শিক্ষক দিবসে পাঁচ শতাধিক শিক্ষককে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরার কালিগঞ্জে পাঁচ শতাধিক শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকাকে গোলাপ ফুলেল রক্তিম শুভেচ্ছা জানান তিনি।
পরে এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে 'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু' স্লোগানকে সামনে রেখে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হয়৷
সেখানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পির সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, রোকেয়া মুনছুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, জেলা পরিষদ সদস্য কাজল প্রমুখ।
এএজেড
