কনের শখ পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর
কনের শখ পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নববধূর শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন আল-আমিন শ্রাবণ নামে এক যুবক।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে চিটাগাং রোডের হীরাঝীল এলাকায় হেলিকপ্টারে চড়ে যান।
স্থানীয়রা জানান, রূপগঞ্জের রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আলা-আমিন শ্রাবণ ও সিদ্ধিরগঞ্জের হীরাঝীল আবাসিক এলাকার মেহেরুন আক্তার হীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রী হীরা চেয়েছিলেন; হেলিকপ্টারে করে এসে বিয়ে করে তাকে নিয়ে যাবেন। নববধূর শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে কনের বাড়িতে যান শ্রাবণ। এ সময় মাঠে হেলিকপ্টার নামার খবর পেয়ে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী লোকজন হেলিকপ্টারের সামনে গিয়ে ভিড় জমান। নববধূকে নিয়ে রূপগঞ্জে নিজের এলাকায় হেলিকপ্টার থেকে নামলে সেখানেও একই পরিস্থিতির সৃষ্টি হয়।
বর আল-আমিন শ্রাবণ বলেন, ‘স্ত্রীর শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। আমার বাবা ও মা চেয়েছেন; আমি তার শখ পূরণ করি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শুভ কাজ সম্পন্ন করতে পেরেছি। স্ত্রীর শখ পূরণ করতে পেরে খুব আনন্দ লাগছে।’
নববধূ মেহেরুন আক্তার হীরা বলেন, ‘ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমার বর আমাকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসবে। স্বামী আমার সে শখটা পূরণ করেছেন, আমি অনেক খুশি।’