বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ ২ ভাই আটক

বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ দুই ভাইকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর ) সকাল ৯টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার ধামুরদা থানার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিলন হোসেন (২৮) ও হিরোন মিয়া (২৫)।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বিজিবির কাছে গোপন খবর আসে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশে ২ পাচারকারী বেনাপোল কাস্টমস হাউসের সামনে দিয়ে বাইকে করে বর্ডারের দিকে যাচ্ছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল কাস্টমস হাউসের সামনে প্রধান সড়কের উপর অবস্থান নেয়। এ সময় বাইক থামিয়ে তারা দুইজন পাচারকারীদের আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তাদের প্যান্টের কোমরে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি টাকা। আটক দুই স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এসআইএইচ
