খুলনায় বিএনপির সমাবেশ চলছে
লাখো নেতা-কর্মীর যোগদানের মধ্য দিয়ে খুলনায় বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বাস ও লঞ্চ ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন নেতা-কর্মীরা। অনেকে মাইলের পর মাইল হেঁটে সমাবেশ যোগ দেন।
শনিবার (২২ অক্টোবর) নগরীর সোনালী ব্যাংক চত্বরে দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশ শুরু হয় পৌনে দুই ঘণ্টা আগে। বেলা সোয়া ১২টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। এখন চলছে সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে ১২০টি মাইক টাঙানো হয়েছে। আর প্রজেক্ট বসানো হয়েছে ৮টি পয়েন্টে।
আরও পড়ুন: দুর্ভোগ পেরিয়ে খুলনার সমাবেশে বিএনপি নেতা-কর্মীরা
খুলনা থেকে চলাচলকারী সব বাস, মিনিবাস ও লঞ্চ এমনকি খেয়া পারাপারের নৌকা ও ট্রলার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসা, শিক্ষা, চিকিৎসার জন্য খুলনার ওপর নির্ভরশীল আশেপাশের জেলার মানুষ।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা অভিযোগ করে বলেন, গণসমাবেশে নেতা-কর্মীদের আসা ঠেকাতে সরকারের নির্দেশে বাস, লঞ্চ ধর্মঘট ডাকা হয়েছে। এর ফলে বিএনপি নেতা-কমীদের পাশাপাশি সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন। নেতা-কমীরা মাইলের পর মাইল হেঁটে সমাবেশে আসছেন বলেও জানান তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, রূপসা ঘাট দিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার মানুষ পারাপার হয়। আর জেলখানা ঘাট দিয়ে রূপসা ছাড়াও তেরখাদা উপজেলাসহ নড়াইলের দুটি ও বাগেরহাটের একটি উপজেলার মানুষ যাওয়া যাতায়াত করে।
মাঝি সমিতির নেতারা বলছেন, যাত্রী প্রতি এক টাকা ভাড়া বাড়ানোর দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট করছেন তারা। শুক্রবার সন্ধ্যায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
রূপসা ঘাট মাঝি সংঘের সভাপতি মো. রেজা ব্যাপারী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে জনপ্রতি ভাড়া বাড়ানোর দাবি করা হয়েছে। ওই দাবি মেনে না নেওয়ায় তারা ধর্মঘটের কর্মসূচি দিয়েছেন।
উল্লেখ্য, চাল-ডাল-তেল-গ্যাস-পানি-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, খুন-গুম, দুর্নীতি-দুঃশাসনের প্রতিবাদ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন, সংসদ বিলুপ্ত ও সরকার পতনের দাবিতে শনিবার খুলনায় বিএনপির তৃতীয় বৃহত্তর বিভাগীয় সমাবেশ ডাকা হয়েছে।
এসজি