রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ইজতেমার মুসল্লি সেজে মাদক পাচারের চেষ্টা, যুবক আটক

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে ইজতেমার উদ্দেশ্যে নিয়ে ছেড়ে যাওয়া মুসল্লিদের একটি রিজার্ভ বাসে মুসল্লি সেজে মাদক পাচারের সময় আঙুর হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার। এর আগে গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে ছদ্মবেশে বিশ্ব ইজতেমার রির্জাভ বাসে মুসল্লি সেজে মাদক নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে ওই বাসের মুসল্লিদের সহায়তায় নাগেশ্বরীর আঙ্করনগর (নতুন বাজার) গ্রামের মাদক কারবারি আঙুর হোসেনকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি ছদ্মবেশে বিশ্ব ইসতেমার বাস ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিল। কিন্তু মুসল্লিদের সহায়তায় নাগেশ্বরী থানা পুলিশের একটি টিমের অভিযানে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

Header Ad
Header Ad

হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান

হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান। ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি তার নতুন প্রেমিকা গৌরী স্প্রাটকে নিয়ে প্রকাশ্যে এলেন। কয়েকদিন আগেই নিজের ৬০তম জন্মদিনে প্রেমের ঘোষণা দিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনার ঝড় তোলা এই অভিনেতাকে এবার দেখা গেল গৌরীর সঙ্গে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, উৎসবের মঞ্চে ছবি তোলার আগে আমির খানের দিকে হাত বাড়িয়ে দেন গৌরী। এরপর হাতে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দেন দু’জন। তাদের সঙ্গে ছিলেন চীনা অভিনেতা শেন টেং ও মা লি।

অনুষ্ঠানে আমির খান পরেছিলেন কালো কুর্তা ও সাদা পায়জামা, সঙ্গে ছিল কালো ও সোনালি রঙের শাল। গৌরী ছিলেন হালকা সাজে, শিফনের শাড়ি আর চোখে চশমা—দেখাচ্ছিলো অনবদ্য।

 

ছবি: সংগৃহীত

গত মাসে এক সাক্ষাৎকারে আমির জানান, গৌরী ব্যাঙ্গালুরুর মেয়ে এবং তারা একে অপরকে চেনেন দীর্ঘ ২৫ বছর ধরে। তবে প্রেমের সম্পর্কের শুরু মাত্র দেড় বছর আগে। এই সম্পর্ক নিয়ে কোনো লুকোচুরি নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন আমির।

সম্প্রতি তাদের একসঙ্গে মুম্বাইয়েও দেখা গেছে, যা নিশ্চিত করেছে এই জুটির নতুন সম্পর্কের পথচলা আরও দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

Header Ad
Header Ad

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ চেম্বার আদালতের

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১৩ এপ্রিল) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতির আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে গত ৯ এপ্রিল হাইকোর্ট শারমিন তামান্নার আগাম জামিন মঞ্জুর করেছিল। বিচারপতি মো. মাহবুব উল আলম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার স্ত্রী শারমিন ফেসবুক লাইভে এসে বলেন, ‘কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো।’ ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি প্রতিপক্ষকে হুমকিও দেন।

সাজ্জাদের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। তিনি গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং পালিয়ে যান। এরপর ২৯ জানুয়ারি পুলিশ তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। গ্রেপ্তারের পরপরই চট্টগ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে, যেখানে পুলিশের ধারণা অনুযায়ী, সাজ্জাদ ও প্রতিপক্ষ সরোয়ার হোসেনের দ্বন্দ্ব ছিল কেন্দ্রবিন্দু।

গত ১ এপ্রিল নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম চট্টগ্রামের বাকলিয়া থানায় মামলা করেন। সেখানে সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে হুকুমের আসামি করা হয়। আদালতের আদেশে এখন শারমিন তামান্নাকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে।

Header Ad
Header Ad

প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে এক লাখ রুপি দেবে পিএসএল-এর দল মুলতান সুলতানস

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করেছে মুলতান সুলতানস। দলটি ঘোষণা দিয়েছে, প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের সহায়তায় ১ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪৩ হাজার বাংলাদেশি টাকা) করে অনুদান দেবে তারা।

শনিবার (১২ এপ্রিল) করাচি কিংসের বিপক্ষে প্রথম ম্যাচেই ১৫ লাখ রুপি সংগ্রহ হয়েছে এই উদ্যোগে। ম্যাচটিতে মুলতানের ব্যাটাররা হাঁকিয়েছেন ৮টি ছক্কা এবং উইকেট পেয়েছেন ৭টি। মালিক আলি খান তারিন এক ভিডিও বার্তায় জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার পিএসএলের মাধ্যমে ফিলিস্তিনকে সাহায্য করব। এই উদ্যোগ মূলত শিশুদের জন্য।”

মাঠের খেলায় শুধু মালিক নয়, খেলোয়াড়রাও এই উদ্যোগে শামিল হয়েছেন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান টসের সময় বলেন, “আমরা চাই, আমাদের প্রতিটি চার, ছক্কা ও উইকেট যেন গাজার শিশুদের জন্য কিছু করে যেতে পারে।”

মুলতান সুলতানস প্রথম ম্যাচে করাচির বিপক্ষে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রানের বিশাল স্কোর গড়ে। অধিনায়ক রিজওয়ান নিজেই মেরেছেন ৫টি ছক্কা ও ৯টি চার, করেছেন ৬৩ বলে ১০৫ রান। যদিও শেষ পর্যন্ত মুলতান জয় পায়নি, তবে ম্যাচে দলটির সহানুভূতির ছোঁয়া ছড়িয়ে পড়ে দর্শকদের হৃদয়ে।

পিএসএলে মুলতান আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে। ফলে ফিলিস্তিনের জন্য এই দানের পরিমাণ আরও বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ চেম্বার আদালতের
প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে এক লাখ রুপি দেবে পিএসএল-এর দল মুলতান সুলতানস
পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
সারা দেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক চৌধুরী
বাংলাদেশে তিনটি বড় হাসপাতাল নির্মাণ করতে চায় চীন
গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে আছে সম্পৃক্ততা
আজ থেকে সৌদিতে ওমরাহ উদ্দেশ্যে প্রবেশে নিষেধাজ্ঞা, হজ পর্যন্ত কার্যকর
ভারতে স্যুটকেসে প্রেমিকাকে হোস্টেলে নিতে গিয়ে ধরা, ভিডিও ভাইরাল
বাংলাদেশি পাসপোর্টে ‘ ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো: আইন উপদেষ্টা
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানাল পিএসসি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ৮ আগস্ট
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে
ঢাকা মেডিকেল ইন্টার্নদের নতুন সভাপতি ডা. মিশু, সম্পাদক ডা. নাদিম