট করে শেফিল্ড লিখেছে, ‘অভিষেকেই পিওটিএম (প্লেয়ার অব দ্য ম্যাচ) পারফরম্যান্স।’

প্রথমবারের মতো খেলতে নেমেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

এ ম্যাচে গুগল ইউজার্সের প্লেয়ার রেটিংয়েও ৫–এর মধ্যে সর্বোচ্চ ৪.৬ পেয়েছেন হামজা। গোলদাতা ব্রেন্টন দিয়াজ পেয়েছেন ৪.৫।

ম্যাচ শেষে হামজাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ ক্রিস ওয়াইল্ডার, ‘হামজা হামজার মতোই খেলেছে। বেশ কিছু ধরে সে কোনো ধরনের ফুটবল খেলেনি। এরপরও মাঠে প্রতিটি ভূমিকায় সে চেনা ছন্দে ছিল। আমি ওকে নিয়ে আলোচনা করছিলাম, ভেবেছিলাম ৭০ মিনিট পর তুলে নিব। কিন্তু ওই সময় সে এতটা ভালো খেলছিল যে সেটা আর করা হয়নি।’

ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৩০ ম্যাচ শেষে শেফিল্ডের পয়েন্ট ৬১, শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের ৬৩। শেফিল্ডের পরের ম্যাচ আগামী শনিবার পোর্টসমাউথের বিপক্ষে।

চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দলের সরাসরি প্রিমিয়ার লিগে উত্তরণ হয়। তার মানে, এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে আবারও প্রিমিয়ার লিগে খেলবে শেফিল্ড।

এ মৌসুমে লেস্টার সিটির হয়ে বেশির ভাগ সময় হামজাকে বেঞ্চে থাকতে হয়েছে। বদলি হিসেবেও খেলার সুযোগ পেয়েছেন কমই। সম্প্রতি তাঁকে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে পাঠায় লেস্টার।

 

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: উপদেষ্টা আসিফ
গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে ব্রিটিশ গোয়েন্দারা
শেফিল্ড অভিষেকেই আলো ছড়ালেন হামজা চৌধুরী, হলেন ম্যাচসেরাও
ভাতা ও চিকিৎসার দাবিতে গণ–অভ্যুত্থানে আহতদের রাস্তায় ব্যারিকেড
আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি
সরকারে থেকে দল গঠন করলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
বাংলাদেশের ‘দারিদ্র্য’ নিয়ে প্রতিবেদনে নিজ দেশেরই ছবি প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘হিজাব র‍্যালি’
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
প্রতিটি ডলারের পাল্টা জবাব দেওয়া হবে: ট্রাম্প শুল্ক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী প্রার্থী  
সেই ইমনের ব্যাটে চড়েই কোয়ালিফায়ারে চিটাগাং
সুুষ্ঠু নির্বাচনে বাঁধা দিলে বিচারের মুখোমুখি হতে হবে: জামায়াতের নায়েবে আমির
নওগাঁয় বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর
বই ছাপানোর আগে বাংলা একাডেমি পড়তে দেয়া হাস্যকর : ফারুকী    
ঈদ পর্যন্ত মাকে নিজের কাছে রাখতে চান তারেক রহমান  
মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এক তরুনীর দুলাভাই হাসপাতালে  
বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, জানালো বিসিবি  
ইজতেমায় গেলেন হাসনাত আবদুল্লাহ, কুশল বিনিময় করলেন মামুনুল হকের সাথে  
ট্রাম্পের প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল-খসরু