তীব্র তাপপ্রবাহে কিশোরগঞ্জে এক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ
তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র তাপদাহে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, দুপুরের দিকে স্কুলের ২৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারা বেশিরভাগই দোতালার ভবনে ক্লাস করছিল। ধারণা করছি, অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়েছে। ঘটনার পরপরই স্কুল ছুটি দেওয়া হয়। এ ছাড়া তাদেরকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। অসুস্থদের মধ্যে এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরপর তাদের অভিভাবকদেরকে ডেকে বাকি শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়েছে।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জানান, দুপুরের দিকে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। তারপর চিকিৎসার মাধ্যমে বোঝা যায় তার পেটে হালকা ব্যথা হয়েছিল। তবে বর্তমানে সে সুস্থ রয়েছে।
হোসেনপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) নুরুল ইসলাম বলেন, এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা স্কুল পরিদর্শনে গিয়েছি। তারপর অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকদের ডেকে বাড়িতে পাঠানো হয়েছে।
নিকলি আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক জানান, গত কয়েকদিন ধরেই সারা দেশের মতো কিশোরগঞ্জেও বেড়েছে তাপমাত্রা। বৃহস্পতিবার কিশোরগঞ্জে বিকাল ৩টায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।