সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ইজতেমার দ্বিতীয় দিনে ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বের দ্বিতীয় দিনে শনিবারও (১৪ জানুয়ারি) মুসল্লিদের ঢল অব্যাহত রয়েছে। আজ বাদ ফজর থেকে ইজতেমা মাঠে আখলাক, ঈমান ও কোরআন-হাদিসের আলোকে চলছে বয়ান। দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা বিভিন্ন বিষয়ে বয়ান করছেন। ইবাদত-বয়ানে মশগুল রয়েছেন মুসল্লিরা। এ বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ।

জানা গেছে, এদিন সকাল ১০টায় বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা। পরে মাদ্রাসাছাত্রদের উদ্দেশে বিশেষ বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদ হক। এ ছাড়াও আরব জামাতের জন্য বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট, বোবা ও বধিরদের জন্য বয়ান করবেন ভারতের মাওলানা সানোয়ার এবং বিদেশি জামাতের মুসল্লিদের উদ্দেশে ইংরেজিতে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান। তা ছাড়াও বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ফারুক, বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা যুহাইরুল হাসান এবং অনুবাদ করবেন মাওলানা যোবায়ের। সকাল থেকে রাত পর্যন্ত চলবে বয়ান।

তবে ইজতেমায় মূল বয়ান উর্দুতে হলেও অংশ নেওয়া বিভিন্ন ভাষার মুসল্লিদের জন্য তাৎক্ষণিকভাবে বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়।

এ ব্যাপারে ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ জানান, প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের শুরুতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। সকালের বয়ানে বলা হয়, পরকালের চিরস্থায়ী সুখ-শান্তির জন্য আমাদের প্রত্যেককে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দ্বীনের দাওয়াতের কাজে জানমাল দিয়ে মেহনত করতে হবে। ঈমান আমলের মেহনত ছাড়া কেউ হাশরের ময়দানে কামিয়াব হতে পারবে না। দাওয়াতের মেহনত হলো নবুওয়াতি মেহনত। খুলুসিয়াত ও আজমতের সঙ্গে যারা মেহনত করবে তাদের যেকোনো আমলের ফজিলত বহুগুণ বেড়ে যায়।

এসআইএইচ

 

Header Ad
Header Ad

এনডিটিভিতে তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকার, বাংলাদেশ প্রশ্নে যা বললেন

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা (এনআই) প্রধান তুলসী গ্যাবার্ড। ছবি: সংগৃহীত

নয়াদিল্লি সফররত যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা (এনআই) প্রধান তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকার নিয়েছে এনডিটিভি ওয়ার্ল্ড। সাক্ষাৎকারে বিশেষভাবে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে।

গণমাধ্যমটি এখন নরেন্দ্র মোদীর আস্থাভাজন গৌতম আদানির মালিকানাধীন, যার কারণে বিজেপি ও আরএসএসের প্রতি দুর্বলতা স্পষ্ট। সাক্ষাৎকারে বাংলাদেশের বিষয়ে ভারত সরকারসহ উগ্রবাদী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক অবস্থানের সুর প্রতিধ্বনিত হয়েছে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর কিছু সহিংস ঘটনা ঘটে, যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাও রয়েছে। ভারতীয় গণমাধ্যমে এসব ঘটনা ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হয়।

সাক্ষাৎকারে এনডিটিভি ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের প্রসঙ্গ তুললে তুলসী গ্যাবার্ড বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ‘ইসলামপন্থী সন্ত্রাসবাদ’ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়ে বিশেষ মনোযোগ দিচ্ছে। তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্রের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়।

তুলসী গ্যাবার্ড জানান, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে, এই আলোচনা কেবল শুরু হয়েছে এবং এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, ‘কিছু ইসলামী দলের কর্মকাণ্ডকে চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থান হিসেবে দেখানো হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের আদর্শ মোকাবিলা করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতন ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান। ভারতীয় গণমাধ্যম ৫ আগস্টের পরের ঘটনা নিয়ে বারবার অপপ্রচার চালাচ্ছে, যা নিয়ে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Header Ad
Header Ad

বিএনপিকে ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে : তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপিকে ওয়ান ইলেভেনের মতো আবারও মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হচ্ছে, তত বেশি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে।

তিনি আরও বলেন, একটি মহল বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মহল তাদের অবস্থান থেকে বিভিন্ন মিডিয়া হাউজের সাথে সম্পর্ক তৈরি করে ঠিক ওয়ান ইলেভেনের সময়ের মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করার চেষ্টা করছে।

তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জবাবদিহিমূলক সরকারের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জনগণের জন্য ভালো কিছু করা সম্ভব নয়।

উল্লেখ্য, গত ১৭ বছরে বিএনপির দলীয় কর্মসূচি প্রচার এবং বিএনপি-বিরোধী অপপ্রচার মোকাবিলায় জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম সরব ভূমিকা পালন করে আসছে।

Header Ad
Header Ad

নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন

বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রিজওয়ানা হাসান বলেন, আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে আইন সংশোধনের ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে, ১২ মার্চ ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে অর্ধেক করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আইন উপদেষ্টা জানান, ধর্ষণ মামলার তদন্তের সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা হচ্ছে এবং বিচার শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে। এছাড়া, উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করেন তবে ডিএনএ প্রতিবেদন ছাড়াই চিকিৎসা সনদ ও পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে মামলার বিচারকাজ চালানো যাবে। নতুন সংশোধনীতে এই বিধান অন্তর্ভুক্ত করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এনডিটিভিতে তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকার, বাংলাদেশ প্রশ্নে যা বললেন
বিএনপিকে ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে : তারেক রহমান
নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন
‘জুলাই গণঅভ্যুত্থান’ শক্তির বৃহৎ দল আসছে এপ্রিলে
ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
২৯ মার্চ ভর দুপুরে নেমে আসবে অন্ধকার
৪২ আওয়ামী লীগ নেতাকর্মী পেলেন আগাম জামিন
রংপুরের বদরগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর করে আ.লীগের ইফতার
গ্রামপুলিশের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, কসাইয়ের গোপনাঙ্গ কর্তন
জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭ নেতা বহিষ্কার
জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
নওগাঁ সীমান্তে যুবক নিহত, বিএসএফের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
করোনা টিকার ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ, সালমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
১০০ বছরেও যে দেশে জন্ম হয়নি কোনো শিশুর!
আমরা যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী
অধ্যাপক কামরুল ১৮০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক ছুঁলেন
সাবেক মন্ত্রী তাজুলের পরিত্যক্ত বাড়িতে তরুণীকে গণধর্ষণ: গ্রেপ্তার ৫ জন আদালতে
চাকরি থেকে ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান বরখাস্ত