ভোলার পূজা মণ্ডপে চলছে দুর্গোৎসবের শেষ পর্যায়ের কাজ
আর মাত্র কদিনপর ভোলার সর্বত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা উৎসব।
এ বছর ভোলার ৭টি উপজেলার ৭০টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট ১১৬টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে । ভোলায় গত বছর ১১৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হলেও এ বছর বিশেষ কারণে একটি মণ্ডপে পূজা উৎযাপন হচ্ছে না বলে জানিয়েছেন ভোলা জেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী অসীম সাহা।
এদিকে পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ করে এখন চলছে রং তুলির আঁচড়ের শেষের দিকের কাজ । প্রতিমা শিল্পীরা রং তুলির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে এমনটি জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক শ্রী অসীম চন্দ্র সাহা।
এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ভোলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এ বছর জেলা সদরের ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাউৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোলার ১১৬টি পুজা মণ্ডপের মধ্যে ভোলা সদরে ২৭টি,বোরহানউদ্দীনে ২০টি, দৌলতখানে ৮টি, লালমোহনে ২২টি,চরফেশন ১৩টি, তজুমুদ্দিন ১৬টি ও মনপুরায় ১০টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উৎসব অনুষ্ঠিত হবে। আর এসব মণ্ডপে ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। রং তুলির কাজ শেষে এখন চলছে স্টেজ ও আলোকসজ্জার কাজ। প্রতিমা শিল্পীরা তাদের হাতের কারুকাজ ও রং তুলি দিয়ে প্রতিমা গুলির সৌন্দর্য্য বর্ধনে ধুলো-বালি মুক্ত রাখতে কোথাও কোথাও প্রতিমা ডেকে রাখতে দেখা যায়। কিছু কিছু মণ্ডপে সকল প্রস্তুতি সম্পন্ন হবার পরে এখন চলছে প্রবেশ পথের আলোকসজ্জা ও অন্যান্য ডেকোরেশনের কাজ।
শ্রী অসীম সাহা জানান, সকলের সুখ ও মঙ্গল কামনায় মায়ের আগমন ঘটবে এবার। অশুভ শক্তি ও অসুর শক্তির বিনাশ হবে। পৃথিবীর সুন্দর ও স্বাস্বত সুন্দরের জয় হবে।
এদিকে প্রতি বছরের ন্যায় এবারো পূজা মণ্ডপ গুলিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আনসার ও গ্রাম পুলিশের সঙ্গে পুলিশের মোবাইল টিম কাজ করবে বলে জানা গেছে। তবে ভোলা পুলিশ সুপারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার সাইফুল আলম জানান, পূজা চলাকালীন সময়ে পূজা মণ্ডপগুলোতে যেন কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ইতিমধ্যে আমরা পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে এ নিয়ে মতবিনিময় সভা করেছি।
এ ব্যাপারে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম সাহা জানান, পূজা উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে পূজা উদযাপন পরিষদের সঙ্গে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক হয়েছে। তারা বলেছেন-মণ্ডপ গুলোতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা দিবেন।
এসআইএইচ