মুন্সীগঞ্জে নির্বাচনি বিরোধের জেরে হামলা, গুলিবিদ্ধসহ আহত ২
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী হামলায় মোহাম্মদ আবিদ হোসেন শোভন (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন গুলিবিদ্ধ শোভনের ভাই মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শোভনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কালাম প্রধান জানান, আহত শোভনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাঁ পায়ে গুলি লেগেছে।
ঘটনায় আহত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রামপাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন অভিযোগ করেন, তিনি বিদ্যালয়ে যাওয়ার পথে রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ ১০-১২ জন লোক নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে মারধর করে। এ সময় তার ভাই শোভন বাঁচাতে এগিয়ে এলে রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ শোভনের বাঁপায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের পক্ষে কাজ করায় বিজয়ী স্বতন্ত্রপ্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক প্রান্ত শেখ তার লোকজন নিয়ে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন ফরহাদ হোসেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করা হয়েছে। অভিযুক্ত প্রান্তকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক কালাম প্রধান বলেন, আহত রোগীর স্বজনরা বলছে তাকে পায়ে গুলি করা হয়েছে। সে অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।