টাঙ্গাইলের বাস চাপায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত
ছবি : ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলের বাস চাপায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশোপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলের দুইজন আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাসটি আটক করলেও এর চালক ও সহকারি পলাতক রয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।