চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমলো ৩ ডিগ্রি
চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি। ছবি: ঢাকাপ্রকাশ
মাঘের মাঝামাঝিতে চুয়াডাঙ্গায় গত ১ দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। গত ১৬ দিনে এ জেলার তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছিল। তবে গত কয়েকদিনে হিমেল হাওয়ার কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে এবং এই শীতের কারণে স্বাভাবিক কর্মজীবনে স্থবিরতা দেখা দিয়েছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। তবে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
তিনি আরও জানান, গত ২৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। ২৪ জানুয়ারি তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, ২৫ জানুয়ারি ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া কর্মকর্তা।
এদিকে এই শীতের কারণে, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুররা, কারণ শীতের তীব্রতায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। সাধারণত সকাল থেকে মানুষের কাজকর্ম শুরু করতে সমস্যা হচ্ছে, তবে দুপুরের পর তাপমাত্রা কিছুটা বাড়লে মানুষ তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করছেন।