রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

শেখ হাসিনা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: নৌ প্রতিমন্ত্রী

দুঃস্থ রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ টাকার চেক বিতরণ। ছবি : ঢাকাপ্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত, তিনি সব সময় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ পরিচালনা করেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (৮ জুন) সকালে দিনাজপুরের বিরল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা ও দুস্থদের মধ্যে রিকশা বিতরণ শেষে সংক্ষিপ্ত এক সভায় তিনি এ কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি মৃতপ্রায় ও ভুতুড়ে মন্ত্রণালয় ছিল। মাত্র ৫ বছরের ব্যবধানে প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়টিকে জীবন্ত করে তুলেছেন। জনগণের সেবার জন্য এই মন্ত্রণালয়কে তিনি সদা প্রস্তুত রেখেছেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রকাশ ঘটেছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী আজ শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করে যাচ্ছে। তার নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিভিন্ন দেশের নেতারা তার কাছ থেকে দেশের উন্নয়নে করণীয় বিষয়ে দীক্ষা নিচ্ছেন। এটি আমাদের জন্য গৌরবের। এটি আমাদের জন্য উৎসাহের। এটি আমাদের জন্য অহংকারের।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সব সময় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ পরিচালনা করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় তার একটি উজ্জ্বল উদাহরণ।

খালিদ মাহমুদ বলেন, জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা বর্তমান সরকারের মহানুভবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগামীতে এই সহায়তার পরিধি আরও বিস্তৃত হবে। দেশের একটি মানুষও বিনা চিকিৎসায় মারা যাবে না। আমরা ভাতের অধিকার, ভোটের অধিকার, বসতবাড়ির অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এতসব অর্জন একটি কুচক্রীমহল ভিন্নভাবে বিশ্লেষণ করছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। বাংলার মাটিতে তাদের কোনো ঠাই নাই।

বিরল উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রমাকান্ত রায়, সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা সহকারী ভূমি কমিশনার, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৫৮ জন দুঃস্থ রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ টাকার চেক বিতরণ এবং চার জন ভিক্ষুকের মধ্যে চার্জার ভ্যান বিতরণ করা হয়।

Header Ad
Header Ad

মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ২ লাখ টাকায় কমলা কিনে প্রশংসায় ভাসছে এক প্রবাসী  

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়। ছবি: সংগৃহীত

 

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানে নিলামে এ কমলাটি বিক্রি করা হয়।

জানা যায়, শনিবার উপজেলার পৌর এলাকার গোঘারকুল ইসলামীয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। মাদ্রাসা মাঠে এই মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য কমলা দান করেন। এসময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। তখন ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রশংসায় ভাসছে বিষয়টি। প্রশংসা করে অনেকেই নিজেই আইডিতে পোস্ট করেন।

স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু শনিবার রাতে গণমাধ্যমকে জানান, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি ক্রয় করেছেন প্রবাসী এক মাওলানা।

Header Ad
Header Ad

১৭৯ যাত্রীর প্রাণহানি: মাথা নুইয়ে জেজু এয়ারের সিইওর ক্ষমা প্রার্থনা

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে জেজু এয়ারের একটি উড়োজাহাজে ১৭৯ যাত্রীর প্রাণহানির ঘটনায় ক্ষমা চেয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিম ই-বে। রবিবার (২৯ ডিসেম্বর) সিউলে এক সংবাদ সম্মেলনে তিনি এবং সংস্থার শীর্ষ কর্মকর্তারা মাথা নত করে এই দুর্ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করা জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬-তে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে রানওয়ে পার হয়ে একটি প্রাচীরে আঘাত হানে। এতে উড়োজাহাজের সামনের অংশ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটি রানওয়ের উপর দ্রুতগতিতে ছুটছিল কিন্তু এর ল্যান্ডিং গিয়ার নেমে আসেনি। পরবর্তীতে এটি প্রাচীরে আঘাত করলে প্রচণ্ড ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মাত্র দুইজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, পাখির আঘাতের কারণে ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে জেজু এয়ারের সিইও কিম ই-বে বলেন, "এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও অজানা। উড়োজাহাজটির কোনো দুর্ঘটনার রেকর্ড ছিল না এবং যান্ত্রিক ত্রুটির কোনো লক্ষণও পাওয়া যায়নি।"

জেজু এয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, "আমরা নিহত এবং আহতদের পরিবারের পাশে আছি। সর্বোচ্চ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি। এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত।"

এই দুর্ঘটনা কেবল দক্ষিণ কোরিয়াতেই নয়, বিশ্বজুড়ে বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিমান কর্তৃপক্ষ এবং জেজু এয়ারের ওপর তদন্তের চাপ বাড়ছে।

Header Ad
Header Ad

কখন কোথায় ও কীভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট?

ছবি: সংগৃহীত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে এক হুলস্থুল কাণ্ডই ঘটে গেল। আগামীকাল থেকে শুরু হবে বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল শুরুর একদিন আগে টিকিট নিশ্চিত করতে না পেরে হতাশায় ডুবেছেন ক্রিকেট প্রেমিকরা। টিকিট না পেয়ে বিক্ষোভও করতে দেখা গেছে দর্শকদের।

আজ শীতের কাক ডাকা ভোর থেকেই মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ক্রিকেটভক্তরা। ভক্তদের কথা চিন্ত করে পরে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে নতুন করে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয়সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইনে এই দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। বিকেল ৪টা থেকে সরাসরি টিকিট বিক্রি শুরু হবে। বিক্রি চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে নির্ধারিত মধুমতি ব্যাংক থেকে।

এ ছাড়া অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

 

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য

 ১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

 ২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

 ৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

 ৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

 ৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা 

 ৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

 ৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

 ৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

 ৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা

 ১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

 ১১. ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

 

মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে

১. মিরপুর শাখা (মিরপুর ১১)
২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)
৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)
৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)
৬. কামরাঙ্গীর চর শাখা
৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ২ লাখ টাকায় কমলা কিনে প্রশংসায় ভাসছে এক প্রবাসী  
১৭৯ যাত্রীর প্রাণহানি: মাথা নুইয়ে জেজু এয়ারের সিইওর ক্ষমা প্রার্থনা
কখন কোথায় ও কীভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট?
আশ্বাসে জাহাঙ্গীর গেট থেকে সরে গেলেন চাকরিচ্যুত সেনা সদস্যরা  
ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর
ব্যাংক লুট করছে একটি ইসলামি দল: রিজভী
পরপর তিন কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী  
বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না আবেদন ফি
আমরা ইনভেস্ট করেছি পদ্মা সেতু ও টানেলে, সঠিক জায়গায় নয়: আমীর খসরু  
লিটন নয়, ঢাকার নেতৃত্ব পেলেন থিসারা পেরেরা
ছাত্র-জনতার আন্দোলনকে নিজেদের করে নিতে চায় বৈষম্যবিরোধীরা: মির্জা আব্বাস
সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা
শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ৯ উপায়
৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস  
আবারও শাহবাগ মোড় অবরোধ ট্রেইনি চিকিৎসকদের
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৫
দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে: ফারুক
বিপিএলের টিকিট না পাওয়ায় মিরপুরে দর্শকদের বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন
টেলিযোগাযোগ খাতে অস্থিরতা, বাড়বে ইন্টারনেটের দাম