চতুর্থ দিনেও নিখোঁজদের সন্ধানে করতোয়ায় অভিযান
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনেও নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে অভিযানে নামলেও এখন পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেননি তারা।
গতকাল মঙ্গবার (২৭ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়রা।
এদিকে লাশের খোঁজ করতে মাড়েয়া বামন হাট ইউনিয়ন পরিষদের হেল্প ক্যাম্পে ভিড় করছেন নিখোঁজদের স্বজনরা। উদ্ধার হওয়া লাশের ছবি টানানো হয়েছে ক্যাম্পে। ছবি দেখে লাশ শনাক্ত করে উদ্ধার হওয়া জায়গায় ছুটছেন তারা।
এ ব্যাপারে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় জানান, মূলত নারী এবং শিশুরা সাঁতার না জানার কারণে তারা তৎক্ষণাৎ ডুবে যায়। পুরুষদের মধ্যে বেশিরভাগই সাঁতার কেটে নিরাপদে চলে আসে।
তিনি আরো জানান , এখন পর্যন্ত ৬৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরো রয়েছে। একজন উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলতে থাকবে।
জেলা প্রশাসন জানায়, নিহতদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ লাখ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার এবং জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে।
প্রসঙ্গত, রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় মহালয়া পূজা উপলক্ষে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে নৌকা দিয়ে করতোয়া নদী পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে একটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এসআইএইচ