বাগেরহাটে টানা দ্বিতীয় দিনের ধর্মঘট, দুর্ভোগ চরমে
মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বাগেরহাটে চলছে টানা দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট। বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও বাগেরহাট মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে। পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে বাগেরহাট বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বাগেরহাট থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস ছেড়ে যাচ্ছে না। এমনকি কোনো বাসও আসছে না। দূরদূরান্ত থেকে যাত্রীরা এসে বাস না পেয়ে ভোগান্তির স্বীকার হচ্ছেন।
খুলনা থেকে আসা মহিদুল ইসলাম জানান, তিনি খুলনা থেকে অনেক কষ্টে বাগেরহাট পর্যন্ত এসেছেন। এখন মোরেলগঞ্জ কীভাবে যাবেন সেটার কোনো নিশ্চয়তা পাচ্ছেন না।
বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু জানান, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। খুলনায় বিএনপির সমাবেশ উপলক্ষে এই বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে মিথ্যাচার করা হচ্ছে। বাগেরহাটে বিএনপির সাংগঠনিক অবস্থা ভালো নয় যে, ধর্মঘট দিয়ে তাদের আটকাতে হবে।
এদিকে বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম অভিযোগ করেন, বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে এ বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এসজি