শিক্ষার আলো জ্বলবে প্রতিটি ঘরে: শিক্ষামন্ত্রী
অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেক নাগরিক যেন শিক্ষার আলো পায় তার জন্য সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন ‘শিক্ষায় গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে প্রধানমন্ত্রীর নিদের্শে শিক্ষার আলো জ্বলবে প্রতিটি ঘরে। অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেক নাগরিক যেন শিক্ষার আলো পায়, তার জন্য সরকার কাজ করছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে যশোরের শার্শা উপজেলার বাগআচড়ায় ড. মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন একাডেমি ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশ একথা বলেন।
যশেরের অতিরিক্ত জেলা প্রশাসক হুসনাইন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, ড. মশিউর রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ড. মশিউর রহমানসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, নারী শিক্ষার অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন সুশাসনসহ দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের নজর দিতে হবে।
এসএন