সারের ব্যাগে মিলল ১০ স্বর্ণের বার, যুবক আটক

বেনাপোলের গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস স্বর্ণের বারসহ সাকিব হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবির সদস্যরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোগা সীমান্তের গাজীপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক গোগা গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন পাচারকারী স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গোগা সীমান্তের গাজীপাড়ায় অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার হাতে থাকা সারের ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২৩৩ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
তিনি আরও বলেন, স্বর্ণের পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসজি
