সাতক্ষীরায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
আগামী ৫ জানুয়ারির পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত নয়টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশের হস্তক্ষেপে এলাকার পরিস্থিতি শান্ত হয়েছে।
ঈশ্বরীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. আব্দুস শোকর জানান, নয়টার দিকে বংশীপুর এলাকায় দুইপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সাদেমের সমর্থকরা ৩০-৪০টি মোটরসাইকেল নিয়ে তার কর্মীদের ধাওয়া করে। পুলিশের সহায়তায় আওয়ামী লীগ সমর্থকরা দলীয় অফিসে ফিরে আসেন।
কিছুক্ষণ পর আবারও সাদেকুর রহমান সাদেমের সমর্থকরা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা করে। এ সময় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। তাদের সবাইকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা পুলিশের উপ-পরিদর্শক এসআই নূর কামাল জানান, সংঘর্ষের পর এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা উত্তেজনা নিরসনে সকল মহলের সহযোগিতা কামনা করেছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এএন