ফেব্রুয়ারী মাসে কোটি টাকার ফুল বিক্রির আশা ব্যবসায়ীদের
করোনা মহামারির পর রংপুর নগরীতে জমে উঠেছে ফুলের ব্যবসা। ব্যাপক চাহিদা থাকায় দামও অনেক বেশি। নগরী ছাড়াও আশপাশের জেলা-উপজেলায় চলছে রমরমা ফুলের ব্যবসা। তাই বিশ্ব ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারী মিলিয়ে এই মাসে এক কোটি টাকার ফুল বিক্রির আশা ফুল ব্যবসায়ীদের।
নগরীর ফুল ব্যবসায়ীরা বলছেন, এখন আর আগের মতো জবা, গাঁদা কিংবা লাল গোলাপ নয়, সব ধরনের ফুলের চাহিদা বেড়েছে। মানুষের রুচির পরিবর্তন ঘটেছে। বিদেশি ফুল টিউলিপ ৫০-১৫০ টাকা, লিলি ৮০-১২০ টাকা, থাই গোলাপের ২০-৫০ টাকা, মাথার গাউন ১৫০-২০০ টাকা, গাদা ফুলের মালা ৭০-৮০ টাকা, রজনী গন্ধার তোরা ৭০-৯০ টাকা উপর দরে বিক্রি হচ্ছে।
রংপুর নগরীর পুলিশ লাইন্স, হনুমান তলা মোড়, নিউ ইঞ্জিনিয়ার পাড়া এলাকায় ব্যবসায়ীরা বসিয়েছে অর্ধশতাধিক রকমারী ফুলের দোকান।বিভিন্ন ফুলের দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দেশি ফুলের পরিবর্তে বিদেশি ফুলের চাহিদা অনেক বেশি ফুল প্রেমিদের।
নগরীর পুলিশ লাইনস মোড় এলাকার ফুল ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, আগে শাপলা, গাঁদা, লাল গোলাপ ফুল দিয়ে মাথায় টোপর বানিয়ে পরা,হাতে ফুলের চুড়ির মতো করে পরা কিংবা লাল গোলাপের চাহিদা বেশি ছিল। এখন ক্রেতাদের পছন্দ বিদেশি ফুল টিউলিপ, লিলি, থাই গোলাপ। ব্যবসায়ীরা বিভিন এলাকার ফুল চাষীদের থেকে বিভিন্ন ধরনের ফুল কিনে এনেছে।
একই কথা জানালেন কয়েকজন ফুল ব্যবসায়ী। তারা জানান, এবার লাল গোলাপের পাশাপাশি সাদা ও অন্য রঙয়ের গোলাপ ফুল, রঙিন শাপলা, লিলি, টিউলিপের ব্যাপক চাহিদা রয়েছে। বেশি দামে ফুল কিনতে হয়েছে বলে বেশি দামে বিক্রিও করতে হচ্ছে।
রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বিথী পারভীন, সানজিদা পারভিন বলেন,আমার প্রিয়জনকে এই দিবস উপলক্ষে ফুল উপহার দিতে বাহারি ফুল কিনতে এসেছি। এবার দাম আগের চেয়ে ২/৩ গুণ বাড়তি। দিবসটিকে ঘিরে কিনতে হচ্ছে ফুল প্রিয় জনের জন্য।
ছোট বোনের জন্মদিন উপলক্ষে ফুলের তোড়া কিনতে এসে বিপাকে পড়েন নগরীর মাহিগঞ্জ থেকে আসা হাবিব আহম্মেদ। তিনি জানান, এ বাজারে বিদেশি ফুলের দাম অনেক বেশি তবুও কিনতে হচ্ছে।
এ ব্যাপারে রংপুর নগরীর ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, এবার বিশ্ব ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারীসহ মাসব্যাপী নানান আয়োজনে ফুলের চাহিদা বাড়ায় কোটি টাকার ফুল বিক্রি হবে।
এসআইএইচ