বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

কর্মকর্তার বদলি বাতিলের দাবি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের

এক সময়ের অচেনা হাসপাতালকে সবার কাছে পরিচিত এবং স্বাস্থ্য সেবায় আমূল পরিবর্তন করে সকলের কাছে পরিচিত হয়ে উঠেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ। হঠাৎ ওই কর্মকর্তার বদলি মেনে নিতে পারছেন না হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। সম্প্রতি তার বদলি আদেশ দেন স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা এ কর্মকর্তার বদলি বাতিল করে স্বপদে বহাল রাখার জোর দাবি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট।

শতাধিক কর্মকর্তা ও কর্মচারীর স্বাক্ষরিত একটি আবেদন মহা-পরিচালকের নিকট পাঠানো হয়েছে। যার অনুলিপি সমাজকল্যাণ মন্ত্রীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

জানা গেছে, ডা. তৌফিক আহমেদ এই হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে হাসপাতাল, আবাসিক কোয়ার্টারের সৌন্দর্য্য ও নিরাপত্তা বৃদ্ধি, রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধের সরবরাহ নিশ্চিতকরণ, রোগীদের এসি অ্যাম্বুলেন্সের সংস্কার করা, গ্যারেজ নির্মাণ, লেবার ওয়ার্ড নির্মাণ, আধুনিক কনফারেন্স রুম, অফিস রুম, হাসপাতালের যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা, পুরো হাসপাতাল ও আবাসিক কোয়ার্টারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছেন। তিনি সার্বক্ষণিক হাসপাতালের ক্যাম্পাসে অবস্থান করে পুরো ক্যাম্পাসকে এবং ক্যাম্পাসের আবাসিকদের নিজ পরিবারের মতো আগলে রাখেন।

এক সময় হাসপাতালটি ভূতুড়ে অবস্থা ও মাদকসেবীদের আস্তানা ছিল। সেবার মান নিয়ে হাজারও প্রশ্ন ছিল এলাকাবাসীর। তিনি যোগদানের পর থেকে পাল্টাতে থাকে এসব চিত্র। কিন্তু একটি চক্র এই কর্মকর্তার কাছে অবৈধ সুযোগ-সুবিধা না পাওয়ায় চক্রটি তার বিরুদ্ধে প্রতিনিয়ত নানা ধরনের হয়রানি করেই আসছেন।

এদিকে সরেজমিনে হাসপাতাল ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় হাসপাতালের প্রশাসন শাখায় সেবা গ্রহণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। সেই সাথে হেনস্তারও শিকার হতে হতো। এখন সেবায় গতিশীলতার পাশাপাশি স্টাফদের জিম্মি করে তাদের কাছ থেকে সকল প্রকার অবৈধ লেনদেন প্রক্রিয়া বন্ধ করেছেন প্রশাসন।

আদিতমারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হক বলেন, বিগত বছরগুলোতে যারা বিভিন্ন রকমের অবৈধ সুযোগ-সুবিধা নিত তারা সেগুলো থেকে বঞ্চিত হওয়ায় একটি চক্র কিছুদিন ধরে হাসপাতালটিকে অস্থিতিশীল করে তুলেছেন।

তিনি আরো বলেন, এ চক্রটির বিরুদ্ধে যুদ্ধ করে হাসপাতালের সেবার মান ঠিক রাখাই কাল হয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদের জন্য । তিনি এ কর্মকর্তার বদলি বাতিল করে স্বপদে বহাল রাখার দাবি জানান।

এ প্রসঙ্গে আদিতমারী হাসপাতালের অফিস সহায়ক শফিক সুজা ও মাইদুল ইসলাম বলেন, অপশক্তির হাত থেকে আমাদের স্যারের বিরুদ্ধে স্থানীয় গুটিকয়েক স্বার্থান্বেষী মহলকে সাথে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করে আসা হচ্ছে।

তারা আরো বলেন, তাকে বদলি করা হলে আমরা স্থানীয়ভাবে অভিভাবকহীন হয়ে যাব। একই সাথে প্রশাসনিক সেবাতেও আমরা মারাত্মক হুমকির সম্মুখীন হব।

হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট মাহফুজ আলম বলেন, আবাসিক কোয়ার্টারে থাকা থেকে শুরু করে বেতন ভাতা, বিভিন্ন প্রকার বিল, প্রশিক্ষণ ভাতা, ভ্রমন ভাতা ইত্যাদি সকল ক্ষেত্রেই জটিলতার আশঙ্কা করছি।

তাই দ্রুত এ কর্মকর্তার বদলি বাতিল করে স্বপদে বহাল রাখার জন্য জোর দাবি জানান তারা।

এদিকে ডা. তৌফিক আহমেদ হাসপাতালে যোগদানের পর থেকে পুরো উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের জনগণের সাথে সম্পর্ক বজায় রেখে এই হাসপাতালকে একটি মডেল হাসপাতালে রূপান্তরিত করেছেন।

বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা বলেন, আমার দেখা এবং জানা মতে ডা. তৌফিক একজন ভালো মানুষ। তার হাত ধরে হাসপাতালের সেবার আমূল পরিবর্তন হয়েছে। তিনি এ কর্মকর্তার বদলি বাতিল করে স্বপদে বহাল রাখার জোর দাবি করেছেন।

এ ব্যাপারে আদিতমারী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ বলেন, চাকরি করলে বদলি হবে এটাই নিয়ম।

তিনি আরও বলেন, এখানকার একটি চক্র হাসপাতালটির পরিবেশ বিনষ্ট করার জন্য সবসময় লেগেই আছেন। আর এ চক্রটির কারণে অনেক ভালো কাজ করার ইচ্ছে থাকলেও তা সম্ভব হয় না।

তৌফিক আহমেদ বলেন, চেয়েছিলাম হাসপাতালটিকে একটি মডেল হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করব। কিন্তু মনে হয় আর সম্ভব হচ্ছে না।

এসআইএইচ

Header Ad
Header Ad

ড. এস. এম. জাহাঙ্গীর আলমকে দুদকের মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ

ড. এস এম জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ড. এস. এম. জাহাঙ্গীর আলমকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (চুক্তিভিত্তিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পূর্বে জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ প্রজ্ঞাপনে জানানো হয়, ড. এস. এম. জাহাঙ্গীর আলমকে আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক হিসেবে দুর্নীতি দমন কমিশনে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

ছবি: সংগৃহীত

এ আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শবনম জামিলা, উপসচিব, কর্তৃক জারি করা হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই চুক্তিভিত্তিক নিয়োগ জনস্বার্থে গুরুত্বপূর্ণ এবং তা অবিলম্বে কার্যকর হবে।

Header Ad
Header Ad

মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির জোড়া গোলের ম্যাজিকে আরও একবার উদ্ধার পেল ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে শুরুতে এক গোল পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্রের এই ক্লাব।

প্রথম লেগে ১-০ গোলে হেরে যাওয়া মায়ামি দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটেই গোল হজম করে বসে মায়ামি। এলএএফসির ডিফেন্ডার অ্যারন লংয়ের গোলে অ্যাগ্রিগেট স্কোরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। তখন মনে হচ্ছিল, সেমিফাইনালে পৌঁছানো কঠিন হয়ে যাবে মেসিদের জন্য।

তবে ম্যাচের ৩৫তম মিনিটে দলের হয়ে সমতা ফেরান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ইন্টার মায়ামি। ৬১তম মিনিটে অ্যালেনের পাস থেকে রেদোনদো গোল করে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরান। যদিও অ্যাওয়ে গোলের নিয়মে তখনও এগিয়ে ছিল এলএএফসি।

৬৭ মিনিটে লুইস সুয়ারেজ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তবে ৮৪তম মিনিটে পেনাল্টি পায় মায়ামি এবং সেখান থেকে মেসি গোল করে দলকে এগিয়ে দেন।

ম্যাচের শেষ দিকে গোলরক্ষক অস্কার দুটি দুর্দান্ত সেভ করে জয় নিশ্চিত করেন। ফলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালে উঠে যায় মায়ামি।

এখন সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হতে পারে মেক্সিকান ক্লাব পুমাস অথবা এমএলএসের কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

Header Ad
Header Ad

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

ইমানুয়েল ম্যাঁক্রো। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যেই এই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। বুধবার (৯ এপ্রিল) ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-৫ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ম্যাঁক্রো বলেন, “আমাদের অবশ্যই (ফিলিস্তিনকে) স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব।” তিনি আরও জানান, আগামী জুনে নিউইয়র্কে জাতিসংঘের একটি কনফারেন্সে ফ্রান্স এই স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে চায়। কনফারেন্সে সৌদি আরবসহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বসে বিষয়টি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে ফ্রান্সের।

তিনি জোর দিয়ে বলেন, “আমি কাউকে খুশি করার জন্য এটি করছি না। আমি এটি করব, কারণ আমি মনে করি এক সময় এটি সঠিক হবে। আমি এমন একটি যৌথ গতিশীলতার অংশ হতে চাই, যেখানে যারা ফিলিস্তিনকে সমর্থন করেন, তারা এর বিপরীতে ইসরায়েলকেও স্বীকৃতি দেবেন, যদিও এখনো অনেকেই তা করেন না।”

বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্স যদি সত্যিই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে এটি দেশটির পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনকে দুটি আলাদা রাষ্ট্র হিসেবে গঠনের পক্ষে অবস্থান জানিয়ে এলেও এতদিন তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।

ফ্রান্সের এই সম্ভাব্য সিদ্ধান্তের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা নতুন মোড় নিতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ড. এস. এম. জাহাঙ্গীর আলমকে দুদকের মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
মেসির জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি, রাজধানীতে ব্যাপক প্রস্তুতি
ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল সৌদি আরবে পড়েছে, লক্ষ্য ছিল ইসরায়েল
সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জন উদ্ধার, আটক ১২ পাচারকারী
পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ, ৯০ দিনের জন্য শুল্ক থাকছে ১০ শতাংশ
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮, নিখোঁজ ৩৪
শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন: ট্রাম্প
রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই চাঁদাবাজ নিহত
সাবেক মেয়র তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন
টাঙ্গাইলে ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধদের নামাজ আদায়
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ড. খলিলুর রহমান
ভারতে ৫ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী
বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত
২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
১৬২ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
বিমানে সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করলেন ভারতীয় মাতাল যাত্রী!
এ বছর ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার
আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি