কাগজে-কলমেই আউলিয়া ঘাটের ব্রিজ, বাস্তবে নেই
পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাটে করতোয়া নদীতে নৌকা ডুবে এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। অথচ এই ঘাটে ব্রিজ নির্মাণের দাবি অনেক আগে থেকেই। স্থানীয়রা জানান, কাগজে-কলমেই আউলিয়া ঘাটের ব্রিজ, বাস্তবে নেই।
তারা জানান, গত বছর রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ঘাটটি পরিদর্শন করে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারও আগে ২০১৮ সালের ২৩ জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল আউলিয়া ঘাট এলাকায় পানি ও নদীর গতিপথ নির্ণয় ও সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেছিলেন।
স্থানীয়রা আরও জানান, প্রতিবছর বদেশ্বরী মন্দিরে মহালয়ার দিনে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়। জনশ্রুতি রয়েছে, সীতার ১৬টি খণ্ডের একটি খণ্ড এ মন্দিরে রাখা হয়েছিল। এ কারণে দেশের বিভিন্ন স্থান থেকে এই মন্দিরে পূজা দিতে আসেন হাজারও মানুষ। দীর্ঘ দিন ধরেই এ বদেশ্বরী মন্দিরে আসতে মাড়েয়া ইউনিয়নের এই আউলিয়া ঘাট ব্যবহার করা হচ্ছে।
পঞ্চগড়ের মাড়িয়াগঞ্জ ও কালিয়াগঞ্জ দুটি ইউনিয়নকে পৃথক করেছে করতোয়া নদী। এ অঞ্চলে দীর্ঘদিন ধরেই একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা।
এদিকে চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়ন ও কালিয়াগঞ্জ ইউনিয়নের মধ্যকার বিভাজন করা দুই পাড়ের সংযোগ দিয়ে করতোয়া নদীতে ওয়াই স্টাইলে একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হবে। এজন্য দরপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুতই হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আউলিয়া ঘাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নৌকাডুবির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, আউলিয়া ঘাটে নৌকাডুবিতে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারকে শোক জানানোর ভাষা নেই। এলাকাবাসী যেভাবে এগিয়ে এসেছে সেটা প্রশংসার উপরে। করতোয়ার উপর ব্রিজ নির্মাণের প্রস্তাবনা একনেকে পাস হয়েছে বলেও জানান তিনি।
নিহতদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ লাখ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার এবং জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে মহালয়া পূজা উপলক্ষে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে নৌকায় করে করতোয়া নদী পার হতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে একটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এসজি