সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর মহাদেবপুরে একটি বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার ১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুন্তির মোড় এলাকায় পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে হঠাৎ করে উঠে আসা মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের উল্টে যায়।

আহত ব্যক্তিদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন বাসচালকের সহকারী ও মহাদেবপুর উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন (৪২) এবং বাসের যাত্রী ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আফতাব উদ্দিন (৫০)।

 

ছবি : ঢাকাপ্রকাশ

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে তনয় পরিবহনের একটি বাস ধামইরহাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার দিকে বাসটি মহাদেবপুর উপজেলার খুন্তির মোড় এলাকায় পৌঁছালে পার্শ্বরাস্তা থেকে উঠে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে। বাস উল্টে চালকের সহকারী মোশাররফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বাসের যাত্রী আফতাব উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান। বাসে থাকা অন্তত আরও ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

Header Ad
Header Ad

কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমর্থক হাসান আলী। ছবি: ঢাকাপ্রকাশ

কেক কেটে উদ্‌যাপন বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী করায় টাঙ্গাইলের ভূঞাপুরে হাসান আলী (৩৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সমর্থককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করেছে ভূঞাপুর থানা পুলিশ।

এর আগে গত রবিবার (৫ জানুয়ারি) রাতে হাসান আলী পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে গ্রেফতার করা হয়। হাসান আলী উপজেলা পৌর শহরের ছাব্বিশা গ্রামের হামেদ আলী খানের ছেলে। তিনি ছাত্রলীগের সমর্থক।

জানা গেছে, গত শনিবার ৪ জানুয়ারি নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে এবং তা ভিডিও ফেসবুকে পোস্ট করে। যা ভাইরাল হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের খবর পেয়ে অভিযান চালালে সেসময় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমর্থক হাসানের নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার সকালে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Header Ad
Header Ad

২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল

ছবি: সংগৃহীত

তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ২৪ দফা ইশতেহার নিয়ে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের পরিকল্পনা করছে। এই দলের ইশতেহারে দেশ পুনর্গঠনের রূপরেখা, সাংবিধানিক সংস্কার, এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি থাকবে।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমীন জানান, তাদের ইশতেহারে নতুন সংবিধান প্রণয়ন ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার থাকবে। এই কমিটি গণতান্ত্রিক পদ্ধতিতে দলীয় নেতৃত্ব নির্বাচন এবং এক ব্যক্তির একক ক্ষমতা কমিয়ে দলীয় কাঠামোয় গণতান্ত্রিক স্বচ্ছতা আনতে কাজ করছে।

নাগরিক কমিটি ইতোমধ্যেই সারাদেশে ১৬০টির বেশি প্রতিনিধি কমিটি গঠন করেছে। ঢাকার বাইরে টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ইশতেহারে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার নীতি সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব থাকবে। যেমন, প্রধানমন্ত্রীর মেয়াদ জীবনে দুইবারের বেশি না রাখার পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা।

গঠনতন্ত্রে তৃণমূল থেকে নেতৃত্ব বিকাশের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। দলীয় প্রধানের কোনো নির্বাহী পদে থাকার সুযোগ থাকবে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে অপসারণের ব্যবস্থাও রাখা হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্যরা আশা করছেন, এই নতুন দল তরুণদের স্বপ্ন এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে। তারা এটিকে একটি বৃহৎ রাজনৈতিক উদ্যোগ হিসেবে তৈরি করতে দেশি-বিদেশি রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ করছে। দলটি গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে চায়।

Header Ad
Header Ad

গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত সমালোচকদের অনুমানই সত্যি হলো, গোল্ডেন গ্লোবে বাজিমাত করল জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’। অন্য পুরস্কারগুলোর বেশির ভাগই মিলে গেছে সমালোচকদের ভবিষ্যদ্বাণীর সঙ্গে।

বাংলাদেশ সময় আজ সোমবার সকালে শুরু হয় ৮২তম গোল্ডেন গ্লোব পুরস্কারের আসর। সকাল ১০টার পরে শেষ হওয়া এই অনুষ্ঠানে যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ও ‘শোগান’।

ছবিটির জন্য আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন, সেলেনা গোমেজ ও জোয়ি সালদানা গত বছর কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। মেক্সিকোর চার প্রতিষ্ঠিত নারীর গল্প এটি, যারা নিজেদের মতো করে সুখী হতে চায়। এর মধ্যে আছে একজন কুখ্যাত মাদক সম্রাজ্ঞী, যে নিজের ভুয়া মৃত্যুর খবর প্রচার করে নতুন জীবন শুরু করতে এক আইনজীবীর সাহায্য চায়। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে গল্প।

অনুমিতভাবে গত বছরের আরেকটি প্রশংসিত সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ পেয়েছে ড্রামা ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার। এ ছবির জন্য সেরা অভিনেতা (ড্রামা) হয়েছেন অড্রিয়েন ব্রডি। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার উঠেছে ব্র্যাডি করবেটের হাতে।

গত বছরের আরেকটি আলোচিত সিনেমা ছিল কোরালি ফারগেটের ‘দ্য সাবস্ট্যান্স’। এ ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর (মিউজিক্যাল–কমেডি) পুরস্কার পেয়েছেন ডেমি মুর।

এছাড়া ‘আ ডিফারেন্ট ম্যান’-এর জন্য সেরা অভিনেতা(মিউজিক্যাল–কমেডি) হয়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। ‘আই অ্যাম স্টিল হেয়ার’-এর জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন ফারনন্ডা তোরেস।

পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ নিয়ে নানা আলোচনা হলেও শেষ পর্যন্ত সেরা অ-ইংরেজিভাষী সিনেমা হয়েছে ‘এমিলিয়া পেরেজ’। সেরা অ্যানিমেশন ছবি হয়েছে ‘দ্য ওয়াইল্ড রোবট’।

টিভি বিভাগে সর্বোচ্চ পাঁচ মনোনয়ন পেয়েছিল ‘দ্য বিয়ার’। কিন্তু মূল পুরস্কারে সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে গত বছরের সবচেয়ে আলোচিত সিরিজগুলোর একটি ‘শোগান’। সেরা ড্রামা সিরিজ ছাড়ও আরও তিন পুরস্কার জিতেছে এটি।

মিউজিক্যাল–কমেডি বিভাগে সেরা সিরিজ হয়েছে ‘হ্যাকস’। সেরা লিমিটেড সিরিজের পুরস্কার পেয়েছে ‘বেবি রেইন্ডার’। ড্রামা বিভাগের সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন ‘শোগান’-এর হিরোয়ুকি সানাডা ও আনা সাওয়াই।

মিউজিক্যাল–কমেডি বিভাগে সেরা অভিনেতা হয়েছেন জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার), সেরা অভিনেত্রী জিন স্মার্ট (হ্যাকস)।
এবারের গোল্ডেন গ্লোব সঞ্চালনা করেন মার্কিন কমেডিয়ান নিকি গ্লেসার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার
২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল
গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা
লন্ডনে দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের
ডিবি অফিসে আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
৫ আগষ্টের পর খুলনার আ: লীগের নেতাদের বাড়ীগুলো হয়ে গেছে ভূতের বাড়ী
অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন
জান্নাতি ফল ডালিম খাওয়ার যত উপকারিতা
চীনের পর এবার ভারতে মিললো এইচএমপিভি ভাইরাস, ছড়িয়ে পড়ছে দ্রুত
দেশের মূল্যস্ফীতি কমলেও অস্বস্তিতে গ্রামের মানুষ
নিজের নামে ট্রফি, অথচ পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি গাভাস্কারকে
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের শঙ্কা, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি  
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রিত্ব হারাতে বসেছেন টিউলিপ
দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার  
আজহারীকে জামায়াতে যোগ দিতে বললেন দুদু  
রাষ্ট্র সংস্কারে কাজ করছে ১১ ছায়া কমিশন