পচা-বাসি খাবার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বাসি-ময়লা দুর্গন্ধযুক্ত খাবার, গরুর খাওয়া লবণ দিয়ে তরকারি রান্না ও পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকা এবং মরিচ ও হলুদে ভেজাল থাকায় নীলফামারীর ডোমারে দুটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের দুটি হোটেলকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অভিযানে সহায়তা করেন ডোমার থাকা পুলিশের একটি টিম।
প্রতিষ্ঠান দুটি হলো- শহরের রেলগেট সংলগ্ন মুন্সির হোটেল ও মায়া মার্কেটে ভাই ভাই হোটেল।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, রেলগেট সংলগ্ন মুন্সির হোটেলে বাসি জিলাপি ও মাছ বিক্রি, খোলা লবণ, মরিচ ও হলুদে ভেজাল থাকায় এবং পচা আলু, রসুন ও পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করার অপরাধে ৫ হাজার টাকা ও মায়া মার্কেটে ভাই ভাই হোটেলে একই অভিযোগে ভোক্তা অধিকার আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে তারা জরিমানার টাকা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসজি
