কয়রায় ঘূর্ণিঝড়ে ধসে যাওয়া বেড়িবাঁধের মেরামত শুরু
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট উঁচু জোয়ারে খুলনার কয়রা উপজেলার হরিণখোলা এলাকায় বেড়িবাঁধ ধসে গেছে। মঙ্গলবার ভোর থেকে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু করেছে শ্রমিকরা।
স্থানীয় লোকজন জানান, সোমবার (২৪ অক্টোবর) সকালের জোয়ারে হরিণখোলা এলাকার বেড়িবাঁধে ধস শুরু হয়। দিবাগত রাত ৩টার দিকে বেড়িবাঁধের বেশিরভাগ অংশ ধসে যায়। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় লোকজন।
তাদের অভিযোগ, ৬ মাস আগে বেড়িবাঁধটি নতুন করে নির্মাণ করা হলেও তা ধ্বসে গেছে। মূল বাঁধের দুই পাশে মাটি দেওয়া হলেও ভেতরে সব বালু দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর থেকে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার নিয়োগ করে বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু করে।
বেড়িবাঁধ সংস্কার কাজের তদারকি করতে আসা পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী প্রেম মল্লিক জানান, আপাতত দুপুরের জোয়ারে লোকালয়ে পানি ঢোকা ঠেকানোর জন্য বেড়িবাঁধ সংস্কার করা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে মূল বেড়িবাঁধের পাশ থেকে আরেকটি রিং বাঁধ তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এদিকে জোয়ারের পানির চাপে কয়রার আরও কয়েকটি স্থানে বেড়িবাঁধ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেসব স্থানের কোনোটি ঝুঁকিপূর্ণ নয়।
এসআইএইচ