রাসিক নির্বাচন: ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৭ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া মেয়র পদে ৪ জন ও সংরক্ষিত আসনের ৪৬ জনের মনোনয়নই বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এসব তথ্য জানান।
মনোনয়ন বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১৭নং ওয়ার্ডের আইয়ুব আলী, ২২নং ওয়ার্ডের সাইফুল আজিজ, ৩০নং ওয়ার্ডের নুরুল ইসলাম, একই ওয়ার্ডের মো. আলাউদ্দিন ও ফয়সাল আহমেদ রাতুল, ১৩নং ওয়ার্ডের মাসুদ রানা এবং ২৬নং ওয়ার্ডের আকতারুজ্জামান।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ৩০ ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য মনোনয়ন ফরম তুলেছিলেন ১৪২ জন। এর মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২৪ জন। এর মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আইনের ব্যত্যয় হওয়ায় বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আর আগামী ১ জুন প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন। এরপর থেকে প্রার্থীরা প্রচারণায় নামবেন। আর ১১৭ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
রাজশাহী সিটি নির্বাচনে এবার ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথমবারের মতো তাদের ভোট দেবেন। গত বছর ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার। আগামী ২১ জুন সব ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। এবার সম্ভাব্য ১৫২টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।
এসজি