বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ইতেকাফ অবস্থায় মারা গেলেন সাবেক ইউপি চেয়ারম্যান

আনিছুর রহমান ভুট্টো। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ইতিকাফরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন উপজেলা আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্টো (৬৫)।

শনিবার (৭ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ত্রিশাল বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

আনিছুর রহমানের বেয়াই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, গত ২১ রমজান কেন্দ্রীয় জামে মসজিদে তিনি ইতেকাফ বসেন। কয়েক দিন ধরে দিন উনার শরীরটা ভালো যাচ্ছিলনা। মসজিদেই প্রাথমিক চিকিৎসা চলছিল। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমিরাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টু ইতেকাফরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আনিছুর রহমান ভুট্টু ২০১৬ থেকে ২০২১ সাল আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম গ্রামের নিজবাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

Header Ad
Header Ad

একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

ছবি: সংগৃহীত

দেশব্যাপী ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দলিল নিবন্ধন, তল্লাশি ও নকল উত্তোলনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে হয়রানি, ঘুষ চাওয়া ও অনিয়মের অভিযোগে এই পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুদকের বিভিন্ন অফিস থেকে এনফোর্সমেন্ট টিম ওই অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যেসব অফিসে অভিযান পরিচালিত হচ্ছে সেগুলো হলো- মোরেলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, বরিশাল সদর সাব-রেজিস্ট্রারের অফিস, বগুড়া জেলার কাহালু উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কক্সবাজার জেলার উখিয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ঢাকার আশুলিয়া ও মিরপুর সাব-রেজিস্ট্রারের অফিস, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা, গাজীপুর জেলার সদর উপজেলা, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা, যশোর সদর উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলা, খুলনা জেলা ও খুলনা সদর উপজেলা, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা, কুড়িগ্রাম জেলা, কুষ্টিয়া সদর উপজেলা, শরীয়তপুর সদর উপজেলা, ময়মনসিংহের গৌরিপুর, নারায়ণগঞ্জ সদর উপজেলা, নোয়াখালী সদর উপজেলা, নওগাঁ সদর উপজেলা, পাবনা সদর উপজেলা, পটুয়াখালী জেলার বাউফল, ঝালকাঠি জেলার রাজাপুর, রাজশাহী জেলার গোদাগাড়ী, রংপুর জেলা, সিলেট জেলার গোয়াইনঘাট, টাঙ্গাইলের কালিহাতী, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ও জামালপুলের সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রারের অফিস।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে দুদক সূত্র জানিয়েছে।

Header Ad
Header Ad

ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা সুদীপ বরখাস্ত

ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা সুদীপ বরখাস্ত। ছবি: সংগৃহীত

ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরীকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবিদুল মোমেন স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

চাকরি বিধিমালা ২০০৮-এর ৩৯(খ), ৩৯(৪), ৩৯(চ) ও ৪০(১)(খ)(৫) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সুদীপের বিরুদ্ধে অভিযোগ—বগুড়ায় কর্মরত অবস্থায় জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেনের সম্পদ বিবরণী যাচাইয়ের সময় তাকে মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে ঘুষ দাবি করেন। তিনি সরাসরি কিছু অর্থও গ্রহণ করেন।

তদন্ত প্রতিবেদনে উঠে আসে, সুদীপ ৭ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে আলমগীর হোসেনের খালাতো বোন সুমাইয়া শিরিনের মাধ্যমে বগুড়া বারের আইনজীবী মো. কামাল উদ্দিন থেকে ৫০ হাজার টাকা এবং অ্যাডভোকেট সৈয়দ আসিফুর রহমানের মাধ্যমে আরও ১ লাখ টাকা গ্রহণ করেন।

দুদকের ফরেনসিক ল্যাব এসব অর্থ লেনদেনের অডিও রেকর্ডিং বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। দুদক বলছে, সুদীপের এ কর্মকাণ্ড সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে অভিযোগপত্র ও অভিযোগ বিবরণী জারি করা হয়। তিনি ব্যক্তিগত শুনানির আবেদন করেন এবং ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর তা গ্রহণ করা হয়। পরবর্তী তদন্তে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।

এর আগে ২০২৩ সালের ২০ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এর কিছুদিন পর, ৯ এপ্রিল পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেনের বোন রুমাইয়া শিরিন সংবাদ সম্মেলন করে সুদীপের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।

Header Ad
Header Ad

গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে মঞ্জুর আলী (৫৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত পৌনে ৯ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে সদরের পলাশবাড়ী ফিলিংস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর পাশের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার হলদিবাড়ী এলাকার তোতা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে যাত্রীবাহী একটি অটোরিকশায় পলাশবাড়ীতে যাচ্ছিলেন মঞ্জুর আলী। অটোরিকশাটি পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক ও যাত্রীবাহী একটি বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা থেকে মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন মঞ্জুর। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নিহতের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা সুদীপ বরখাস্ত
গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস
সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কুয়েট
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: যুক্তরাষ্ট্র
নওগাঁয় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
যুক্তরাজ্যে ভাঙচুরের শিকার মুসলিমদের কবরস্থান
তরুণীকে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি, বৃদ্ধ গ্রেফতার (ভিডিও)
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৮
গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি
পিএসএলে ফের রিশাদের ভেলকি, ৩ উইকেট নিয়ে জেতালেন দলকে
ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ
ভূট্টা ক্ষেতে পড়েছিল শিশুর লাশ, পরিবারের দাবি হত্যা
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সাক্ষাৎ
“আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে” : এলডিসি উত্তরণে প্রধান উপদেষ্টার নির্দেশ
টাঙ্গাইলে বই দেখে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা, ফেসবুকে ভিডিও ভাইরাল!