হিলি সীমান্তে দুই বাংলার সম্প্রীতির মিলনমেলা
দিনাজপুরের হিলি সীমান্তে হয়ে গেলো অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ভাষাপ্রেমীদের সম্প্রীতির মিলনমেলা। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সীমান্তের শূন্য আঙিনায় (মুক্তিযোদ্ধা স্কয়ার) অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত এবং ভারতের বালুরঘাট উজ্জীবন সোসাইটি ও বালুরঘাট-মেঘালয় করিডোর কমিটি, রেইনবো সোসাইটি এই ভাষা দিবসের আয়োজন করে।প্রতি বছর বড় পরিসরে দুই বাংলার মিলনমেলা হলেও এবার ছোট পরিসরে আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, পৌরসভা, স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সংবাদকর্মীরা।
ভারতের বালুরঘাট উজ্জীবন সোসাইটির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক উত্তরে রোববার পত্রিকার প্রকাশক সুরজ দাস বলেন,অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হিলি শূন্যরেখায় দুদেশ মিলে আয়োজন হলো। এখনো অনেক মানুষ মুখোশ পরে আছে। আমাদের আরও সোচ্চার হতে হবে।
সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, দুই বাংলার ভাষার সংস্কৃতি এক। সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দুদেশের ভাষার বন্ধন থেকে আমাদের কেউ ছিন্ন করতে পারবে না। তাই প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষার ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে হিলি সীমান্তে এ আয়োজন হয়েছে। দিনটির জন্য বাংলাভাষী মানুষরা অপেক্ষায় থাকেন।
এএজেড