২৬ বোতল বিদেশি মদসহ নারী আটক

যশোরের বেনাপোলে ২৬ বোতল বিদেশি মদসহ পারভিনা খাতুন (২০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় ওবায়দুর ও হাদি নামে দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বড় আঁচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত পারভিনা খাতুন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের (ভারাটিয়া) হাদ্রিস সদ্দারের স্ত্রী।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন শনিবার সকালের দিকে বিদেশি মদের একটি চালান নিয়ে মাদক কারবারিরা বড় আঁচড়া গ্রামে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পোর্ট থানা পুলিশের সদস্যরা পারভিনাকে আটক করে। এসময় কৌশলে ওবায়দুর ও হাদি নামে দুই মাদক কারবারি পালিয়ে যায়।
আটককৃত পারভিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
এসজি
