বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠাংঝাড়া সীমান্তবর্তী অসহায় জনসাধারণের মাঝে মেডিক্যাল ক্যাম্পের এর মাধ্যমে রংপুর ব্যাটালিয়ন (৫১বিজিবি) আওয়াতাধীন রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মধ্য ঠাংঝাড়া সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করেন বিজিবি। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকসহ রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অভিজ্ঞ চিকিৎসা সহকারীগণ চিকিৎসা সেবা প্রদান করেন।
এসম উপস্থিত ছিলেন, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ওএফএম আজমল হোসাইন খাঁন,সহকারী পরিচালক মো: ওমর খসরু,ঠাংঝাড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হারুন অর রশিদ,পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহিনুর রহমান সাগর প্রমুখ। এসময় সীমান্তবর্তী এলাকার প্রায় পাঁচ শতাধিক শিশু ও নারী-পুরুষ বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
এএজেড
