রাস্তার পাশ থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকার রাস্তার পাশ থেকে এক ব্যক্তি ও তার ছেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মৃতদেহ দুটির পাশে একটি মোটরসাইকেল পাওয়া যায়। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের শাজাহান আলী ও তার ছেলে মো. শামীম। শাজাহান আলী উজানগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবব্রত রায় জানান, কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ির দিকে ফিরছিলেন তারা। পথে কোনো এক যানবাহন তাদের ধাক্কা দিয়ে চলে গেছে। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না পাওয়ায় দুর্ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত জানা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআইএইচ
