এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় যুবক কারাগারে
কুড়িগ্রামের রাজারহাটে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় সুমন রহমান নামে এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটক সুমন উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ররিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গেরডাবরীহাট স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষাকেন্দ্রে হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মো. ইসরাফিল হোসেনের পরিবর্তে সুমন রহমান নামে এক পরীক্ষার্থী অংশ নেয়। তাকে সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করেন কক্ষ পরিদর্শক। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ওই পরীক্ষাকেন্দ্র থেকে সুমনকে গ্রেপ্তার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বদলি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসজি