শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। ছবি: ঢাকাপ্রকাশ
শীতের দাপটে কাঁপছে চুয়াডাঙ্গা জেলা। সোমবার (২০ জানুয়ারি) সকালে তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে চিহ্নিত হয়েছে। মাঘ মাসের তীব্র শীতে গোটা জেলা সঙ্কটময় পরিস্থিতির মধ্যে রয়েছে।
শীতের কারণে খেটে খাওয়া মানুষের জীবন-যাপন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। মৃদু শৈত্য প্রবাহ এবং উত্তরের হিমেল হাওয়া মানুষ ও পশুপাখিদের কাবু করে ফেলেছে। সকাল ৬টা ও ৯টার দিকে তাপমাত্রা যথাক্রমে ৯.৮ এবং ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।
শীতের প্রকোপে মাঠ-ঘাটে কাজ করা মানুষের কষ্ট বেড়েছে। বোরো ধান লাগানো শ্রমিক বিল্লাল হোসেন জানান, কাদা পানিতে কাজ করা অনেক কঠিন হয়ে পড়েছে এবং শীতে তার হাতের আঙুল আকাটা হয়ে যাচ্ছে।
ভ্যানচালক সাদেক আলী বলেন, কিছুদিন শীত একটু কম ছিল, কিন্তু আজ আবার শীতের তীব্রতা বেড়েছে, যা ভ্যান চালাতে তার জন্য কষ্টকর হয়ে উঠেছে।
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, শীতার্তদের জন্য ১০ হাজার কম্বল সরবরাহ করা হয়েছে, যা বিতরণ করা হচ্ছে। এছাড়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৩০ লক্ষ টাকা সহায়তা পাওয়া গেছে, যা ইউএনওদের মাধ্যমে শীতবস্ত্র কেনার জন্য ব্যবহৃত হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানিয়েছেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমতে পারে। তবে ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা দু'দিন একটু বাড়বে, এরপর আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।