খুলনায় স্বাভাবিক হয়েছে বাস-লঞ্চ চলাচল
খুলনায় বাস ও লঞ্চ চলাচল শুরু করেছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল ছয়টা থেকে এসব গণপরিবহন খুলনা থেকে ছাড়া শুরু করে। অন্যদিকে খুলনায় প্রবেশের প্রধান দুই খেয়াঘাট চালু হয় গতকাল শনিবার (২২ অক্টোবর) রাত ৯টার পর থেকে।
পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন, তারা যেসব ‘দাবিতে’ কর্মবিরতি ও ধর্মঘট পালন করেছেন প্রশাসন তা ‘মেনে নেওয়ার’ আশ্বাস দিয়েছে। এ কারণে তারা পরিবহনগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত শুক্রবার ও শনিবার ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করে খুলনা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতি ও বাংলাদেশ লঞ্চ শ্রমিক অ্যাসোসিয়েশনের খুলনা শাখা। আর ভাড়া বাড়ানোর দাবিতে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছিল মাঝি সমিতি। তাদের ওই কর্মবিরতি শুরু হয়েছিল শুক্রবার রাত ৯টা থেকে।
গতকাল ছিল বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ। বিএনপির অভিযোগ, সমাবেশে লোক সমাগম ঠেকাতে ষড়যন্ত্র করে এসব গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরও মানুষ শত দুর্ভোগ উপেক্ষা করে পায়ে হেঁটে খুলনায় এসে পৌঁছেছে। বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরই সবকিছুর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এসআইএইচ