রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম ও সেনা সদস্য নিহত
ছবি: সংগৃহীত
রাজশাহীর মোহনপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে মসজিদের ইমাম ও সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল কুদ্দুস (৪০) ও মো. পলাশ (২২)। তাদের মধ্যে আব্দুল কুদ্দুস মোহনপুর উপজেলার স্থানীয় একটি মসজিদের ইমাম। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে। আর পলাশ সেনাবাহিনীর সৈনিক হিসেবে সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুদ্দুস ও পলাশ সিএনজিচালিত অটোরিকশায় করে নওগাঁর দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি মোহনপুরের সইপাড়া মেডিকেল কমপ্লেক্সের সামনের সড়কে একটি মাহেন্দ্রা গাড়িটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার যাত্রী কুদ্দুস ও পলাশ ছিটকে রাস্তার ওপর গিয়ে পড়েন। কুদ্দুসের মাথায়, ডান হাতে গুরুতর জখম হয় এবং পলাশ মাথায়, ডান হাত, মুখ, ডান পায়ে জখম হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। ভটভটিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।