হিলিতে মূলার দাম কমেছে কেজিতে ৩০ টাকা
সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে মূলার দাম কেজিতে কমেছে ৩০ টাকা। দুদিন পূর্বেও প্রতি কেজি মূলা বিক্রি হয়েছিল ৫৫ থেকে ৬০ টাকা দরে বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। হঠাৎ করে মূলার দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন।
হিলি বাজারে মুলা কিনতে আসা আলমগীর হোসেন বলেন, বেশ কিছু থেকে মূলার দাম ব্যাপকভাবে বেশি ছিল এতে আমাদের মতো সাধারণ মানুষদের বিপাকে পরতে হয়েছে।বর্তমান মূলার দাম অর্ধেকে নেমে আসায় অনেক ভালো হয়েছে। আমাদের আয় রোজগার কম কিন্তু বাজারে দাম সব কিছুর বেশি। মূলার দাম কমায় আমাদের কিছু টাকা সেপ হয়েছে।আমরা চায় মূলার মতো সব কিছুর দাম আস্তে আস্তে কমে আসে। মূলার দাম আরো একটু কমলে ভালো হয়।
হিলি বাজারের সবজি বিক্রেতা শাহীন ইসলাম বলেন,বৃষ্টিপাতের কারণে কিছুদিন আগে মুলার ক্ষেতগুলোতে পানি জমে থাকায় ফলন নষ্ট হয়ে যাই। বর্তমান আবহাওয়া কিছুটা ভাল থাকাই ফলন ভালো হয়েছে এতে দাম কমতে শুরু করছে।মূলার ফলন ভালো হওয়ায় ও সরবারহ বাড়ায় বিভিন্ন জায়গা থেকে মূলার আমদানি বেশি হয়েছে যার কারণে দাম কমেছে। জয়পুরহাট,বিরামপুর,পাচবিবিসহ আশেপাশের বিভিন্ন মোকাম থেকে সবজি কিনে এনে হিলিতে বিক্রি করা হয়
এ ব্যাপারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বমুখী রুখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। কেউ যদি বেশি দামে পণ্য বিক্রি করে তাহলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।
এএজেড